Kawasaki Ninja 125 ফিচার রিভিউ – নিনজা কিড

This page was last updated on 28-Jul-2024 07:52pm , By Saleh Bangla

Kawasaki Bike তাদের নতুন ব্র্যান্ড Kawasaki Ninja 125 সুপারস্পোর্টস মডেল এই বছরের অক্টোবরের জার্মানিতে ২০১৮ ইন্টারমোট শো তে সবার সামনে তুলে আনে । যার কারনে মোটরসাইকেলটি বর্তমানে ইউরোপিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে এবং খুব শীঘ্রই এশিয়াতে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে । তাই আজকে আমরা লেটেস্ট এবং ছোট নিনজা এর ফিচারস সর্ম্পকে আপনাদের সামনে তুলে ধরছি । সেই অনুসারে এই হল Kawasaki Ninja 125 ফিচার রিভিউ – নিনজা কিড । চলুন দেখে আসি এই বাইকের সর্ম্পূন ফিচারগুলো । 

kawasaki ninja 125 feature review

Kawasaki Ninja 125 – ওভারভিউ

Kawasaki Ninja 125 কাওয়াসাকি নিনজা সিরিজের একেবারে নতুন মোটরসাইকেল । মোটরসাইকেলটি এই সিরিজের সব থেকে ছোট নিনজা যেটির ডিএনএ হল কাওয়াসাকি নিনজার । বাইকটি সব থেকে ছোট সুপারস্পোর্টস মডেল । ২০১৭ সালে নভেম্বর এ ২০১৭ ইআইসিএমএ তে বাইকটি লঞ্চ হওয়ার ঘোষনা করা হয় সর্বপ্রথম । এই সময় কাওয়াসাকি মোটরসাইকেল এবং ইঞ্জিন ডিভিশন এর মি. কাজুও বাইকটি অফিশিয়ালী ঘোষনা করে । 

কাওয়াসাকি মোটরস ইউরোপ এর ডাইরেক্টর মি. মোরিহিরো ইকোমা নিশ্চিত করেন যে ২০১৮ সালের শেষের দিকে নতুন দুই ব্র্যান্ডের মোটরসাইকেল ইউরোপ লঞ্চ হবে । ২০১৮ সালের অক্টোবরের ২ তারিখে ইন্টারমোট শো তে কাওয়াসাকি অফিশিয়ালী নতুন দুই ব্র্যান্ডের মোটরসাইকেল লঞ্চ করে । যার ফলে Kawasaki Ninja 125 এবং জেড১২৫ বর্তমানে ইউরোপিয়ান মার্কেটে পাওয়া যাবে । এর পরে আশা করা হচ্ছে যে খুব শীঘ্রই এশিয়ান মার্কেটে পাওয়া যাবে । 

kawasaki ninja 125 price in bangladesh


Kawasaki Ninja 125 – নিনজা লুকস এবং ডিজাইন

নতুন Kawasaki Ninja 125 হল সুপারস্পোর্টস মডেল যেটি কাওয়াসাকি ইউরোপ ওয়েবসাইটে শো করে । তারা মোটরসাইকেলের ডিটেইলস সুপারস্পোর্টস হেড ক্যাটাগরিতে রাখছে । তাই এটি সব থেকে ছোট সুপারস্পোর্টস মডেল যেটি নিনজা সুপারস্পোর্টস ডিএনএ বহন করে । অতএব লুকস, ডিজাইন এবং এপেরিয়ান্স এর দিক দিয়ে বাইকটি প্রায় কোয়াটার লিটার এর ক্লোন । সেই দিক দিয়ে বাইকটি Kawasaki Ninja 250SL মডেলের প্রায় সব কিছুই দেওয়া আছে । এখানে চেজিস, হুইল, ব্রেক এবং সাস্পেনশন সিস্টেম সব কিছুই নিনজা ২৫০এসএল থেকে নেওয়া হয়েছে । কিন্তু নিনজা ১২৫ ভিন্ন ধরনের ইঞ্জিন, ডিমেনশন, কালার স্কিম এবং ভিন্ন ধরনের স্টিকার বহন করে । তাই এগুলো বাইকটিকে আরো আকর্ষনীয় করে তুলেছে । 

kawasaki ninja 125 launch in bangladesh

এছাড়াও এক্সটেরিয়র, প্যানেল এবং বডি ডিজাইন প্রায় নিনজা ২৫০ এসএল এর কপি । অতএব আপনারা বুঝতে পারছেন যে মোটরসাইকেলের সাইজ প্রায় নিনজা এর মত যেটির স্কিন ভিন্ন এবং ছোট ইঞ্জিন । এছাড়াও মোটরসাইকেল এ নতুন মাল্টি টম শার্প কালার এবং স্টিকার দেওয়া আছে ।প্যানেলগুলো গ্লোসি এবং ম্যাট ফিনিশের । এছাড়াও এক্সপোজড টাবলার ফ্রেম সাথে শার্প কালার সাথে ভিন্ন ধরনের স্টিকার এই বাইকটিকে আরো আকর্ষনীয় করে তুলেছে । 

এছাড়াও বাইকটিতে রয়েছে ফুল ফেয়ারড টাবলার ফ্রেম এক্সপোজড মোটরসাইকেল যেটিতে সিঙ্গেল হেড ল্যাম্প এসেম্বল করা হয়েছে । এখানে সিট স্পোর্টি স্পিল্ট সাথে শার্প এলইডি টেইল ল্যাম্প এবং বিকিনি রিয়ার ফেন্ডার । তাই সিটিং হল এগ্রেসিভ স্পোর্টি সাথে লোয়ারড ক্লিপ হ্যান্ডেলবারে । আবারো বাইকটিতে অডো হল ফুল ডিজিটাল ইউনিট এবং ওয়াইডার এবং এরো হেড শার্প উইন্ডশিল্ড । এখানে ফুয়েল ট্যাংক, এক্সজস্ট এবং হুইল ডিস্ক হল আইকোনিক নিনজা প্রোফাইলের । তাই প্রতিটি এঙ্গেলে বাইকটি হল নিনজা কাওয়াসাকির যেটির ডিএনএ পুরোটাই নিনজা এর । 

kawasaki ninja 125 wheel brake suspension system

Kawasaki Ninja 125 – হুইল, ব্রেক এবং সাস্পেনশন

হুইল, ব্রেক এবং সাস্পেনশন এর দিক দিয়ে নতুন Kawasaki Ninja 125 হল একেবারে নিনজা ২৫০ এসএল এর মতন । আবার এর ফ্রেমও টাবলার ডায়মন্ড স্টীল ফ্রেমের মতন । অতএব চেজিস, হুইল, ব্রেক এবং সাস্পেনশন পার্ফমেন্স এবং রিয়্যালাইবিটিও খুব ভাল । নতুন নিনজা ১২৫ এ ১৭” এলয় রিমস এর সাথে টিউবলেস টাইপ টায়ার দেওয়া আছে । টায়ারগুলো হল সামনে ১০০/৮০-১৭ সামনে এবং ১৩০/৭০-১৭ পিছনে । এখানে ব্রেকিং সিস্টেম হল হাইড্রোলিক টাইপ সামনে এবং পিছনের হুইলে । এখানে ডিস্ক হল স্পোর্টি পেটাল এবং ভেন্টেড ডিস্ক যেখানে ডিমেনশন নিনজা ২৫০এসএল এর মতন । তাই ব্রেকিং সিস্টেম খুব নিরাপদ এবং Kawasaki Ninja 125 এ এবিএস সিস্টেমও দেওয়া আছে । 

kawasaki ninja 125 top speed

সাস্পেনশন সিস্টেমের দিক দিয়ে আপরাইট হাইড্রোলিক টেলিস্কোপ সামনে । যেখানে সাস্পেনশন সিলিন্ডার ৩৭মি.মি. এবং ট্রাভেল হল ১১০মি.মি. তাই স্পোর্টস রাইডিং এর জন্য বাইকটি বেশ ভাল । রিয়ার হল মনো সাস্পেনশন যেটি সুইং আর্ম ফিচারিং ইউনি-ট্র্যাক লিংক দেওয়া আছে । আবারো সাস্পেনশন হল গ্যাস চার্জ এবং সাথে ৫ টি গিয়ার সংযুক্ত করা হয়েছে । অতএব আপনারা দেখতে পাচ্ছেন যে নিনজা ১২৫ এর হুইল, ব্রেক এবং সাস্পেনশন সিস্টেম খুব ভাল । 

kawasaki ninja 125 engine power torque

Kawasaki Ninja 125 ফিচার – ইঞ্জিন এবং পার্ফমেন্স

নতুন Kawasaki Ninja 125এ নতুন ১২৫সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যেটি জেড১২৫ ও ব্যবহার করা হয়েছে । এখানে ইঞ্জিন ফিচারড এবং টিউন দুইটি বাইকে একই রকম । বাইকটির ইঞ্জিন হল ফোর স্ট্রোক, লিকুয়েড কুল্ড ইঞ্জিন যেটির ফিচার এর সাথে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম এবং ডিওএইচসি ৪-ভালভ এর । এছাড়াও বাইকটি প্রায় ১৫ পিএস পাওয়ার @ ৭৭০০ আরপিএম এবং ১১.৭ এনএম টর্ক @ ১১,০০০ আরপিএম । 

অতএব আপনারা হয়ত বুঝতে পারছেন যে বাইকটির রেভ অনেক ভাল । অন্যান্য ফিচারস এর দিক দিয়ে কাওয়াসাকি ইউরোপিয়ান আর এন্ড ডি এই মোটরসাইকেলকে বেশ উন্নত করেছে । অতএব ইঞ্জিনটি হল ইউরো৪ এমিশন স্ট্যান্ডার্ড । সেই অনুসারে বাইকটির ইঞ্জিন এর ফুয়েল এফিসিয়েন্সি এবং পার্ফমেন্সও বেশ ভাল । এই হল নতুন নিনজা কিড । 

kawasaki ninja 125 engine specification feature

Kawasaki Ninja 125 – স্পেসিফিকেশন এবং ডিমেনশন

Specification
Kawasaki Ninja 125
Engine
Single Cylinder, Four Stroke, Liquid Cooled Engine
Displacement
125cc
Bore x Stroke
58.0mm x 47.2mm
Valve System
DOHC 4-Valve
Compression Ratio
11.7:1
Maximum Power
11.0KW (15PS) @ 7,700RPM
Maximum Torque
11.7NM (1.2kgfm) @ 10,000RPM
Fuel Supply
Fuel Injection with 28mm Throttle Body
Ignition
Electronic
Starting Method
Electric Start
Clutch Type
Wet, Multiple-Disc
Lubrication
Forced Lubrication, Wet Sump
Transmission
6 Speed ; 1-N-2-3-4-5-6
Dimension
Frame Type
Tubular Diamond Steel Frame
Dimension (LxWxH)
1,935mm x 685mm x 1,075mm
Wheelbase
1,330mm
Ground Clearance
170mm
Saddle Height
785mm
Weight
148Kg
Fuel Capacity
11Liters
Engine Oil

Wheel, Brake & Suspension
Suspension (Front/Rear)
37mm Telescopic Fork with 110mm Travel / Uni-Track Gas Charged Mono Shock Absorber with 120mm Travel
Brake system (Front/Rear)
290mm Petal Disk With Dual Piston Clipper / 220mm Petal Disk With Dual Piston Clipper
Tire size (Front / Rear)
Front: 100/80-17M/C 52S Rear: 130/70-17M/C 62S Both Tubeless

Battery
12V, MF
Headlamp
12V x 1
Speedometer
Full Digital


Kawasaki Ninja 125 – নিনজা কিড লঞ্চ

অতএব পাঠকেরা আপনারা দেখতে পাচ্ছেন যে কাওয়াসাকি নতুন নিনজা কিড লঞ্চ করেছে । হেড থেকে টেইল পর্যন্ত বাইকটি পুরোপুরি ফিচার এবং ফার্নিশড সাথে নিনজা ফিচারস দেওয়া আছে । আমরা আপনাদের সামনে এই বাইকটির বিষয় পুরোপুরি ধারনা তুলে ধরার চেষ্টা করেছি । আশা করি আপনারা এই বিষয় পুরোপুরি ধারনা পেয়েছেন । এছাড়া বাইকটি বর্তমানে ইউরোপিয়ান রিজিয়ন এর ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে এবং খুব শীঘ্রই এশিয়াতে পাওয়া যাবে আশা করা যাচ্ছে । আশা করি খুব শীঘ্রই আমাদের দেশে বাইকটি পাওয়া যাবে এবং আমাদের সাথে থাকুন আরো আপডেট নিউজ এর জন্য । ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য । নিরাপদে এবং সাবধানে বাইক চালাবেন ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes