Honda CB150R Exmotion আনঅফিশিয়ালি লঞ্চ হলো বাংলাদেশে
This page was last updated on 10-Jul-2024 02:40am , By Saleh Bangla
বাংলাদেশে মোটরসাইকেল ইমপোর্টাদের মাধ্যমে আমরা অনেক দারুন দারুন সব স্পোর্টস বাইক পেয়ে থাকি। তারা বাংলাদেশের বাইকারদের চাহিদা অনুযায়ী তাদের পছন্দ ও ডিজাইনের বাইক আমদানী করে থাকে। বাংলাদেশী বাইক ইমপোর্টাদের সর্বশেষ সংযোজন হচ্ছে Honda CB150R Exmotion ।
আনফিশিয়ালি হোন্ডা সিবি১৫০আর এক্স-মোশন বাংলাদেশে লঞ্চ করা হয়েছে।
যদিও Honda CB150R Exmotion গত সেপ্টেম্বরে থাইল্যান্ডে লঞ্চ করা হয়। বাইক একই ক্যাফে রেসার ও স্পোর্টি ডিজাইনের স্বমন্বয়ে তৈরি করা। এটি একটি নেকেড স্পোর্টস বাইক যা সরাসরি Yamaha M Slaz এর সাথে প্রতিযোগিতে করবে।
এই বাইকটির দুটি ভার্সন বাজারে ছাড়া হয়েছে। একটি ABS সহ, অন্যটি ABS ছাড়া। আপনি যেকোন একটি আপনার পছন্দ মত কিনতে পারবেন।
Honda CB150R Exmotion নিয়ে কোন কনফিউশন নেই, তবুও অনেকে একে Honda CB150R Streetfire এর সাথে মিলিয়ে ফেলেন। স্ট্রীটফায়ার একটি লিথাল মেশিন যা আমরা প্রায় ১৪০০০কিমি টেস্ট রাইড করার পর রিভিউ দিয়েছি। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে ভিডিও রিভিউটি দেখে নিতে পারেন।
Honda CB150R Exmotion Price & Showroom
এবার আশা যাক Honda CB150R Exmotion বাইকটি নিয়ে। চলুন দেখি এই বাইকটিতে কি কি ফিচার দেয়া হয়েছেঃ
- ১৫০সিসি ওয়াটার কুল্ড ইঞ্জিন
- ইউরো VI ইঞ্জিন, যাতে RON95 গ্রেডের ফুয়েল প্রয়োজন
- আপাতত হোন্ডা পাওয়ার ও টর্ক সম্বন্ধে কিছুই প্রকাশ করেনি
- ইঞ্জিনে ৪টি ভাল্ব ও রোলার রকার আর্ম দেয়া হয়েছে
- ৬ স্পিড গিয়ার বক্স
- নতুন এলসিডি স্পিডোমিটার
- পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক
- ফুয়েল ট্যাঙ্কে প্রায় ৮.৫ লিটার ফুয়েল নেয়া যায়
- এলইডি হেড লাইট
- এলইডি টেল লাইট
- সুইচ গিয়ার যা Honda CBR150R (ইন্দো) থেকে নেয়া
- বাইকটিতে পাস লাইট ও ইঞ্জিন কিল সুইচ দেয়া হয়েছে
- ৪১মিমি এর আপ সাইড ডাউন সাসপেনশন
- রেয়ার মনোশক সাসপেনশন
- ইনার ডায়মন্ড ফ্রেম
- ডুয়েল চ্যানেল ABS (অপশনাল)
- ২৯৬মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক সাথে ৪টি ক্লিপারস
- ২২০মিমি রেয়ার ডিস্ক ব্রেক
- ১০ স্পোক এলুমিনিয়াম রিম
- ফ্রন্ট টায়ার ১১০মিমি এবং রেয়ার টায়ার ১৫০মিমি
- প্রশস্থ সিট
- রড হ্যান্ডেল বার
- ওজন ১২৫কেজি ABS সহ এবং ১২৩ কেজি ABS ছাড়া
যেহেতু বাইকটি আমদানীকারকদের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে। তাই যারাই বাইকটি কিনে থাকবেন তারা হোন্ডা বাংলাদেশ প্রাইভেট লিমিটেড থেকে কোন ধরনের সুবিধা বা স্পেয়ার্স পার্টস অথবা ফ্রী সার্ভিসিং বা ওয়ারেন্টি পাবেন না।
Honda CB150R Exmotion বাইকটি চারটি রং পাওয়া যাবে। ক্যাডেট গ্রে, মিলিনিয়াম রেড, গ্রীন মেটালিক এবং ব্ল্যাক মেটালিক। হোন্ডা সিবি১৫০আর এক্স-মোশন আনঅফিশিয়ালি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। আশা করা যায় বাইকটি সবার কাছেই জনপ্রিয়তা পাবে।