লিফান ডিস্কাউন্ট অফার - সর্বোচ্চ ১৫,০০০/- পর্যন্ত ডিস্কাউন্ট!

This page was last updated on 29-Jul-2024 04:41am , By Raihan Opu Bangla

লিফান বাংলাদেশের মোটরসাইকেল ব্র্যান্ড গুলোর মধ্যে অন্যতম চাইনিজ মোটরসাইকেল ব্র্যান্ড। সম্প্রতি তারা তাদের স্পোর্টস এবং নেকেড স্পোর্টস বাইকে ঘোষণা করে ডিস্কাউন্ট অফার। এই অফারে তারা সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট দিচ্ছে।

লিফান ডিস্কাউন্ট অফার - সর্বোচ্চ ১৫,০০০/- পর্যন্ত ডিস্কাউন্ট!

 

Lifan KPR165R NBF2 লিফান ডিস্কাউন্ট অফার

এই ডিস্কাউন্ট অফারটি লিফন তাদের Lifan KP এবং Lifan KPR এর উপর দিচ্ছে। Lifan KPR সিরিজটি বাংলাদেশের স্পোর্টস বাইক সিরিজের মধ্যে জনপ্রিয়। কারণ বাজেটের মধ্যে লিফান ই দিচ্ছে স্পোর্টস বাইক।


২০১৫ সালে লিফান প্রথমবারের মত বাংলাদেশে লঞ্চ করে Lifan KPR 150 V1। এরপর তারা লঞ্চ করে Lifan KPR 150 V2 । বর্তমানে স্পোর্টস সেগমেন্টে Lifan KPR তার নিজস্ব একটি জায়গা তৈরি করে নিয়েছে। লিফান তাদের লিফান কেপি ১৬৫ এবং লিফান কেপিআর ১৫০ সিবিএস ভার্সনে দিচ্ছে ডিস্কাউন্ট অফার। 


এই অফারে তারা সর্বোচ্চ ১৫০০০ টাকা পর্যন্ত দিচ্ছে ছাড়। এছাড়া লিফান Lifan KPR 165 Fi CBS বাইকটির প্রিবুকিং নেয়া শুরু করেছে।


Lifan KPR165R NBF2 Test Ride Review By Team BikeBD


Lifan KPR 165 Fi CBS বাইকটি হচ্ছে ১৬৫সিসি স্পোর্টস সেগমেন্ট এর একটি বাইক। বাইকটিতে দেয়া হয়েছে EFI (Electronic Fuel Injection) ইঞ্জিন। এর মানে হচ্ছে ইঞ্জিনে যতটুকু ফুয়েল দরকার তার নিয়ন্ত্রন করে থাকে ECU (Electronic Control Unit) যা এই ইঞ্জিনে দেয়া হয়েছে। 


ইঞ্জিন থেকে সর্বোচ্চ 16.8 BHP of power at 8000 rpm, and 17 Nm at 6500 rpm টর্ক  উৎপন্ন করতে পারে। লিফান কেপিআর ১৬৫ এফআই বাইকটিতে দেয়া হয়েছে ডুয়েল ডিস্ক। এছাড়া ব্রেকিং আর বেশি স্মুথ করা জন্য এতে যুক্ত করা হয়েছে সিবিএস।


Lifan KPR 150 CBS বাইকটি ১৫,০০০/- টাকা ডিস্কাউন্টের পর বর্তমানে এর দাম হচ্ছে ১,৭৫,০০০/- টাকা। এছাড়া Lifan KP 165 বাইকটি নেকেড স্পোর্টস বাইক। এই বাইকটিতে দেয়া হচ্ছে ডিস্কাউন্ট অফার। এই বাইকটিতে ১৫,০০০/- টাকা ডিস্কাউন্ট দেয়ার পর এর দাম হয়েছে ১,৫০,০০০/- টাকা।

লিফান ডিস্কাউন্ট অফার

কোভিড-১৯ সংক্রামণ অনেক বেড়ে গিয়েছে। তাই ডাক্তার এবং এক্সপার্টদের মত অনুযায়ী ভীড় ও গণ পরিবহন এড়িয়ে চলার জন্য বলা হয়েছে। তাই বর্তমানে সাইকেল ও মোটরসাইকেলে জনপ্রিয়তা বাড়ছে। তবে ঢাকা সিটিতে সাইকেলে রাইড করাটা কিছুটা বিপদজনক। তাই মোটরসাইকেল হচ্ছে সবচেয়ে সহজ যান সব জায়গাতে কমিউট করা জন্য।


লিফান তাদের KP 165, KPR 150 CBS বাইক গুলোতে দিচ্ছে ডিস্কাউন্ট অফার আর অপর দিকে KPR 165 FI CBS এর প্রি অর্ডার নিচ্ছে। আশা করা যাচ্ছে যারা ইদে নতুন বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য এই অফার অনেক উপযোগী হবে।