Hero Splendor Plus অর্ধ লক্ষ কিলোমিটার রাইড রিভিউ - দিপু

This page was last updated on 31-Jul-2024 04:21pm , By Shuvo Bangla

আমি দিপু কুমার। থাকি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায়। আমি Hero Splendor Plus বাইকটি ব্যবহার করছি। বর্তমানে আমার বাইকটি ৪৭,০০০ + কিলোমিটার চলছে।

hero splendor plus headlight

Hero Splendor Plus অর্ধ লক্ষ কিলোমিটার রাইড রিভিউ - দিপু


আমি ছোটবেলা থেকে বাইক চালাতে ভালোবাসতাম। কিন্তু ছোট ছিলাম বলে চালাতে পারতাম না, আমি যখন অষ্টম শ্রেণিতে পড়ি তখন বাইক চালানো শিখে ফেলি। যদিও সেইরকম হাত সেট হয়েছিলো না আর আস্তে আস্তে বাবার বাইক নিয়ে শিখতাম।

বাবার তখন Dayang 50 বাইক ছিলো। আমার জীবনের প্রথম এই বাইকটা আমার বাবা আমাকে SSC পরিক্ষায় ভালো রেজাল্ট করায় কিনে দিয়েছিলো। বাবাও চালাতো পাশাপাশি আমিও। অনেকদিন চালাই এই বাইকটি। এর মধ্যে নতুন অনেক বাইক মার্কেটে আসে। তার মধ্যে Splendor বাইকটি শুরু থেকেই আমার ভাল লাগে এর এগ্রেসিভ লুকের কারনে।

hero splendor plus

বাইকটির লুক আর যথেষ্ট রেডিপীকাপ এর কারণে আমাকে আরো বেশি আকৃষ্ট করে এই ১০০ সিসি সেগমেন্ট এর মধ্যে। বাইকটি যখন আমি হিরোর শোরুম থেকে কিনেছি তখন এর বাজার মূল্য ছিল ৮৯,০০০ টাকা। বাইকটি বয়স প্রায় তিন বছর + হয়েছে। বাইকটি চালিয়ে অনেক মজা পাওয়া যায় সেক্ষেত্রে টুকিটাকি কোথাও গেলে বাইক করেই যাই , মাইলেজ নিয়ে চিন্তা ছিলো না।

আমার বাইকে ২০০০ কিলোমিটারের পর ৬০-৬৫ মাইলেজ পেয়েছি, এখন কিছুটা কম পাচ্ছি। আমি প্রতিদিন বাইক চালানোর পর পরিস্কার করে রাখি। মাসে একবার গেরেজ থেকে ওয়াস করাই। মাঝে মাঝে নিজেই ওয়াস করি। যদিও কোনো প্রকার পালিস স্পে ব্যাবহার করি না, শুধু পানি আর সেম্পু দিয়ে ওয়াস করি।

hero splendor plus price

বাইকটিতে আমি ইঞ্জিন অয়েল হিসেবে Motul 7100 4T (10W40) ব্যবহার করি। এই ইঞ্জিন অয়েলে আমি বেশ ভাল পারফরমেন্স পাচ্ছি। এ পর্যন্ত আমার বাইকের পিছনের টায়ার ছাড়া তেমন বড় কিছু পরিবর্তন করিনি, ৪৭,০০০ কিলোমিটার চলছে , এখন পর্যন্ত ।

আমার বাইকটিতে এখনো পর্যন্ত কোন মোডিফিকেশন করিনি। শুধুমাত্র ,আরেকটা হর্ন ইনস্টল করেছি। বাইকটিতে আমি টপ স্পিড পেয়েছি ৭০ । এর বেশি স্পিড তোলার চেষ্টা করিনি। যতোটুকুই তুলেছি নিয়ন্ত্রণ এর মধ্যে রেখেই তুলেছি।

hero splendor plus bike

Hero Splendor Plus বাইকটির কিছু ভালো দিক-

  • কোন ব্যাক পেইন হয়না।
  • মাইলেজ
  • সাসপেনশন
  • সম্পূর্ণ এনালগ মিটার
  • কম্ফোর্ট

Hero Splendor Plus বাইকটির কিছু খারাপ দিক-

  • হেডলাইটের আলো কম
  • পিছনেরর চাকা হালকা স্কিড করে
  • পিছনের চাকা ৯০ ,বাইক তুলনায় এটা কিছুটা চিকোন হয়ে যায়

hero splendor plus bike picture

বাইক নিয়ে আমি তেমন কোনো লং ট্যুরে যাইনি। হাইওয়েতে খুব ভাল পারফরম্যান্স পেয়েছি বাইকটি থেকে। আরো অনেকটা পথ চলতে চাই হিরোর সাথে । তাছাড়া এটার পাশাপাশি Apache RTR 4v বাইক ও আছে।

পরিশেষে বলতে গেলে এটাই বলবো আমার বাইকটি একটি অসাধারণ বাইক। বাইকটি দেখতে যেমন সুন্দর তেমনি এর অসাধারণ পারফরমেন্স। এটি একটি ইউনিক বাইক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ধন্যবাদ।

hero splendor plus red

লিখেছেনঃ দিপু কুমার
 
আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes