Hero Motorcycles Bangladesh - মেগা সার্ভিস ক্যাম্প নরসিংদি । বাইকবিডি
This page was last updated on 14-Jul-2024 04:21am , By Ashik Mahmud Bangla
Hero Motorcycles Bangladesh নরসিংদিতে হিরো মোটরসাইকেল রাইডারদের আয়োজন করেছে একটি মেগা সার্ভিস ক্যাম্প । এই মেগা সার্ভিস ক্যাম্প চলবে ৯ থেকে ১১ ই ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত । এই মেগা সার্ভিস ক্যাম্পে রাইডারদের জন্য আরও অনেক কিছুর সুব্যবস্থা রয়েছে ।
হিরো মেগা সার্ভিস ক্যাম্প - নরসিংদি
রেগুলার সার্ভিস বাইকের পারফর্মেন্স ও ইঞ্জিন ভাল রাখার সবচেয়ে ভাল উপায় । হিরো মোটরসাইকেলস বাংলাদেশ নরসিংদি ও তার আসে পাশের এলাকার বাইকারদের জন্য হিরো আয়োজন করেছে এই মেগা সার্ভিস ক্যাম্প ।
হিরো এই সার্ভিস ক্যাম্প আয়োজন করেছে নরসিংদি জেলার শিবপুরের লাটখোলাতে । এই সার্ভিস ক্যাম্প চলবে ৯ থেকে ১১ ই ডিসেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত । এই সার্ভিস ক্যাম্পে বাইকাররা তাদের বাইকের ফ্রি সার্ভিস, ফ্রি বাইক ওয়াশ, ফ্রি টেকনিক্যাল সাপোর্ট, বাইক এক্সপার্টদের মতামত ও এডভাইস । এই সমস্ত কিছুই বাইকরাররা পাবেন একদম ফ্রি ।
Click Here To Watch Hero Passion XPro Video Review
এছাড়া এই মেগা সার্ভিস ক্যাম্পে রয়েছে এক্সেসরিজ এর উপর শতকরা ২৫% ডিস্কাউন্ট এবং ১০% ডিস্কাউন্ট রয়েছে হিরো ইঞ্জিন ওয়েল ও বাইক পার্টসের ক্ষেত্রে । এর সাথে আরও রয়েছে র্যাফেল ড্র, যেখানে যিনি বিজয়ী হবেন তিনি পাবেন আকর্ষনীয় গিফট ।
যেকোন হিরো বাইক মালিক তার বাইকটি নিয়ে এই নরসিংদির ফ্রি সার্ভিস গ্রহন করতে পারবেন । তার সাথে তিনি উপভোগ করতে পারবেন অফার ও ডিস্কাউন্ট । হিরো মোটরসাইকেলস বাংলাদেশ বাংলাদেশের অন্যান্য স্থানেও এই ধরনের ফ্রি সার্ভিস ক্যাম্প আয়োজন করবে যেমন, বগুড়া, যশোর, রংপুর এই সকল এলাকায় আয়োজন করা হবে ধারনা করা হচ্ছে । হিরো মোটরসাইকেল ধীরে ধীরে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে তাদের বাইকের দাম, কিস্তি সুবিধা, বিক্রয় পরবর্তি সার্ভিস, এই সব কিছু মিলিয়ে হিরো জনপ্রিয়তা পেয়েছে । যেকেউ ৩৬ মাসের কিস্তি সুবিধা নিয়ে হিরো মোটরসাইকেল ক্রয় করতে পারবেন ।
সাম্প্রতিক সময়ে তারা মোটরসাইকেল রেজিস্ট্রেশন সহ ডাউন পেমেন্ট ২০,০০০/- টাকায় নিয়ে এসেছে, যা খুব সহজে বাইক কিনতে সহায়তা করবে । হিরোর এই মেগা সার্ভিস ক্যাম্প বাইকারদের বাইকিং এর ক্ষেত্রে অনেক বেশি উৎসাহীত করবে, হিরো মোটরসাইকেলের সাথে যোগ দেয়ার জন্য । এটা অবশ্যই আশার কথা যে বড় ব্র্যান্ড গুলো ঢাকার বাইরে এই ধরনের ইভেন্টের আয়োজন করছে । এটা বাইকারদের অনেক সহায়তা করবে ।