GPX Demon GR165R বাইকে অর্ধ লক্ষের বেশি মূল্য হ্রাস
This page was last updated on 01-Jan-2025 08:38am , By Shuvo Bangla
Surprise of the Year! থাইল্যান্ডের প্রিমিয়াম রেসিং বাইক GPX Demon GR165R এখন মাত্র ২,৯৯,৯০০ টাকা মাত্র।
GPX Demon GR165R বাইকে অর্ধ লক্ষের বেশি মূল্য হ্রাস
GPX Motorcycle থাইল্যান্ডের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড যা মাত্র ১৪ বছরে Lucrative Design, Racing Performance, World Class Technology এবং Top Notch Build Quality দেয়ার মাধ্যমে জনপ্রিয় ব্র্যান্ড হবার স্বীকৃতি অর্জন করে ।
গত ফেব্রুয়ারি মাসে Speedoz Ltd অফিশিয়ালি GPX মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করে এবং এই অক্টোবর মাসে বাংলাদেশের বগুড়াতে Assembly ফ্যাক্টরি তৈরি করে । GPX Thailand সরাসরি Technological Support প্রদানের মাধ্যমে এবং World Class Standard Maintain করে এই ফ্যাক্টরি তৈরি করা হয়েছে । যেহেতু এখন থেকে CKD ইউনিট Speedoz Ltd বাজারজাত করে থাকবে সেহেতু নতুন একটি প্রাইসে রেসিং বাইকটি পাওয়া যাবে । নতুন প্রাইস নির্ধারণ করা হয়েছে ২,৯৯,৯০০ টাকা মাত্র।
রেড ফায়ার, ব্ল্যাক স্পেস ও ম্যাট গ্রে আকর্ষণীয় এই ৩টি কালারে পাওয়া যাবে রেসিং বাইকটি । এছাড়াও ২ বছর বা ২০,০০০ কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি পাওয়া যাবে বাইকটির সাথে ।
GPX Demon GR165R - 1000 KM Road Test Review By Team BikeBD
স্পীডোজ লিমিটেড অত্যাধুনিক সার্ভিস প্রদানের লক্ষে এখন থেকে “জিরো টেনশন সার্ভিস” প্রদান করবে । তাছাড়া ছোট্ট নাট থেকে শুরু করে বডি কিট সহ ৯৩৭ টি স্পেয়ার পার্টস তারা স্টকে রেখেছে । শোরুমের পাশাপাশি অনলাইন থেকেও স্পেয়ার পার্টস ক্রয় করা যাবে । ইমারজেন্সি সার্ভিস টিম প্রস্তুত রাখা হয়েছে যারা বাংলাদেশের যেকোন প্রান্তে বাইক নিয়ে প্রবলেম-এ পড়লে ২৪ ঘন্টার মধ্যে ইমারজেন্সি সার্ভিস দিয়ে থাকবে ।
স্পীডোজ লিমিটেড খুব স্বল্প সময়ে তাদের সকল অথোরাইজড সেন্টারগুলোতে 3s সেন্টারে নিয়ে আসার লক্ষে কাজ করে যাচ্ছে ।
Also Read: GPX Showroom in Sonadanga: Mission Enterprise (Khulna)
সুতরাং, মাত্র ২,৯৯,৯০০ টাকায় ১৬৪.৬ সিসি EFI লিকুইড কুল ইঞ্জিনের থাইল্যান্ডের প্রিমিয়ার রেসিং বাইক GPX Demon GR165R কে এই সেগমেন্টে বাজেটের ভিতর সেরা প্রিমিয়াম রেসিং বাইক বলা যায়।