টিভিএস বাংলাদেশে লঞ্চ করল নতুন TVS Apache RTR160 2021
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড লঞ্চ করেছে তাদের নতুন TVS Apache RTR160 2021 ভার্সন। বাইকটির দাম রাখা হয়েছে ১,৬৯,৯০০/- টাকা (সিঙ্গেল ডিস্ক)। এতে যুক্ত করা হয়েছে নতুন ও প্রশস্ত ১২০ সেকশন রেয়ার টায়ার এবং সম্পূর্ন নতুন গ্রাফিক্স। বাইকটির একটি ডুয়েল ডিস্ক ভার্সনও রয়েছে, এর দাম রাখা হয়েছে ১,৭৪,৯০০/- টাকা।
S
17-Apr-2021