BRTA এর অনলাইন সেবাসমূহ - কি কি পাচ্ছেন অনলাইনে ? বিস্তারিত
This page was last updated on 16-Jul-2024 08:29am , By Raihan Opu Bangla
আমরা যারা বাইক ব্যবহার করে থাকি তাদের কাছে BRTA খুব পরিচিত একটা শব্দ, কিন্তু বিআরটিএ তে গিয়ে সারাদিন সময় নিয়ে একেকটা কাজ করানোর সময় আমাদের অনেকের হাতে থাকে না। সময়ের সাথে সাথে BRTA এখন আপডেট হচ্ছে, তারা নতুন নতুন ডিজিটাল সেবা চালু করছে। আপনি এখন চাইলে অনেক কাজ ঘরে বসে করতে পারবেন।
BRTA এর অনলাইন সেবাসমূহঃ
BRTA এর অনলাইন সেবার মধ্যে কি কি থাকছে এই নিয়ে বিস্তারিত জেনে নেয়া যাক। আপনি যদি সঠিক নিয়মে কাজগুলো করতে পারেন তাহলে আপনার মূল্যবান সময় অনেকটাই বেঁচে যাবে। এই সেবা পেতে আপনাকে সবার প্রথমে বিআরটিএ এর সার্ভিস পোর্টাল https://bsp.brta.gov.bd/ তে প্রবেশ করতে হবে। এখান থেকে আপনি যেই সেবাগুলো নিতে পারবেন তা নিম্নে দেয়া হলোঃ
- অনলাইনে APPOINMENT নিয়ে আপনার মোটরযান ফিটনেস সনদ গ্রহণ করতে পারবেন।
- অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং ঘরে বসে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট নিতে পারবেন।
- অনলাইনে মোটরযান রেজিস্ট্রেশনের আবেদন জমা দিতে পারবেন, তবে সেটা ডিলার অথবা শোরুমের মাধ্যমে জমা দিতে হবে।
- অনলাইনে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান এবং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট জমা এবং ঘরে বসে প্রিন্ট দিতে পারবেন।
- ফি প্রদান মেন্যুর মাধ্যমে মোটরযানের বিভিন্ন AIT, Tax Token, এবং ফিটনেস ফি জানা, এবং অনলাইনে ফি জমা দিতে পারবেন।
অনলাইনে এই সুবিধাগুলো পাওয়ার পাশাপাশি আপনি এখন,
- BRTA এর যে কোন সার্কেল অফিস থেকে ফিটনেস নবায়ন,
- BRTA তে না গিয়ে নির্ধারিত ১৮ টি ব্যাংকে, ৪০০ এর অধিক শাখার মাধ্যমে ট্যাক্স টোকেন নবায়ন ফি জমা দিতে পারেন।
আশাকরি আগামীর দিনগুলোতে আমরা BRTA থেকে আরও বেশি ডিজিটাল সেবা পাবো।