ভলকান লাইফস্টাইল তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে দিচ্ছে ফ্রী হেলমেট
This page was last updated on 13-Jan-2025 01:14pm , By Raihan Opu Bangla
বাংলাদেশের অন্যতম বড় মোটরসাইকেল এক্সেসরিজ ব্র্যান্ড শপ হচ্ছে ভলকান লাইফস্টাইল। গত তিন বছর ধরে বাংলাদেশে ভলকাল লাইফস্টাইল প্রিমিয়াম মোটরসাইকেল এক্সেসরিজ বিক্রয় করে আসছে। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ভলকাল নিয়ে এসেছে এক আকর্ষণীয় অফার।
ভলকান লাইফস্টাইল তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে দিচ্ছে ফ্রী হেলমেট
এই অফারটি হচ্ছে HJC RPHA সিরিজের যেকোন হেলমেটের সাথে একটি Axor Jet Retro হেলমেট সম্পূর্ন রূপে ফ্রী। বাংলাদেশে ভলকান লাইফস্টাইল HJC helmets, Axor helmets, Axxis helmets, এবং Scoyco এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর।
পৃথিবীর বিখ্যাত হেলমেট ব্র্যান্ডের ভেতর HJC অন্যতম একটি ব্র্যান্ড। HJC-এর ক্রমাগত লক্ষ্য হল বিশ্বজুড়ে মোটরসাইকেল চালকদের উচ্চ-মানের, আরামদায়ক এবং ন্যায্য মূল্যের হেলমেট প্রদান করা।
Also Read: বাইকবিডি সার্ভের ভাগ্যবান বিজয়ীদের LS2 হেলমেট উপহার দিলো বাইকবিডি
1992 সাল থেকে, HJC উত্তর আমেরিকায় #1 হেলমেট ব্র্যান্ড হিসাবে তার মর্যাদা বজায় রাখতে সফল হয়েছে। বাংলাদেশে HJC এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে ভলকান লাইফস্টাইল।
সম্প্রতি ভলকান লাইফস্টাইল তাদের তৃতীয় বর্ষ শেষ করেছে। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ভলকান লাইফস্টাইল HJC RPHA সিরিজ হেলমেটে দিচ্ছে ফ্রী হেলমেট অফার। যেকোন RPHA সিরিজের হেলমেট ক্রয় করলেই পেয়ে যাবেন Axor Jet Retro হেলমেট।
Also Read: ভলকান লাইফস্টাইল বাংলাদেশ লঞ্চ করল HJC RPHA!
এছাড়া Axor এবং Axxis helmet থাকছে ১৬% ডিস্কাউন্ট অফার। এর সাথে HJC হেলমেটের সাথে থাকছে ফ্রী পিনলক এবং ভাইজর। অনলাইন অর্ডারে থাকছে ফ্রী হোম ডেলিভারী।
এই অফারটি চলবে আগামী ৩১শে ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত। তাই দেরি না করে আপনার পছন্দের HJC RPHA হেলমেট সিরিজের যেকোন একটি ক্রয় করে ফেলুন। বিস্তারিত জানতে ভালকান লাইফস্টাইলের ফেসবুক পেজে মেসেজ করুন। সাম্প্রতিক মোটরসাইকেল তথ্য, দাম ও টিপস জানতে বাইকবিডি ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।