Bajaj Pulsar Stuntmania | আগামী ২৩ আগস্ট থেকে এনটিভির পর্দায় - বাইকবিডি

This page was last updated on 28-Jul-2024 12:09am , By Ashik Mahmud Bangla

Bajaj Pulsar Stuntmania বর্তমানে বাংলাদেশের অন্যতম স্টান্ট রিয়েলিটি শো । অনেক বড় একটা অডিশন ও সিলেকশন শেষে ফাইনালি Pulsar Stuntmania টেলিভিশনের পর্দায় যাচ্ছে । 

pulsar stuntmania

 Pulsar Stuntmania বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় স্টান্ট রিয়েলিটি শো, যা ক্লাসিক স্টান্ট ম্যানিয়া থেকে ইন্সেপায়ার্ড । এটি বাংলাদেশের স্টান্ট রাইডারদের জন্য একটা বড় প্রতিযোগীতা । অনেক সময় ধরে রেজিস্ট্রশন, অডিশন ও সিলেকশনের পর ফাইনালি এটিকে দেখা যাবে টেলিভিশনের পর্দায় ।

Pulsar Stuntmania First Episode Trailer


Pulsar Stuntmania – টেলিভিশন সময়সূচি

পালসার স্টান্ট ম্যানিয়ার প্রথম পর্বটি প্রচারিত হবে আগামী ২৩ শে আগস্ট ২০১৯ শুক্রবার রাত ১১ঃ১৫ মিনিটে, বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভি এর পর্দায় যারা এই প্রথম পর্বটি মিস করবেন বা পুনরায় দেখতে চান তারা পরবর্তি শুক্রবার সকাল ১০ঃ০০ টায় এনটিভির পর্দায় দেখতে পাবেন । স্ট্যান্ট ম্যানিয়ার সকল এপিসোড পালসার স্টান্ট ম্যানিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল এ পাবলিশ করা হবে ।

>>Click Here To Visit Pulsar Bangladesh YouTube Channel<<

pulsar stunt mania 2019

Pulsar Stuntmania

এই রিজিয়নে পালসার স্টান্ট ম্যানিয়া অনেক জনপ্রিয় একটি স্টান্ট রিয়েলিটি শো, অবশেষে এটি বাংলাদেশেও আয়োজন করা হয়েছে । রেজিস্ট্রেশন ও ভিডিও সাবমিশনের পর সেখান থেকে ১০০ জনে বেছে নেয়া হয় অডিশনের জন্য । এই ১০০ জন গ্রাউন্ড অডিশনে বিচারকদের সামনে তাদের পারফর্মেন্স প্রদর্শন করে । সেখান থেকে মূল পর্বের জন ৩০ জন কে বেছে নেয়া হয় । 

এই ৩০ জনে পরবর্তিতে ট্রেইন এবং গ্রুম করা হয় প্রোফেশনাল স্টান্ট রাইডারদের দ্বারা, সকল এপিসোডে তারা তাদের পারফর্মেন্স প্রদর্শন করবে এবং বিজয়ী হবার জন্য প্রতিযোগীতা করবে । পালসার স্টান্ট ম্যানিয়ার বিজয়ীর জন্য থাকছে ১০ লক্ষ টাকা এবং একটি নতুন বাজাজ পালসার এনএস ১৬০ মোটরসাইকেল ।

  

motorcycle stunt in bangladesh

 

স্টান্ট ম্যানিয়া বাংলাদেশের স্টান্ট রাইডারদের জন্য নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে । বাংলাদেশে অনেক দিন থেকেই মোটরসাইকেল স্টান্ট এবং ছোট ছোট অনেক শো হয়েছে । তবে মানুষ এটাকে ভাল ভাবে নেয়নি । তারা এটা কে অনুৎসাহিত করে এসেছে না করার জন্য । 

কিন্তু এই ধারনা থেকে এখন অনেকেই বের হয়ে এসেছেন, বাংলাদেশেও অনেক ভাল ভাল স্টান্ট রাইডার রয়েছেন, এছাড়া পালসার স্টান্ট ম্যানিয়া স্টান্ট কে বাংলাদেশে প্রসারিত করতে সাহায্য করবে । আশা করা যাচ্ছে এই স্টান্ট রিয়েলিটি শো অনেক দারুন একটি শো হতে যাচ্ছে, আর বাইকাররা স্টান্ট করতে আরও আগ্রহী হয়ে উঠবে ।