বাংলাদেশে লঞ্চ হলো Bajaj Pulsar NS160 FI ABS । বাইকবিডি

This page was last updated on 13-Jul-2024 12:08pm , By Ashik Mahmud Bangla

উত্তরা মোটরস হচ্ছে বাংলাদেশে বাজাজ মোটরসাইকেল এর একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর । উত্তরা মোটরস মাত্র বাংলাদেশে লঞ্চ করেছে তাদের নতুন Bajaj Pulsar NS160 FI ABS মোটরসাইকেল । মোটরসাইকেলটি আজকেই লঞ্চ হয়েছে এবং খুব শীঘ্রই বাংলাদেশে বাজাজের সকল শোরুমে পাওয়া যাবে ।

ns160 fi abs in bangladesh

Bajaj Pulsar NS160 বাজাজের একটি নেকেড স্পোর্টস মোটরসাইকেল । যখন বাইকটি প্রথম লঞ্চ করা হয় তখন থেকেই বাইকটি ১৬০সিসি সেগমেন্টের বেশি বিক্রি হওয়া মোটরসাইকেল গুলোর মধ্যে অন্যতম । বাইকটি অনেক ফিচার সমৃদ্ধ একটি মোটরসাইকেল, তবে এতে আরও নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে ।

Bajaj Pulsar NS160 FI ABS: আপগ্রেড এবং ফিচার


২০১৯ এ বাজাজ পালসার এনএস১৬০ মোটরসাইকেল এ নতুন অনেক ফিচার যুক্ত করা হয়েছে । প্রথমত এতে যুক্ত করা হয়েছে সম্পূর্ন নতুন ফুয়েল সাপ্লাই সিস্টেম । ১৬০.৩সিসি ওয়েল-কুল্ড ইঞ্জিনে যুক্ত করা হয়েছে FI (Fuel Injection System) । এফআই ইঞ্জিন হবার কারনে বাইকটির পাওয়ার ডেলিভারী আরও স্মুথ হয়েছে এবং আর কার্বুরেটর ভার্সন এর চেয়ে বেশি ভাল মাইলেজও পাওয়া যাবে ।

bajaj-pulsar-ns-160-fi-launching এছাড়া বাইকটিতে আরও যুক্ত করা হয়েছে টুইন ডিস্ক সেট আপ । এর আগের ভার্সনটিতে দেয়া ছিল ২৪০মিমি ফ্রেন্ট ডিস্ক ব্রেক, তবে নতুন মোটরসাইকেলটিতে দেয়া হয়েছে ২৩০মিমি রেয়ার ডিস্ক ব্রেক । এনএস এর ব্যাপারে সবার সবচেয়ে বড় যেই অভিযোগ ছিল সেটি হচ্ছে এর রেয়ার টায়ার ।

তবে বাজাজ এই নতুন এডিশনে যুক্ত করেছে ১২০ সেকশন রেয়ার টায়ার । এতে করে বাইকের কন্ট্রোলিং, ব্যালেন্স এবং গ্রীপ ভাল হবে তাই নয় বাইকের রেয়ার দিকের সৌন্দর্য বর্ধিত হবে । এছাড়া রেয়ার টায়ার গার্ডে কারনে বাইকটিকে পুরোপুরি ভাবে স্ট্রীট ফাইটার হিসেবে লুক এনে দিয়েছে ।

bajaj pulsar ns 160 fi abs

নতুন ভার্সনের এই এনএস ১৬০ মোটরসাইকেল এ সবচেয়ে যে প্রযুক্তি যুক্ত করা হয়েছে, তা হলো এবিএস । নতুন এই ভার্সনটিতে সামনের ব্রেকের সাথে যুক্ত করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস(এন্টিলক ব্রেকিং সিস্টেম) । ইন্ডিয়াতে ১২৫সিসি এর উপরের মোটরসাইকেলে এবিএস দেয়াটা এখন স্ট্যান্ডার্ড হয়ে গিয়েছে । তারই ফল সরূপ বাজাজ তাদের নতুন ২০১৯ সালে এসে বাজাজ পালসার এনএস ১৬০ এফআই বাইকে যুক্ত করেছে এবিএস ।

ns160 fi abs price in bangladesh

Also Read: Bajaj Pulsar NS160 Dual Disc 3000Km User Review

Bajaj Pulsar NS160 FI ABS বাইকটি লঞ্চ করা হয়েছে এবং এর মুল্য ধরা হয়েছে ২৫৪,৯০০/- টাকা । বাইকটি বাজাজের সকল অথোরাইড শোরুম গুলো তে খুব শীঘ্রই পাওয়া যাবে । এছাড়া বাজাজ তাদের আগের সিঙ্গেল ডিস্ক কার্বুরেটর ভার্সনটিও বিক্রি করবে ।