Bajaj Pulsar 150 2016 মালিকানা রিভিউ - আসাদুল কবীর

This page was last updated on 28-Jul-2024 05:34pm , By Saleh Bangla

শুভেচ্ছা রাইডার্স। আমি অাসাদুল কবীর (পরাগ)। আমার বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। আমি সরকারী তিতুমীর কলেজে ইংরেজীতে স্নাতক ৩য় বর্ষে পড়ছি। আমার বয়স ২২ বছর। ছোটবেলা থেকেই বাইকের প্রতি আগ্রহটা একটু বেশি। অনেকদিক ধরেই ভাবছিলাম আমার বাইক Bajaj Pulsar 150 নিয়ে ছোটখাটো একটা রিভিউ দিবো। তাই আজ লিখেই ফেললাম Bajaj Pulsar 150cc 2016 এডিসন মালিকানা রিভিউ। ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

bajaj pulsar 150


আমার জীবনে প্রথম বাইক চালানোর হতেখড়ি হয় HONDA CD 80 দিয়ে,যখন অামি ৪র্থ শ্রেনীতে পড়তাম। অত:পর বাবার HONDA CDI 100। মূলত CDI দিয়েই বাইক চালানোর পদ্ধতি গুলো অায়ত্ত করেছি। তারপর চালিয়েছি আরো ৫ বছর। অতঃপর হিরো হোন্ডা স্পিল্ডার+, এ্যাপাচি RTR এবং বর্তমানে BAJAJ PULSAR 150 চালাচ্ছি।

Bajaj Pulsar 150 বাইক টি অমি ক্রয় করি ১,৯৯,০০০ টাকা দিয়ে অামার নিকটতম বাজাজ শোরুম (শুভেচ্ছা বাজাজ,মাওনা,গাজীপুর) থেকে ২০১৫ সালের ৯ এপ্রিল। বাইক কিনার দিন অামি একটু উত্তেজিত ছিলাম। কারন কিছুদিন হয়েছে অামার হিরো বাইকটি চুরি হয়েছে । একটু দ্বন্দে ছিলাম RTR এবং PULSAR কে নিয়ে। অবশেষে Pulsar ই বেছে নিলাম।
 

bajaj pulsar 150 bd price

কেন অামি এই Bajaj Pulsar 150 নির্বাচন করলাম:

বাইক কেনার সময় প্রত্যেকেই একই সেগমেন্টর কয়েক টি বাইক পছন্দের তালিকায় রাখে। সেগুলোর মধ্যে সকল কিছু বিচার বিবেচনা করে সেরা বাইকটি নির্বাচন করে থাকে। অামার বেলায় ও ঠিক তেমন ঘটেছিল। নতুন বাইক প্রথম চালানোর অনুভূতি ছিল অসাধারন। বাইক চালানোর অন্যতম কারন হল শখ। প্রতিদিন চালানোর সুযোগ হয় না,তবে যখন চালাই তখন অার থামতে ইচ্ছে হয়না।

ইঞ্জিন পারফরমেন্স: বাইকটি আমি ০ থেকে ৪০,০০০ কিলোমিটার রাইড করি। এই দীর্ঘ রাইডে বাইকটির ইঞ্জিন পারফরমেন্স ছিল অসাধারণ।

ব্রেকইন-পিরিয়ড : বাইকটির ইন্জিন এ সময় অল্প রাইডেই প্রচুর গরম হয়ে যেত,যা প্রতিটি নতুন বাইকের বেলায় ই দেখা যায়,তাই এই বিষয় নিয়ে এতটা চিন্তা করতাম না।ব্রেক ইন পিরিয়ডে স্পিড লিমিট মানার চেষ্টা করেছি কিন্তু সম্পূর্ণ পারিনি । যাই হোক ১৫০০-২০০০ কিলোমিটার চালানোর পর বাইকের ইন্জিন তুলনামূলক কম গরম হতে লাগল এবং মাইলেজ ও কমফোর্ট আগের চেয়ে বেশি পেতে শুরু করলাম।

bajaj pulsar 150 2017 price
লংট্যুরের ক্ষেএে : বাইকটি দিয়ে আমি সর্বোচ্চ একটানা ২০০ কি:মি রাইড করেছি। এই ২০০ কি:মি রাইডে বাইকটির ইঞ্জিন পারফরমেন্স ছিল অসাধারণ। আমি কোন বিরক্ত বোধ করিনি এই লংট্যুর সর্বদাই বাইকটি আমাকে সাপোর্ট করে গেছে।

লুকস ও মোডিফিকেশন: পালসারের আউট লুকটিই আমার কাছে খুব ভাল লাগে। তাই এতে কোন প্রকার মোডিফিকেশন করিনি।

টপস্পিড: BAJAJ PULSAR দিয়ে পিলিয়ন সহ সর্বোচ্চ ১০৫ প্রতি ঘন্টা, তবে অারও স্পিড উঠত বলে মনে হয়েছে। তাছাড়া ৮০-৯০ প্রতি ঘন্টায় প্রায়ই চালানো হয় বেশি।
 

bajaj pulsar 150 price bd

রেডি পিকঅাপ : এই বিষয়ে বলতে গেলে বলতে হয় BAJAJ PULSAR 150 এর রেডি পিকঅাপ একই সেগমেন্টের অন্য বাইক গুলো থেকে তুলনামূলক কম। ১০০ থেকে মার্কিং করলে দেখা যাবে পালসার পাবে ৮০ অন্য দিকে RTR পাবে 85.দুটো বাইক ই একই সাথে চালানাের কারনে অামার কাছে এমন টি মনে হয়েছে,যা অন্যদের সাথে না ও মিলতে পারে

ভাইব্রেশনঃ Bajaj Pulsar এ যেকোন গিয়ার পজিসনেই কোন ভাইব্রেশন অনুভূত হয়নি। টপ স্পিড এবং লো স্পিডে কম্পন অনুভুত হয়নি।

ইন্জিন লুবরিকেন্টস্: ব্রেকইন পিরিয়ডে প্রথম ৫০০ কিলো পর লুবরিকেন্টস পরিবর্তন করি। তার পর থেকে প্রতি ১০০০ কিলোমিটার পরপর পরিবর্তন করে অাসছি। লুবরিকেন্টস্ হিসেবে আমি MOBIL SUPPER 4T [ 20W 50] ব্যবহার করে অাসছি।

জ্বালানি: জ্বালানি হিসেবে অকটেন এবং পেট্রোল দুটোই ব্যবহার করেছি।তবে জ্বালানি পরিবর্তনে ইন্জিন পারফরমেন্স এর কোন পার্থক্য ধরতে পারিনি।
bajaj pulsar 150 2016

মাইলেজ: মাইলেজ মূলত চালকের চালানোর ধরন,সড়ক,পিলিয়ন/সিঙ্গেল ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে।PULSAR 150 দিয়ে গড় মাইলেজ পাচ্ছি ৩৮-৪০ কিলো/লিটার,যা মহাসড়কে ৪২+ এবং ব্যস্ত নগরীতে ৩৭+

পার্টস রিপ্লেস: প্রথম ১৭০০০ কিলো বাইডের পর স্পার্ক প্লাগ এবং এয়ার ফিলটার পরিবর্তন করি যা পুনরায় আর পরিবর্তন না করলেও পরিষ্কার করা হয়েছে একাধিকবার। ২০,০০০ কিলো পর তেলের চাবি চেঞ্জ করতে হয়েছে তেল ঝরার কারণে।৩০০০০ কিলো সামনের টায়ার EUROGRIP পরিবর্তন করে MRF এবং ৩৫,০০০কিলো পর পিছননের EUROGRIP টায়ার পরিবর্তন করে MRF লাগাই।৩৩,০০০ কিলোমিটার পর প্রথম ক্লাসপ্লেট ও চেইন প্সাকেট পরিবর্তন করি।আর কোন প্রকার পার্টস এখনো পরিবর্তন করিনি। পরিবর্তিত পার্টের সর্বমোট মূল্য:৮,৪০০ টাকা।
bajaj pulsar 150 bd

বাজাজের সার্ভিস: বাজাজের সার্ভিস সেন্টার গুলো ঢাকায় উন্নত থাকলেও ঢাকার বাইরে তা নেই। তাই মানসম্মত সার্ভিস আমি কখনোই পাইনি।

বাইকের যত্ন: প্রতি মাসে গড়ে ১ দিন বাইক ধোয়া হয়। অন্য সময় সুতি কাপড় দিয়ে ধূলাবালি পরিস্কার করি। বাইকের ফুয়েল ট্যাংক, বডি কিট ধোয়ার জন্য আমি সেম্পু ইউজ করি এবং চাকা, টায়ার ও ইঞ্জিন পরিস্কার করতে ডিটারজেন্ট ইউজ করি। মাঝে মধ্যে পালিশ ও করি। নিজের ভালবাসার জায়গা থেকে দায়িত্ববোধের কারনেই সবসময় বাইকটি পরিস্কার পরিচ্ছন্ন রাখি।

BAJAJ PULSAR 150 এর ভাল দিকঃ

১. কন্ট্রোলিং খুবই ভাল; যার কারনে যেকোনো বয়সের মানুষ সহজেই বাইকটি রাইড করতে পারে।
২. লং লাইফ ইঞ্জিন পারফরমেন্স
৩. তুলনামূলক মাইলেজ বেশি ( এই সেগমেন্টের অন্যান্য বাইক থেকে)
৪. লং ট্যুরের জন্য অত্যন্ত উপযোগী
৫.কম্পন নেই।
 

bajaj pulsar 150 price in india

BAJAJ PULSAR 150 এর খারাপ দিকঃ

১. ২০/২৫ কিলো রাইডের পর সাউন্ড ফেটে যায়। যা ৪০,০০০/৫০,০০০ কিলো পর খুবই ব্যাপক আকার ধারণ করে।
২.ইন্জিন নয়েজ বেশি
৩. নতুনদের জন্য গিয়ার সিফটিং এ সমস্যা হতে পারে ৷
৪. ডাবল ডিক্স অপসন নেই
৫. রেডি পিকআপ অপেক্ষাকৃত কম।

পরিশেষে এ কথা বলার অপেক্ষা রাখেনা যে, BAJAJ PULSAR 150 বাংলাদেশের বাজারে ১৫০ সিসি সেগমেন্টের সর্বোচ্চ বিক্রিত বাইক যা ধীরেধীরে মানুষের অাস্থা অর্জন করতে সফল হয়েছে।#গতির সাথে সাথে নিয়ন্ত্রন,মাইলেজ,দীর্ঘ্যস্থায়ী ইন্জিন পারফরমেন্স এবং পার্সের সহজলভ্যতার কারনে বাইকটি একই সাথে দ্রুতগতির এবং ধীর গতির বাইকারের প্রথম পছন্দে পরিনত হয়েছে।

অামি মনেকরি,যারা প্রথম ১৫০ সিসি বাইকের কথা ভাবছেন তাদের জন্য Bajaj Pulsar 150 বেষ্ট হবে। সকলের জন্য অনেক অনেক শুভ কামনা,সর্বদা হেলমেট পরে বাইক চালানোর চেষ্টা করবেন। সকলের কাছে আমি দোয়া প্রার্থী।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

Zontes 703 RR

Zontes 703 RR

Price: 0.00

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

View all Upcoming Bikes