উত্তরা মোটরস লিমিটেড লঞ্চ করেছে নতুন Bajaj Discover 110 Disc!
This page was last updated on 01-Aug-2024 04:35am , By Ashik Mahmud Bangla
বাজাজ বাংলাদেশ - উত্তরা মোটরস লিমিটেডে বাংলাদেশে লঞ্চ করেছে Bajaj Discover 110 Disc ব্রেক ভার্সন । বাইকটির মুল্য ধরা হয়েছে, ১,১৫,৫০০/- টাকা । বাজাজ ডিস্কভার সিরিজটি বাংলাদেশের অন্যতম সবচেয়ে বেশি সেল হওয়া বাইক ।
উত্তরা মোটরস লিমিটেড লঞ্চ করেছে নতুন Bajaj Discover 110 Disc!
এখন বাজাজের বর্তমানে ডিস্কভারের চারটি ভার্সন বাংলাদেশে রয়েছে । এদের মধ্যে ১২৫সিসি সেগমেন্টে দুটি এবং ১১০সিসি সেগমেন্টে ২ মডেল রয়েছে । Bajaj Discover Series
Model | Price |
---|---|
DISCOVER 125 Disc | 1,27,500 BDT |
DISCOVER 125 Drum | 1,20,500 BDT |
DISCOVER 110 Disc | 1,15,500 BDT |
DISCOVER 110 Drum | 1,11,500 BDT |
বাজাজ ডিস্কভার সিরিজটি কমিউটার সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একটি সিরিজ (Source)। এই সিরিজের মোটরসাইকেল গুলো বেশ জনপ্রিয় । জনপ্রিয়তার কারণ হচ্ছে এর মাইলেজ, কম্ফোর্ট, লো-মেইন্টেনেন্স, এর জন্য । কমিউটার বাইকের যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার তার সব গুলো এই বাইকে বিদ্যমান । ডিস্কভার সিরিজের মধ্যে বাজাজ অনেক কিছু নতুনত্ত্ব এনেছে । তারা গ্রাফিক্স এবং লুকসের ক্ষেত্রে অনেক কাজ করেছে । অনেক দিন পর তারা ড্রাম ব্রেক ভার্সনের পরে নিয়েছে এসেছে Bajaj Discover 110 Disc ব্রেক ভার্সন ।
১১০সিসি সেগমেন্টে ডিস্কভারের অনেক ফিচার সমৃদ্ধ । ৪র্থ ঢাকা বাইক শো ২০১৮ তে বাজাজ এই বাইকটি প্রথমবারের মত সবার সামনে নিয়ে আসে । তবে সেটি ছিল ড্রাম ব্রেক ভার্সন । এখন তারা নিয়ে এসেছে এটির ডিস্ক ব্রেক ভার্সন ।
Bajaj Discover 110 – New Discover Motorcycle In Bangladesh
বাজাজের এই ডিস্কভার ১১০ এ দেয়া হয়েছে ফোর স্ট্রোক, এয়ারকুল্ড, সিঙ্গেল সিলিন্ডার SOHC, DTS-i ইঞ্জিন দেয়া হয়েছে । ইঞ্জিন থেকে 8.6 ps @ 7000 rpm এবং 9.81 Nm টর্ক @ 5000 rpm পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে । বাইকটির ইঞ্জিন ডিস্প্লেসমেন্ট হচ্ছে 115.45 cc । ইঞ্জিন ছাড়াও বাজাজ ফিচার্স নিয়ে অনেক কাজ করেছে । তারা যোগ করেছে একটি স্পিডোমিটার, যেখানে হেডল্যাম্প, ফুয়েল, মাইলেজ সহ প্রয়োজনীয় তথ্য শো করে । ফুয়েল ট্যাঙ্কে ৮ লিটার ফুয়েল ধরে । এই বাইকটির সবচেয়ে বড় এবং আকর্ষণীয় বিষয় হচ্ছে এর হেডলাইট । হেডলাইটের সাথে দেয়া হয়েছে একটি LED DRL । এর কারনে বাইকটির একটা এক্সিকিউটিভ লুকস চলে এসেছে
বাইকটি নতুন তিনটি কালারে পাওয়া যাবে কালো, নীল এবং লাল । বাংলাদেশে বাজাজের অথোরাইজড সকল শোরুমে বাইক পাওয়া যাবে । ঢাকা বাইক শো ২০২০ খুব শীঘ্র ই শুরু হতে যাচ্ছে । প্রতিটি বাইক কোম্পানি বাইক শো উপলক্ষ্যে নিজেদের ফ্ল্যাগশিপ নিয়ে তৈরি হচ্ছে । আশা করা যাচ্ছে বাজাজও তেমন কিছুই করবে আর বাইকারদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হবে । Bajaj Discover 110 বাইকটি গ্রাম এবং মফস্বল এলাকায় বেশি জনপ্রিয় । যদিও আগে বাইকটির ড্রাম ভার্সনটি পাওয়া যেতো, তবে এখন তারা নিয়ে এসেছে ডিস্ক ব্রেক ভার্সন । আশা করা যাচ্ছে এর সেফটি আরও বেশি ভাল হবে ডিস্ক ব্রেকের কারণে । ধন্যবাদ ।