উত্তরা মোটরস লিমিটেড লঞ্চ করেছে নতুন Bajaj Discover 110 Disc!

This page was last updated on 01-Aug-2024 04:35am , By Ashik Mahmud Bangla

বাজাজ বাংলাদেশ - উত্তরা মোটরস লিমিটেডে বাংলাদেশে লঞ্চ করেছে Bajaj Discover 110 Disc ব্রেক ভার্সন । বাইকটির মুল্য ধরা হয়েছে, ১,১৫,৫০০/- টাকা । বাজাজ ডিস্কভার সিরিজটি বাংলাদেশের অন্যতম সবচেয়ে বেশি সেল হওয়া বাইক ।

উত্তরা মোটরস লিমিটেড লঞ্চ করেছে নতুন Bajaj Discover 110 Disc!

  

bajaj-discover-110-disc-price-in-bangladesh

এখন বাজাজের বর্তমানে ডিস্কভারের চারটি ভার্সন বাংলাদেশে রয়েছে । এদের মধ্যে ১২৫সিসি সেগমেন্টে দুটি এবং ১১০সিসি সেগমেন্টে ২ মডেল রয়েছে । Bajaj Discover Series

ModelPrice
DISCOVER 125 Disc1,27,500 BDT
DISCOVER 125 Drum1,20,500 BDT
DISCOVER 110 Disc1,15,500 BDT
DISCOVER 110 Drum1,11,500 BDT


বাজাজ ডিস্কভার সিরিজটি কমিউটার সেগমেন্টের অন্যতম জনপ্রিয় একটি সিরিজ (Source)। এই সিরিজের মোটরসাইকেল গুলো বেশ জনপ্রিয় । জনপ্রিয়তার কারণ হচ্ছে এর মাইলেজ, কম্ফোর্ট, লো-মেইন্টেনেন্স, এর জন্য । কমিউটার বাইকের যে সকল বৈশিষ্ট্য থাকা দরকার তার সব গুলো এই বাইকে বিদ্যমান । ডিস্কভার সিরিজের মধ্যে বাজাজ অনেক কিছু নতুনত্ত্ব এনেছে । তারা গ্রাফিক্স এবং লুকসের ক্ষেত্রে অনেক কাজ করেছে । অনেক দিন পর তারা ড্রাম ব্রেক ভার্সনের পরে নিয়েছে এসেছে Bajaj Discover 110 Disc ব্রেক ভার্সন ।

১১০সিসি সেগমেন্টে ডিস্কভারের অনেক ফিচার সমৃদ্ধ । ৪র্থ ঢাকা বাইক শো ২০১৮ তে বাজাজ এই বাইকটি প্রথমবারের মত সবার সামনে নিয়ে আসে । তবে সেটি ছিল ড্রাম ব্রেক ভার্সন । এখন তারা নিয়ে এসেছে এটির ডিস্ক ব্রেক ভার্সন ।

Bajaj Discover 110 – New Discover Motorcycle In Bangladesh

বাজাজের এই ডিস্কভার ১১০ এ দেয়া হয়েছে ফোর স্ট্রোক, এয়ারকুল্ড, সিঙ্গেল সিলিন্ডার SOHC, DTS-i ইঞ্জিন দেয়া হয়েছে । ইঞ্জিন থেকে 8.6 ps @ 7000 rpm এবং 9.81 Nm টর্ক @ 5000 rpm পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে । বাইকটির ইঞ্জিন ডিস্প্লেসমেন্ট হচ্ছে 115.45 cc । ইঞ্জিন ছাড়াও বাজাজ ফিচার্স নিয়ে অনেক কাজ করেছে । তারা যোগ করেছে একটি স্পিডোমিটার, যেখানে হেডল্যাম্প, ফুয়েল, মাইলেজ সহ প্রয়োজনীয় তথ্য শো করে । ফুয়েল ট্যাঙ্কে ৮ লিটার ফুয়েল ধরে । এই বাইকটির সবচেয়ে বড় এবং আকর্ষণীয় বিষয় হচ্ছে এর হেডলাইট । হেডলাইটের সাথে দেয়া হয়েছে একটি LED DRL । এর কারনে বাইকটির একটা এক্সিকিউটিভ লুকস চলে এসেছেdiscover-110-price

বাইকটি নতুন তিনটি কালারে পাওয়া যাবে কালো, নীল এবং লাল । বাংলাদেশে বাজাজের অথোরাইজড সকল শোরুমে বাইক পাওয়া যাবে । ঢাকা বাইক শো ২০২০ খুব শীঘ্র ই শুরু হতে যাচ্ছে । প্রতিটি বাইক কোম্পানি বাইক শো উপলক্ষ্যে নিজেদের ফ্ল্যাগশিপ নিয়ে তৈরি হচ্ছে । আশা করা যাচ্ছে বাজাজও তেমন কিছুই করবে আর বাইকারদের জন্য নতুন কিছু নিয়ে হাজির হবে । Bajaj Discover 110 বাইকটি গ্রাম এবং মফস্বল এলাকায় বেশি জনপ্রিয় । যদিও আগে বাইকটির ড্রাম ভার্সনটি পাওয়া যেতো, তবে এখন তারা নিয়ে এসেছে ডিস্ক ব্রেক ভার্সন । আশা করা যাচ্ছে এর সেফটি আরও বেশি ভাল হবে ডিস্ক ব্রেকের কারণে । ধন্যবাদ ।