২৪ ঘণ্টায় মটরসাইকেলে টেকনাফ থেকে তেতুলিয়া
This page was last updated on 04-Jul-2024 06:10pm , By Shuvo Bangla
২৪ ঘণ্টায় মটরসাইকেলে টেকনাফ থেকে তেতুলিয়া
মোটরসাইকেল মানে স্বাধীনতা। আর এই স্বাধীনতাটাকে সারা দেশে ছড়িয়ে দেয়ার জন্য আমারা ৩ জন বাইকার মোটরসাইকেলে করে টেকনাফ থেকে তেতুলিয়া ভ্রমন করছি ২৪ ঘণ্টার মধ্যে। এটা আমাদের একটা anti accident campaign. “We want safe for all”. আমাদের চেষ্টা থাকবে কোনও এক্সিডেন্ট ছাড়া এই ১০০০ কিলোমিটার পাড়ি দেয়া... আমরা যদি ১০০০ কিলোমিটার কোনও এক্সিডেন্ট ছাড়া পাড়ি দিতে পাড়ি তাহলে অন্যরা কেন অল্প পথ পাড়ি দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হবে।
আমাদের জানামতে বাংলাদেশে এখন পর্যন্ত মোটরসাইকেলে করে এরকম anti accident campaign আয়োজন করেনি আর আমরা anti accident campaign এর অংশ হিসেবে ২৬ অগাস্ট বান্দরবান ২৭ অগাস্ট কক্সবাজার ২৮ অগাস্ট টেকনাফ এ উপস্থিত থাকবো। ৩০ অগাস্ট আমরা ৩ জনের একটি দল বিরতিহীন মোটরসাইকেল চালিয়ে টেকনাফ থেকে যাত্রা শুরু করছি এবং যাত্রা শেষ হবে তেতুলিয়াতে। বাংলাদেশ এর ইতিহাসের একটা অংশ হতে আমাদের এই দুঃসাহসিক প্রয়াস। এই যাত্রায় আমরা সবমিলিয়ে প্রায় ২০০০ কিলোমিটার এর বেশি পথ পাড়ি দিব এবং আমরা আশা করবো পুরো যাত্রায় আমাদের সঙ্গী হবে আপনাদের ভালোবাসা আর আমাদের মোটরসাইকেল।দুঃসাহসিক যাত্রার তারিখ ৩০ অগাস্ট
যাত্রা শুরুর সময় ভোর ৪টা
স্থান টেকনাফ জিরো পয়েন্ট
যাত্রা শেষ বাংলাবান্ধা জিরো পয়েন্ট তেতুলিয়া
আমাদের ৩ জন মোটর সাইকেল চালক এর বিস্তারিতঃ
- শুভ্র সেন ০১৯১৪৮৮১৫৪৭
- রাদবি রেজা ০১৬৮২২২৭০৫০
- জুন সাদিকুল্লাহ ০১৭২০০২২০০২
এই যাত্রায় আমরা সবার সর্বচ্চ সহযোগিতা এবং দোয়া কামনা করছি। ধন্যবাদ।আনুমানিক সময়সূচী ৩০ অগাস্ট যাত্রা শুরু টেকনাফ ভোর ৪ টা, কক্সবাজার সকাল ৬টা, চট্টগ্রাম ৯:৩০ মিনিট, কুমিল্লা দুপুর ১২:৩০ মিনিট, দুপুর ২ টা ঢাকা বাইপাস (মদনপুর-গাজীপুর), বিকেল ৪টা টাঙ্গাইল, সন্ধ্যা ৬টা বগুড়া, রাত ৮টা রংপুর, রাত ৯টা দিনাজপুর (দশ মাইল), রাত ১০:৩০ পঞ্চগড়, রাত ১১:৩০ যাত্রা শেষ বাংলাবান্ধা জিরো পয়েন্ট তেতুলিয়া।