চলুন জেনে নেই ২০২০ সালে বাংলাদেশে লঞ্চ হতে পারে এমন কিছু মোটরসাইকেল !

This page was last updated on 13-Jul-2024 05:22pm , By Ashik Mahmud Bangla

গত বছর মানে ২০১৯ সালে বাংলাদেশে ১৫০সিসি সেগমেন্টের নতুন কিছু মডলের বাইক লঞ্চ হয়েছে । আমরা এটাও দেখেছি যে কিছু বাইক লঞ্চ হয়েছে এবিএস (এন্টিলক ব্রেকিং সিস্টেম) সহ । আজ আমরা কথা বলব ২০২০ সালে বাংলাদেশে লঞ্চ হতে পারে এমন কিছু মোটরসাইকেল নিয়ে ।

upcoming bikes in bd 2020 motorcycle

ইয়ামাহা  ইয়ামাহা গত বছর FZS সিরিজের এফআই ও এবিএস সিস্টেম সহ লঞ্চ করেছে । এছাড়া তারা আরও লঞ্চ করেছে ইন্ডিয়ান Yamaha MT 15 এবং Yamaha R15 V3 । আমরা আশা করছি এই বছর ইয়ামাহা তাদের Yamaha XTZ 125 এর মতো Yamaha WR155 অফরোড মোটরসাইকেল বাংলাদেশে লঞ্চ করবে । এর সাথে Yamaha Bangladesh লঞ্চ করতে পারে Yamaha XSR 155, প্রিমিয়াম ক্যাফে রেসার ।

upcoming yamaha bike in bangladesh 2020

Yamaha XSR 155 বাইকটি তে Yamaha R15 V3 এর মত একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে । ইঞ্জিনের পাওয়ার ও টর্ক ডেলিভারী একই রকম । এছাড়াও আমরা আশাকরি এ বছর Yamaha NMax 155 , Yamaha Aerox 155 এর  মতো প্রিমিয়াম স্কুটিগুলো ও আমরা দেখতে পারো। Yamaha Aerox 155 স্কুটিতে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসির লিকুইড কুলড ইঞ্জিন। আশাকরা যাচ্ছে এই স্কুটিগুলো অন্যান্য ১৫০ সিসির বাইকের চেয়ে কোন অংশে কম হবে না। 

হোন্ডা ২০১৯ সালে হোন্ডা নতুন কিছু বাইক নিয়ে এসেছে এবং তাদের হোন্ডা বাইক দাম আমাদের ওয়েবসাইটে ডিটেইলস পাবেন । তারা বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি Honda Livo, Honda CB Shine SP এবং সবচেয়ে গুরুত্বপূর্ন ও আলোচিত বাইক Honda X Blade বাংলাদেশে লঞ্চ করেছে । আমরা আশা করছি যে ২০২০ সালে হোন্ডা Honda CB Hornet এর CBS এবং ABS ভার্সন বাংলাদেশে লঞ্চ করবে । এই বাইকটিতে দেয়া হবে এলইডি হেড লাইট, নতুন গ্রাফিক্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ন সিঙ্গেল চ্যানেল এবিএস । 

honda cb hornet abs price in bangladesh

আমরা আশা করছি যে, হোন্ডা অফ রোড মোটরসাইকেল নিয়ে কাজ করছে । ইতিমধ্যে আমরা দেখেছি যে হোন্ডা স্কুটার সেগমেন্টে অনেক বেশি এগিয়ে আছে । আমি ধারনা করছি এবং যে বাইকটি দেখার জন্য উন্মুখ হয়ে রয়েছি সেটি হচ্ছে Honad CB 150R Streetfire, হোন্ডা অফিশিয়ালি এই বাইকটি লঞ্চ করার সম্ভবনা রয়েছে । 

সুজুকি Suzuki Bike কোম্পানি তাদের কাস্টোমারদের অনেক কিছু দেয়াই বাকি রয়েছে । বাংলাদেশী বাইকাররা অপেক্ষা করে রয়েছেন নতুন Suzuki Gixxer 155 Fi এবং নতুন Suzuki Gixxer SF 155 Fi বাইক দেখা জন্য । suzuki gixxer sf 2019

২০১৯ ভার্সনের উভয় বাইকের রয়েছে কসমেটিক বা গ্রাফিক্যাল পরিবর্তন, স্ট্যান্ডার্ড এবিএস এবং পাওয়ার ডেলিভারী টিউন করা হয়েছে । নতুন Suzuki Gixxer 155 Fi বাইকটিতে ব্যবহার করা হয়েছে ১৫৫ সিসির এফ আই ইঞ্জিন। নিরাপদ ব্রেকিং নিশ্চিত করতে বাইকটিতে এন্টি লক ব্রেকিং সিস্টেম যুক্ত করা হয়েছে। জিক্সার ও জিক্সার এসএফ বাংলাদেশে বাইক দুটি অনেক দিন থেকেই রয়েছে, তাই পরিবর্তন কিছুটা জরুরী । আমরা আশাকরি ২০২০ সালে Suzuki Burgman 125 এর  মতো জনপ্রিয় স্কুটারগুলো আমরা বাংলাদেশে দেখতে পাবো। এছাড়াও Suzuki Bandit 150  এই বছর বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যেতে পারে। 

কাওয়াসাকি আমাদের ধারনা হচ্ছে Kawasaki Bike কোম্পানি তাদের নতুন কোন মডেল এই বছর আমাদের দেশে লঞ্চ করবে না । শুধু মাত্র নতুন ডিজাইনের বাইক নিয়ে আসার সম্ভাবনা রয়েছে । নতুন কিছু নিয়ে আসলে সেটা বাইকারদের জন্য হবে একটা সারপ্রাইজ । আশাকরা যাচ্ছে এ বছরে আমরা Kawasaki Ninja 125 2020 মডেলের দেখা পাবো।

বাজাজ Bajaj Bike কোম্পানি ২০১৯ সালে অনেক গুলো বাইক লঞ্চ করেছে । এদের মধ্যে Bajaj Pulsar NS160 Fi ABS এবং Bajaj Pulsar Neon অন্যতম বাইক । এই বছর আমরা বাজাজের কাছ থেকে প্রিমিয়াম কোয়ালিটির কোন বাইক আশা করছি না । তবে তারা কমিউটার সেগমেন্টে নতুন কিছু নিয়ে আসতে পারে ।

এদের মধ্যে রয়েছে Bajaj Platina 110 H Gear বাইকটি অন্যতম । এছাড়া বাজাজ ক্রজার সেগমেন্টে নিয়ে আসতে পারে Bajaj Avenger 160 বাইকটি বাংলাদেশে লঞ্চ করার সম্ভাবনা রয়েছে । tvs ntorq

টিভিএস ২০১৯ সালে TVS Bike কোম্পানি কয়েকটি নতুন বাইক লঞ্চ করেছে । তাদের মধ্যে অন্যতম হচ্ছে  TVS Apache RTR 160 4V (dual disc) । এই বছর আমরা আশা করছি টিভিএস TVS Apache RTR 160 4V বাইকটির এফআই ও এবিএস বাংলাদেশে লঞ্চ করবে ।

এছাড়া আমরা আরও আশা করছি যে এই বছর TVS N Torq স্কুটারটি লঞ্চ করবে । গত বছর গোয়াতে অনুষ্ঠিত হওয়া টিভিএস মটো সোল এ স্কুটারটি আমি দেখেছিলাম । 

হিরো বর্তমানে হিরোর নতুন কোন মোটরসাইকেল আশার সম্ভাবনা খুব কম, তবে Hero Xtreme 160R আমাদের দেশে আসতে পাড়ে এ বছরে। Hero Bike কোম্পানির নতুন স্কুটার লঞ্চ করার সম্ভবনা রয়েছে । তবে বছরের মাঝামাঝি বা শেষের দিকে হিরোর নতুন বাইক ইন্ডিয়াতে লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে ।

লিফান আমরা আশা করছি যে Lifan Motorcycle এবার কিছু চমক নিয়ে হাজির হতে পারে । আমরা ধারনা করছি যে লিফান বাংলাদেশে নতুন Lifan KPR150 বাইকটি বাংলাদেশে লঞ্চ করবেন । বাইকটি সম্পূর্ন রূপে ডিজাইন করা হবে । বাইকটিতে থাকতে পারে স্প্লিট সিট, আন্ডার বেলি এক্সহস্ট, USD সাসপেনশন সহ নতুন অনেক ফিচার ।dhaka bike show 2020

বাইক শো ২০২০ সালের মার্চ মাসে হতে যাচ্ছে ঢাকা বাইক শো । টিম বাইকবিডি বরাবরের মত এবারও ঢাকা বাইক শোতে অংশ গ্রহন করবে । তাই ঢাকা বাইক শো সহ সকল ধরনের বাইক ও বাইকিং কমিউনিটির সম্পর্কিত আপডেট পেতে আমাদের ওয়েব সাইট ভিজিট করতে থাকুন । আমরা ঢাকার বাইরেও কিছু ইভেন্ট করব বলে আশা করা যাচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গ এলাকার দিকে আমাদের এবার অনেক ইভেন্ট হবে বলে ধারনা করা হচ্ছে ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

CFMoto 125NK

CFMoto 125NK

Price: 0.00

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

Liban Phoenix

Liban Phoenix

Price: 0.00

View all Upcoming Bikes