১৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার! চোরাই মটরসাইকেলগুলোর সিরিয়াল নম্বর ও বিস্তারিত
This page was last updated on 08-Jul-2024 09:55am , By Saleh Bangla
১৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। ডিবি (দক্ষিণ) বিভাগের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম ঢাকা মহানগরসহ সাভার ও গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দিনের বেলায় মোটরসাইকেল পার্কিং ও খোলা জায়গায় রাখা মোটরসাইকেলগুলো বিশেষ কায়দায় চুরি করে নিয়ে যায়। এছাড়াও তারা রাতে বাসার গেটের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি করত। পরবর্তী সময়ে সেগুলো ইন্ডিয়ান টানা মোটরসাইকেল বা চোরাই মোটরসাইকেল বলে সাধারণ মানুষের নিকট বিক্রি করে দিত।
Honda CBR150R বনাম Yamaha R15 V3 বনাম Suzuki GSX-R150
উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল এর মধ্যে যদি কারো চুরি যাওয়া মোটরসাইকেল থাকে তবে উদ্ধারকারী টিমের নম্বর ০১৭১৩-৩৯৮৬০৩ তে যোগাযোগের জন্য অনুরোধ করা হল।
উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল এর সিরিয়াল নম্বর ও বর্ননা
১। ০১ টি নীল রংয়ের রেজিঃ নম্বর বিহীন এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল, যার চ্যাসিস নং MD624HC1XH2D58931
২। ০১ টি ০১ এ্যাশ রংয়ের FZ-S ১৫০ সিসি মোটরসাইকেল, যার রেজিঃ নম্বর প্লেটে ৩৩-৮৪০৮ লেখা, চ্যাসিস নং ME1RG4425H0028023 (পাঞ্চিং)
৩। ০১ টি সাদা রংয়ের সুজুকি ১০০ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো হ-৪৯-১৯৩২। যার চ্যাসিস নং MB8NF4JABF9101986
৪। ০১ লাল কালো রংয়ের ডিসকভার-১২৫ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো হ-৪৯-৯২৯৩, যার চ্যাসিস নং MD2A15BZ4FWC99506
৫। ০১টি কালো রংয়ের পালসার মোটরসাইকেল, যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো ল-২৫-৫১৬২ লেখা, যার চ্যাসিস নং MD2A11CZ8CCJ33233
৬। ০১ নীল রংয়ের হিরো হোন্ডা-১০০ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে খুলনা মেট্রো হ-১১-৫৬০৪ লেখা, যার চ্যাসিস নং 04E19F06282
৭। ০১টি সাদা রংয়ের রেজিঃ নম্বর বিহীন এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল, যার চ্যাসিস নং MD624HC12F2B01873
৮। ০১টি লাল রংয়ের হিরো স্পেন্ডার প্লাস-১০০ সিসি মোটরসাইকেল, যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো হ-৫১-২০৩২ লেখা, যার চ্যাসিস নং MBLHA10A3E9A0317
৯। ০১টি রেজিঃ নম্বর বিহীন কালো রংয়ের ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল, যার চ্যাসিস নং MD2A14AZ7GWC94586
১০। ০১টি কালো নীল রংয়ের ইয়ামাহা ফেজার ১৫০ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো ল-৩২-৫৭২৩ লেখা, যার চ্যাসিস নং ME1RG444380001062
১১। ০১টি লাল রংয়ের হিরো হোন্ডা স্পেন্ডার প্লাস-১০০ সিসি মোটরসাইকেল, যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো হ-৪৫-২৩৪৭ লেখা । যার চ্যাসিস নং MBLHA10EZC9F002
১২। ০১টি লাল রংয়ের এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো ল-২৫-৩২৪৭ লেখা, যার চ্যাসিস নং MD624HC11E2K43594
১৩। ০১টি লাল রংয়ের ডিসকভার-১৩৫ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো ল-২৭-৯৫৪৩ লেখা যার চ্যাসিস নং MD2DHGNZZHCK44019
১৪। ০১টি কালো রংয়ের ডিসকভার-১০০ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো হ-৪৩-৯৪০০ লেখা যার চ্যাসিস নং MD2A14AZ1FWD92298
১৫। ০১টি নীল রংয়ের এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো ল-২৭-৩২৬৩ লেখা, যার চ্যাসিস নং MD624HC10G2E30055
১৬। ০১টি লাল রংয়ের ডিসকভার-১০০ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো হ-৪১-১৯০৩ লেখা যার চ্যাসিস নং MD2DSPAZZTWK99094
১৭। ০১টি লাল কালো রংয়ের ডিসকভার-১০০ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে জামালপুর হ-১১-৬৮১০ লেখা যার চ্যাসিস নং MD2DSPAZZUWA96799
১৮। ০১টি নীল কালো রংয়ের ডিসকভার-১৩৫ সিসি মোটরসাইকেল যার রেজিঃ নম্বর প্লেটে ঢাকা মেট্রো ল-১৬-২৬৮৫ লেখা যার চ্যাসিস নং MD2DSJNZZPCL51093
১৯। ০১ টি রেজিঃ নম্বর বিহীন ডার্ক ব্লু রংয়ের এ্যাভেঞ্জার ১৫০ সিসি মোটরসাইকেল, যার চ্যাসিস নং MD2A85CY1HCB07254 তথ্য ও ছবি কৃতজ্ঞতাঃ ডিএমপিনিউজ