১৮০০ সিসির মোটরসাইকেল আসলো বাংলাদেশে - জিএল ১৮০০ গোল্ডউইং

This page was last updated on 03-Aug-2024 05:04am , By Ashik Mahmud Bangla

বাংলাদেশের রাস্তায় হাই সিসির বাইক দেখা আমাদের কাছে স্বপ্নের মতো। কিন্তু এখন হয়তো হাই সিসির জনপ্রিয় বাইক জিএল১৮০০ গোল্ডউইং মাঝে মাঝে বাংলাদেশের রাস্তায় দেখতে পাওয়া যাবে। বাংলাদেশে প্রথমবারের মতো বিশেষ কোন বাহিনীতে যুক্ত হলো ১৮০০ সিসির মোটরসাইকেল। অত্যাধুনিক এই মোটরসাইকেলে রয়েছে ৬ সিলিন্ডার যুক্ত বিশেষ প্রযুক্তির ইঞ্জিন। 

১৮০০ সিসির মোটরসাইকেল আসলো বাংলাদেশে - জিএল ১৮০০ গোল্ডউইং

GL1800-Goldwing বাইকটি হচ্ছে জিএল ১৮০০ গোল্ডউইং। জিএল ১৮০০ গোল্ডউইং  চারটি রাইডিং মোড রয়েছে - ট্যুর, স্পোর্টস, ইকোনমি ও রেইন। অত্যাধুনিক এই মোটরসাইকেলটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার বেগে চলতে সক্ষম। রাইডারের নিরাপত্তা নিশ্চিত করতে মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে এয়ারব্যাগ সিস্টেম।

Honda-Gold-Wings-1800

Also Read: সব ধরনের বাইক এর সর্ব শেষ বাজার মূল্য জানুন

১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জিএল ১৮০০ গোল্ডউইং মডেলের মোটরসাইকেল দু'টি হস্তান্তর করা হয়। স্পেশাল সিকিউরিটি ফোর্সের এসএসএফ কাছে ১৮০০ সিসির দুটি মোটরসাইকেল হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোন্ডা প্রাইভেট বাংলাদেশ লিমিটেডের সাথে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করপোরেশনের এক যৌথ প্রকল্পের আওতায় মোটরসাইকেল দু'টি হস্তান্তর করা হয়।  

ssf 

আরো জানা গেছে একই মডেলের আরও ৪টি মোটরসাইকেল খুব শিগগিরই এসএসএফের কাছে হস্তান্তর করা হবে। 

তথ্য সূত্রঃ Dhaka Tribune