হিরো স্পেশাল প্রাইস অফার ২০১৮

This page was last updated on 10-Jul-2024 04:25am , By Saleh Bangla

হিরো মটোকর্প বাংলাদেশ সম্প্রতি ঈদ উপলক্ষ্যে তাদের স্পেশাল প্রাইস অফার ঘোষনা করেছে । হিরো এই স্পেশাল প্রাইস চলবে পুরো অগাস্ট মাস জুড়ে । এই স্পেশাল প্রাইসের মধ্যে হিরোর অনেক মডেলের বাইকের দাম কমিয়ে আনা হয়েছে ।  তাই হিরো প্রেমীরা এখন হিরোর বাইক খুব আকর্ষণীয় দামে কিনতে পারবেন ।

 হিরো ঈদ উপলক্ষ্যে স্পেশাল প্রাইস অফার  ঘোষনা করেছে

হিরো স্পেশাল প্রাইস ২০১৮

মডেলের নামবর্তমান মুল্যস্পেশাল প্রাইস
HF Deluxe (Kick)৮৪,৯৯০৮২,৯৯০
HF Deluxe (Self)৯৪,৯৯০৯০,৯৯০
Splendor Plus৯৫,৯৯০৯১,৯৯০
Pleasure১১৯,৯৯০
I Smart 110১০৯,৯৯০
Glamour১২০,৯৯০১১৭,৯৯০
Ignitor১২৭,৯৯০১২৪,৯৯০
Achiever১৩৫,৯৯০
Hunk (Single Disc)১৪৯,৯৯০
Hunk (Duel Disc)১৫৯,৯৯০

উপরের চার্ট থেকে আমরা এটাই দেখতে পাচ্ছি যে হিরো শুধু মাত্র তাদের কমিউটার সেগমেন্টের বাইকের দাম কমিয়েছে । যেসব বাইকের দাম কমিয়েছে সেসব বাইক ১০০সিসি থেকে ১২৫ সিসি এর মধ্যে । হিরো আই স্মার্ট ১১০, হিরো এচিভার এবং হিরোর সবচেয়ে জনপ্রিয় বাইক হিরো হাংক এর দাম অপরিবর্তিত রেখেছে । 

 হিরো হাংক হিরোর ১৫০সিসি সেগমেন্টের কমিউটার মোটরসাইকেল । কিন্তু এটির লুকস, স্টাইল ও ডিজাইন অনেকটাই স্পোর্টস মোটরসাইকেলের মত । বাইকটি ১৫০সিসি ফোর স্ট্রোক, এয়ার কুল্ড ইঞ্জিন বিশিষ্ট বাইক । বাইকটিতে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, ইনভার্টেড জিআরএস সাসপেনশন । ইঞ্জিন থেকে প্রায় ১৪.২ বিএইচপি ও ১২.৮ এনএম টর্ক ক্ষমতা উতপন্ন করতে সক্ষম । এর সেলফ এবং কিক দুই ধরনের স্টার্ট সিস্টেম দেয়া হয়েছে । হিরো হাংকে রয়েছে ২৪০মিমি ফ্রেন্ট ডিস্ক ব্রেক এবং ২২০মিমি রেয়ার ডিস্ক ব্রেক । তবে ড্রাম ব্রেকেরও অপশন রয়েছে । বাইকটি ওজনে প্রায় ১৪৫ কেজি ও টায়ার গুলো টিউবলেস টায়ার । 

 কয়েক মাস আগে হিরো তাদের কমিউটার সেগমেন্টে নতুন বাইক লঞ্চ করেছে । আর সেটি হলো হিরো ইগনাইটর । বাইকটি হিরো থেকে সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন করা । এর ভার্টিকেল ইঞ্জিন থেকে প্রায় ১১.৪ বিএইচপি ও ১১ এনএম টর্ক পর্যন্ত ক্ষমতা উৎপন্ন করতে পারে । ইঞ্জিনে নতুন ভাবে যুক্ত করা হয়েছে আই২এস টেকনোলজি এবং এটি বিএসফোর কমপ্লাইয়েন্টস দেয়া হয়েছে ।

<<<Hero Ignitor 125 First Impression>>>


হিরো ইগনাইটর এর টেল লাইট সম্পূর্ন নতুন এলইডি টেল লাইট, টিউবলেস টায়ার ও ফ্রন্টে ডিস্ক ব্রেক দেয়া হয়েছে । এর সাথে রয়েছে সম্পূর্ন নতুন ভাবে ডিজাইন করা স্পিডোমিটার । তাছাড়া বাইকটির সাসপেনশন হিসেবে ফ্রন্টে টেলিস্কোপিক এবং রেয়ারে ৫ স্টেপ হাইড্রোলিক শক এবজরভার ব্যবহার করা হয়েছে ।

Also Read: হিরো মোটরসাইকেলে আকর্ষনীয় বৈশাখী ডিসকাউন্ট অফার দিচ্ছে হিরো বাংলাদেশ!

 হিরো স্পেশাল প্রাইস অফার ২০১৮ উপরে উল্লেখিত সকল মডেলের বাইকের উপর কার্যকর হবে । এই অফার চলবে পুরো অগাস্ট মাস জুড়ে । আশা করছি সকল বাইকারা তাদের ঈদের ছুটি খুব ভাল ভাবে আনন্দের সাথে উপভোগ করবে । তবে আমরা আশা করছি আপনার সর্তকতার সাথে রাইড করবেন । ধন্যবাদ ।