হিরো মোটরসাইকেল এর তিনটি মডেলের বাইকে বড় রকমের ছাড়
This page was last updated on 08-Jul-2024 10:41pm , By Saleh Bangla
হিরো মোটরসাইকেল বাংলাদেশে তাদের তিনটি মোটরসাইকেলের দাম কমিয়েছে । তিনটি মোটরসাইকেল হল কমিউটার সেগমেন্টের বাইক তিনটির ইঞ্জিন ক্ষমতা ১১০-১২৫সিসি । মোটরসাইকেলের নতুন দামগুলো নিচে দেওয়া হলঃ
হিরো তাদের তিনটি মোটরসাইকেলের দাম কমিয়েছে ।
Model Name | Old Price | New price | Reduction |
Hero Splendor I Smart | 109,990 | 99,990 | 10,000 |
Hero Glamour | 119,990 | 111,990 | 9,000 |
Hero Ignitor | 127,990 | 118,990 | 9,000 |
>>>> Hero Ignitor First Impression Review<<<<
হিরো স্পেলন্ডার আই স্মার্ট হিরো কোম্পানির সর্বপ্রথম ১১০ সিসি ইঞ্জিন এর মোটরসাইকেল, এছাড়াও বাইকটি হল সর্বপ্রথম বাইক হিরো এর যখন হোন্ডা কোম্পানি থেকে হিরো আলাদা হয়ে যায় । মোটরসাইকেলটির ইঞ্জিন প্রায় ৯ বিএইচপি পাওয়ার এবং ৯ এনএম টর্ক দিতে সক্ষম । মোটরসাইকেলে এলয় হুইলস, টিউবলেস টায়ার এবং আইএস৩ টেকনোলজিও দেওয়া আছে । বাইকে আরো টেলিস্কোপ ফ্রন্ট সাস্পেনশন এবং সুইং আর্ম সাথে এডজাস্টবেল হাইড্রোলিক শক এবজরবারস দেওয়া আছে রিয়ারে । বাইকের ফ্রন্টে এবং রিয়ারে দুই দিকে ড্রাম ব্রেক দেওয়া আছে এবং বাইকটির ওজন ১১৫ কেজি ।
হিরো গ্ল্যামার বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ১২৫ সিসি এর মোটরসাইকেল । বাইকটির ইঞ্জিন হল হরিজনটাল যেটি প্রায় ৯ বিএইচপি পাওয়ার এবং ১০.৩ এনএম টর্ক দিতে সক্ষম । বাইকটিতে আরো সেমি ডিজিটাল স্পিডোমিটার সাথে হ্যালোজেন হেডলাইটও দেওয়া আছে । হিরো ইগনিটর বাংলাদেশের মোটরসাইকেল মার্কেটে একেবারে নতুন । বাইকটির ইঞ্জিন ১২৫ সিসি যেটিতে টর্ক বেশ ভাল, আই৩এস টেকনোলজি ভাল ফুয়েল এফিসিয়েন্সি এর জন্য এবং বিএসআইভি ইঞ্জিন দেওয়া আছে । ইঞ্জিনটি প্রায় ১১.৪ বিএইচপি পাওয়ার এবং ১১ এনএম টর্ক । বাইকটির ডিজাইনও বেশ সুন্দর এবং হিরো থেকে তৈরী করা । ফ্রন্টে টেলিস্কোপ সাস্পেনশন যেখানে রিয়ারে হাইড্রোলিক শক এবর্জবার যেটিতে পাচটি গিয়ার সংযুক্ত করা হয়েছে ।
রিয়ারে ১৮ ইঞ্চি রিম যেখানে ৯০ সেকশন টিউবলেস টায়ারস দেওয়া আছে । যদিও রিয়ার হুইলে ড্রাম ব্রেকস কিন্তু ফ্রন্ট হুইলে আছে ডিস্ক ব্রেক । বাইকটির ওজন প্রায় ১২৭ কেজি এবং ফুয়েল ট্যাংকে প্রায় ১১ লিটার তেল ধারন ক্ষমতা রয়েছে । হিরো মোটরসাইকেল শুধু ৩টি মডেলের দাম কমিয়েছে কিন্তু অন্যান্য বাইকের দাম আগের মতই রয়েছেঃ হিরো এইচএফ ডিলাক্স – ৮৩,৯৯০ টাকা (কিক), ৯২,৯৯০ টাকা (সেলফ) স্পেলন্ডার + - ৯৩,৯৯০ টাকা এচিভার – ১৩৫,১০০ টাকা হাঙ্ক – ১,৪৯,৯৯০ টাকা (সিঙ্গেল ডিস্ক) , ১,৫৯,৯৯০ টাকা (ডুয়েল ডিস্ক) প্লেজার – ১,১৯,৯৯০ টাকা