স্কুটার নিয়ে আমাদের শ্রীমঙ্গল ভ্রমন - লিমা শিমু

This page was last updated on 15-Sep-2024 09:07am , By Shuvo Bangla

আমি লিমা শিমু , আজ আপনাদের সাথে স্কুটার নিয়ে আমাদের শ্রীমঙ্গল ভ্রমন এর কিছু কথা শেয়ার করবো । আমার জন্মদিন উপলক্ষে গত ২৫, ২৬, ২৭ আগস্ট স্বামীসহ শ্রীমঙ্গল ট্যুর সম্পন্ন করি। কথা ছিল ট্রেন অথবা বাসে ট্যুর করার কিন্তু আমার সাহেবকে অনুরোধ করে তাকে পিলিয়ন হিসেবে নিয়ে স্কুটারে ট্যুর সম্পন্ন করলাম। যাওয়ার রুট ছিল যাত্রাবাড়ি - নরসিংদী -  ভৈরব - কুট্টাপাড়া - শায়েস্তাগঞ্জ - মিরপুর বাজার - শ্রীমঙ্গল।

আসার রুট ছিল শ্রীমঙ্গল - নতুনবাজার -চুনারুঘাট - সাতছড়ি - বেজুড়া জগদীশপুর - কুট্টাপাড়া- ভৈরব - নরসিংদী - যাত্রাবাড়ি। ওহ এর কয়েক দিন আগে আমার Znen T10 টা বিক্রি করে দিয়েছিলাম। পরবর্তীতে আমার আমার এক বড় ভাইয়ের থেকে তার Yamaha N MAX টা নিয়ে এসে এ ট্যুর টা দিলাম।

২৫ আগস্ট সকাল সকাল বেরিয়ে পড়ি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। খেয়াল করলাম বন্যার কারনে রাস্তা ভেঙে গেছে ও বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিকেল ৩টার দিকে শ্রীমঙ্গল স্টেশন রোড পৌছি। বিপত্তি ঘটে স্টেশন রোড থেকে আমাদের বুকিং করা রিসোর্টে পৌছাতে। ভেতরের রাস্তা ভয়াবহ কর্দমাক্ত ও পিচ্ছিল। নুরজাহান স্টেটের গেটে স্কুটারের চাকা আটকে গিয়েছিল। অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে পৌনে চারটায় রিসোর্টে পৌছি।

২৬শে আগস্ট একটি সিএনজি ভাড়া করে পুরো শ্রীমঙ্গল ঘুরে বেড়াই। সারাদিন বৃষ্টি হওয়ায় এবং রাস্তায় ভয়াবহ কাদা থাকায় স্কুটার নিয়ে বের হই নি। ২৭ আগস্ট ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আসার পথে চুনারুঘাটে Subrata Bakti আমাদের রিসিভ করে। সুব্রত আমাদের সাথে করে মোটরসাইকেলসহ সাতছড়ির দুর্গম কিন্তু খুবই সুন্দর একটি পাহাড়ের চূড়ায় নিয়ে আসে। সেখানে ছবি তুলি ও ড্রোন উড়াই।

ব্যাক করার আগে তাদের ফ্যাক্টরির প্রসেস করা চা পান করায়;  চা টা আসলেই দারুন স্বাদের। শ্রীমঙ্গলে চলার সময় স্কুটারের মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে যায়; ফলে সামনের ব্রেক আর কাজ করছিল না। তাই সারা রাস্তা কম গতিতে রাইড করতে থাকি অতি সাবধানে।  এর আগে কখনও এত্ত slow ride করিনি হাইওয়েতে। অবশেষে সহি সালামতে রাত ১০টায় বাসায় পৌছাই। ধন্যবাদ ।

লিখেছেনঃ  লিমা শিমু

আপনিও আমাদেরকে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠাতে পারেন। আমাদের ব্লগের মাধ্যেম আপনার বাইকের সাথে আপনার অভিজ্ঞতা সকলের সাথে শেয়ার করুন! আপনি বাংলা বা ইংরেজি, যেকোন ভাষাতেই আপনার বাইকের মালিকানা রিভিউ লিখতে পারবেন। মালিকানা রিভিউ কিভাবে লিখবেন তা জানার জন্য এখানে ক্লিক করুন এবং তারপরে আপনার বাইকের মালিকানা রিভিউ পাঠিয়ে দিন articles.bikebd@gmail.com – এই ইমেইল এড্রেসে।