কিভাবে নিজের জন্য সেরা একটি বাইক চয়েজ করবেন? জানুন বিস্তারিত
This page was last updated on 29-Jul-2024 04:34pm , By Raihan Opu Bangla
যারা নতুন বাইক কিনবেন তারা সবাই কম বেশি এটা নিয়ে চিন্তিত থাকেন, আমার জন্য সেরা একটি বাইক কি হবে? আপনার জন্য কোন বাইকটি সেরা হবে সেটা বুঝতে হলে আপনাকে বেশ কিছু দিক বিবেচনা করতে হবে। আপনি যদি এই দিকগুলো ভালোভাবে বিবেচনা করে বাইক কিনেন তাহলে আপনি আপনার জন্য সেরা একটি বাইক কিনতে পারবেন।
কিভাবে নিজের জন্য সেরা একটি বাইক চয়েজ করবেন?
১- আপনার বাজেট নির্ধারণ করুনঃ
আপনি যখন নতুন কোন বাইক কিনতে যান সবার আগে আপনি আপনার বাজেট নির্ধারণ করে নিন। কারণ আপনার বাইক কেনার জন্য আপনার বাজেট কত সেটার উপর আপনার বাইকের ব্রান্ড, আপনি কি কি বাইক পাবেন এই দামের মধ্যে এই জিনিসগুলো নির্ভর করে।
যদি আপনার বাজেট ১ লাখ টাকা হয় তাহলে আপনি বাইকগুলো দেখতে পারেন।
আপনার বাজেট যদি ১ লাখ টাকার উপরে হয়ে থাকে এবং দেড় লাখ টাকার মধ্যে তাহলে আপনি বাইকগুলো দেখতে পারেন,
বাইক কেনার জন্য দুই লাখ টাকা আমাদের অনেকের বাজেট থাকে, যদি একটু ভালোভাবে খেয়াল করা যায় তাহলে দেখতে পাবেন আমাদের দেশে বর্তমানে ২ লাখ টাকার মধ্যে পাওয়া যায় এমন বাইকের সংখ্যা কিন্তু একেবারে কম না। আপনার বাজেট যদি ২ লাখ টাকার মধ্যে হয় আপনি নিম্নের বাইকগুলো দেখতে পারেন,
আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় তাহলে আড়াই লাখ টাকার মধ্যে আপনি নিম্নের বাইকগুলো দেখতে পারেন,
আপনার বাজেট যদি ৩ লাখ টাকা হয় বাইক কেনার জন্য, তাহলে ৩ লাখ টাকার মধ্যে আপনি নিম্নের বাইকগুলো দেখতে পারেন,
৫ লাখ টাকার মধ্যে অথবা ৫ লাখ টাকার বেশি মূল্যের বাইক আমাদের দেশে খুব বেশি নাই, আপনার বাজেট যদি ৫ লাখ টাকার মধ্যে হয় আপনি নিম্নের বাইকগুলো দেখতে পারেন,
২- সিসি নির্ধারণ করুনঃ
বাজেট নির্ধারন তো শেষ, এবার আপনাকে নির্ধারন করতে হবে আপনি কত সিসির বাইক কিনবেন। আপনি যদি ১০০ সিসির বাইক কিনতে চান তাহলে আপনি বাইকগুলো দেখতে পারেন,
বাংলাদেশে ১০০ সিসির অনেক বাইক আছে, আপনি বাইকগুলো দেখতে পারেন,
আপনি যদি ১১০ সিসির বাইক কিনতে চান তাহলে আপনি বাইকগুলো দেখতে পারে,
১২৫ সিসির বাইক অনেকের পছন্দ , আপনি যদি ১২৫ সিসির বাইক নিতে চান তাহলে বাইকগুলো দেখতে পারেন ,
অনেকেই আছেন যারা ১২৫ সিসির মধ্যে ভালো মাইলেজ দেয় এমন বাইক খুঁজেন, আপনি যদি এমন কিছু কিনতে চান তাহলে বাইকগুলো দেখতে পারেন,
১৫০ সিসির বাইক আমাদের অধিকাংশের কাছে অনেক বেশি জনপ্রিয়, আপনি যদি ১৫০ সিসির বাইক নিতে চান তাহলে বাইকগুলো দেখতে পারেন,
১৬০ সিসির বাইক এখন আমাদের দেশে পাওয়া যায়, আপনি যদি ১৬০ সিসির বাইক নিতে চান তাহলে আপনি বাইকগুলো দেখতে পারেন,
৩- সেগমেন্ট নির্ধারণ করুনঃ
বাজেট ঠিক করার পর যে জিনিসটি আপনার খেয়াল করতে হবে সেটা হচ্ছে আপনি কোন সেগমেন্ট এর বাইক কিনতে চান, আমাদের দেশে বেশ কয়েকটা সেগমেন্টের বাইক পাওয়া যায়। এর মধ্যে রয়েছে কমিউটার সেগমেট , স্পোর্টস সেগমেট, ঙ্কেড স্পোর্টস সেগমেট , ক্রুজার সেগমেন্ট ইত্যাদি।
আপনি যদি রেগুলার অফিসে যাতায়ত এর জন্য বাইক কিনতে চান, তাহলে এমন বাইক বেছে নিন যেটা মাইলেজ ভালো এবং অনেক কম্ফোর্টেবল । এজন্য আমাদেরদেশে কমিউটার সেগমেন্টের চাহিদা বেশি।
আপনি যদি নেকেড স্পোর্টস বাইক কিনতে চান তাহলে আপনি বাইকগুলো দেখতে পারেন,
আপনি যদি স্পোর্টস বাইক কিনতে চান তাহলে বাইকটিতে ভালোভাবে বসে দেখুন, যদি সম্ভব হয় তাহলে বাইকটি চালান। শারীরিক গঠনের কারণে এমনটা অনেকের সাথেই হয়ে থাকে বাইক কেনার পর বাইকটা কম্ফোর্টেবল হয় না, তখন শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন স্পোর্টস বাইক গতি দেয় কিন্তু কম্ফোর্ট খুব বেশি দেয় না।
আপনি যদি হাইওয়েতে ক্রুজ করতে ভালোবাসেন তাহলে আপনি ক্রুজার বাইকহুলো দেখতে পারেন,
অনেকেই আছেন যারা বাইক নিয়ে পাহাড়ে যেতে ভালোবাসেন। আপনি যদি খুব বেশি অফরোডিং ভালোবাসেন তাহলে আপনি বাইকগুলো দেখতে পারেন।
৪- অন্যান্য বিষয়গুলোঃ
সেগমেন্ট ঠিক হলে এবার আসে হাইট নিয়ে চিন্তা, আমার হাইট এটা আমার জন্য কি ওই বাইকটা সেরা হবে? সবচাইতে সহজ উপায় হল আপনি যে বাইকটি নিতে চাচ্ছেন আগে যদি সুযোগ হয় সেই বাইকটি চালিয়ে দেখুন।
যদি চালানোর সুযোগ না থাকে তাহলে বাইকটাতে আগে ভালোভাবে বসে দেখুন। যদি কোন বাইকে বসে আপনার পা ভালোভাবে মাটিতে টাচ না করে সেক্ষেত্রে সেই বাইকটি ব্যালেন্স করতে অনেক জায়গায় আপনার কষ্ট হবে। বাইক কিনার সময় এইদিকটি ভালোভাবে খেয়াল রাখুন।
অনেক বাইকার আছেন যারা ইন্ডিয়ান বা জাপানি বাইক কিনতে চান না, তারা চাইনিজ ভাইকগুলো দেখতে পারেন।
সিটির জ্যামের মধ্যে চালানোর জন্য অনেকেই আবার বাইকের চাইতে স্কুটার বেশি পছন্দ করেন, আপনি যদি স্কুটার কিনতে চান তাহলে আপনি নিম্নের স্কুটারগুলো দেখতে পারেন।
কিভাবে নিজের জন্য সেরা একটি বাইক চয়েজ করবেন? আশাকরি এই সংক্রান্ত যেসব প্রশ্ন আপনাদের মনে আছে আপনারা সেগুলোর উত্তর পেয়েছেন। আপনাদের নতুন কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানান, আমরা আপনাদের উত্তর দেয়ার চেষ্টা করবো।
নতুন নতুন সব বাইকের রিভিউ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং সাবস্ক্রাইব করুন। সব সময় হেলমেট ব্যবহার করুন নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।
ধন্যবাদ