সুজুকি বাংলাদেশ ঈদ পরবর্তি ডিস্কাউন্ড অফার - সর্বোচ্চ ৫০০০ টাকা ছাড়

This page was last updated on 30-Jul-2024 05:02am , By Raihan Opu Bangla

সুজুকি বাংলাদেশের জনপ্রিয় জাপানিজ মোটরসাইকেল কোম্পানি। সুজুকি বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে ডিস্কাউন্ট অফার। এই অফারে সুজুকি তাদের এক্সক্লুসিভ কয়েকটি মডেলে দিচ্ছে ডিস্কাউন্ট অফার। 

ঈদ উল ফিতর ২০২৩ মাত্র শেষ হয়েছে। ঈদ বাংলাদেশেসহ বিশ্বের অন্যতম একটি বড় উৎসব। ঈদের সময় সকল কোম্পানি তাদের ভিন্ন ভিন্ন অফার নিয়ে কাস্টোমারদের সামনে হাজির হয়ে থাকে। তবে ঈদ পরবর্তি এই অফার কাস্টোমাদের তাদের পছন্দের মোটরসাইকেলটি ক্রয় করতে উৎসাহ প্রদান করবে। 

এই ডিস্কাউন্ট অফারে সুজুকি তাদের তিনটি মডেলে দিচ্ছে সর্বোচ্চ ৫০০০ টাকা ডিস্কাউন্ট অফার। এই মডেল গুলো হচ্ছে Suzuki Gixxer SF Fi ABS, Gixxer Fi ABS, এবং GSX125। এই মোটরসাইকেল গুলো তাদের নিজ নিজ সেগমেন্টে স্টাইল, ডিজাইন এবং পারফর্মেন্সের দিক থেকে মোটরসাইকেল প্রেমিদের মন জয় করেছে। 

Suzuki Gixxer SF Fi ABS বাইকটি স্পোর্টি লুকস ও ডিজাইনের কারণে বাইকারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। বর্তমানে বাইকটির কয়েকটি কালার ভার্সন রয়েছে যার ভেতর নতুন চারটি কালার গ্রাফিক্স রয়েছে। 

এই বাইকটিতে ১৫৫সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল্ড ইঞ্জিন দেয়া হয়েছে। ইঞ্জিনটি ফুয়েল ইঞ্জেক্টেড (এফআই) হবার কারণে বাইকটির ইঞ্জিন পারফর্মেন্স খুব স্মুথ এবং সেই সাথে পাওয়ারফুল একটি ইঞ্জিন। 

অপর দিকে Gixxer SF Fi ABS হচ্ছে নেকেড স্পোর্টস সেগমেন্টের অন্যতম একটি স্টাইল মোটরসাইকেল। এই বাইকটিতেও ১৫৫সিসি এয়ারকুল্ড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সুজুকি এই দুটি বাইকেই দিচ্ছে ৪০০০ টাকা ডিস্কাউন্ট অফার। 

এছাড়া সুজুকির ১২৫সিসি কমিউটার সেগমেন্টের পারফর্মেন্স স্টাইল ও লুকসের দিক থেকে সেরা একটি মোটরসাইকেল হচ্ছে Suzuki GSX125। বাইকটি ১২৫সিসি সেগমেন্টের অন্যতম স্টাইলিশ ডিজাইন এবং পারফর্মেন্স মোটরসাইকেল। 

GSX125 বাইকটি প্রতিদিনের রাইডের জন্য উপযোগী একটি মোটরসাইকেল। সুজুকি এই বাইকটিতে দিচ্ছে ৫০০০ টাকার ডিস্কাউন্ট অফার। 

এই অফার খুব সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। তাই দেরি না করে আপনার কাছাকাছি সুজুকি মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। অফার শেষ হবার আগেই কাস্টোমারদের দ্রুত সুজুকির পছন্দের বাইকটি ক্রয় করার জন্য উৎসাহ দেয়া হচ্ছে। ধন্যবাদ।