সিটি ব্যাংক ও বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের মধ্যে MoU চুক্তি স্বাক্ষর!
This page was last updated on 01-Aug-2024 12:27pm , By Ashik Mahmud Bangla
Bangladesh Honda Private Limited (BHL) বাংলাদেশে একটি জাপানীজ মোটরসাইকেল ব্র্যান্ড সিটি ব্যাংক এর সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে । এতে করে হোন্ডার কাস্টোমাররা এখন সিটি ব্যাংক থেকে হোন্ডার বাইক কেনার সময় লোন সুবিধা গ্রহণ করতে পারবেন ।
MoU স্বাক্ষরের সময় হোন্ডার পক্ষে মিস্টার হিমিহিকো কাতাসুকি, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এবং মিস্টার মোঃ অরুপ হায়দার, হেড অফ রিটেল ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ডিভিশন, সিটি ব্যাংক এর পক্ষে MoU স্বাক্ষর করেন । এই স্বাক্ষর প্রোগ্রামটি বিএইচএল এর কর্পোরেট অফিস ঢাকাতে অনুষ্ঠিত হয় । এই MoU সাইনিং স্বাক্ষর এর মাধ্যমে হোন্ডা কাস্টোমাররা সিটি ব্যাংক থেকে লোন সুবিধা নিতে পারবেন । ছেলেদের জন্য তারা ৮০% এবং ১০০% লোন সুবিধা হচ্ছে মেয়েদের জন্য । ইস্টলমেন্টের ক্ষেত্রে ১১.৯৯% ইস্টলমেন্ট দিতে হবে । এছাড়া ৬ থেকে ৩৬ মাসের কিস্তি সুবিধা নিতে পারবেন সেই সাথে এটার জন্য ছেলের ক্ষেত্রে ১% এবং মেয়েদের ক্ষেত্রে ০% প্রসেসিং ফি দিতে হবে ।
Honda X Blade Launched In Bangladesh
এই কিস্তি সুবিধাতে কাস্টোমারেরা ৬ থেকে ৩৬ মাসের জন্য ১১.৯৯% হারে ৫০,০০০/- - ১০,০০,০০০/- টাকার লোন নিতে পারবেন । হোন্ডার কাস্টোমাররা বাংলাদেশে অবস্থিত হোন্ডার যেকোন শোরুম থেকে কিংবা সিটি ব্যাংক এর নির্ধারিত ব্রাঞ্চ থেকে এই লোন সুবিধা নিতে পারবেন । শর্তসমূহ
Minimum Criteria | Age | Income |
---|---|---|
Salary | 21-65 | 18,000 (A/C Payee) 25,000 (Cash) |
Professionals, Businessman, Landlord, Freelancer | 21-65 | 30,000 |
হোন্ডা পৃথিবীর অন্যতম বড় ও জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড । বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) ইতিমধ্যে বাংলাদেশের মুন্সিগঞ্জের গজারিয়াতে অবস্থিত আব্দুল মোনেম, ইকোনমিক জোন এ তাদের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি স্থাপন করেছে । যারা হোন্ডার মোটরসাইকেল কিনতে আগ্রহী সিটি ব্যাংক তাদের লোন সুবিধা দেবে মোটরসাইকেল ক্রয়ে । গত বছরের শেষ দিকে হোন্ডা ১৬০সিসির অন্যতম স্টাইলিশ বাইক Honda X Blade 160 । এই বাইকটির জন্য বাংলাদেশের বাইকাররা অনেক দিন থেকেই অপেক্ষায় ছিল । এরপর তারা বাংলাদেশে সাম্প্রতিক সময়ে লঞ্চ করেছে Honda CB Hornet 160R এর এবিএস ভার্সন ।
বাংলাদেশে হোন্ডার ১১০ থেকে ১৬৫সিসি পর্যন্ত অনেক গুলো বাইক রয়েছে । যাদের মধ্যে কমিউটার থেকে স্পোর্টস এবং স্কুটারও রয়েছে । এই সিটি ব্যাংক ও বিএইচএল এর MoU স্বাক্ষর বাংলাদেশের বাইকারদের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে । কারণ এখন কাস্টোমার তার পছন্দের বাইকটি লোন সুবিধার মাধ্যমে ক্রয় করতে পারবেন । আমরা আশা করছি অন্যান্য ব্র্যান্ড গুলো এই ধরনের সুবিধা নিয়ে বাংলাদেশের বাইকারদের সামনে হাজির হবে ।