সিটি ব্যাংক বাইক লোন সিস্টেম বাংলাদেশ
This page was last updated on 14-Jul-2024 10:34pm , By Raihan Opu Bangla
City Bank Ltd বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক গুলোর মধ্যে একটি। এই করোনার মহামারীতে অনেক বাইকার এবং লোকজন পাব্লিক ট্রান্সপোর্ট ব্যবহার বা যানবাহনের ভ্রমনের ক্ষেত্রে কিছুটা অসুবিধায় পরছেন। তাই অনেকেই ভাবছেন দু-চাকার কথা, মানে হচ্ছে মোটরসাইকেলের কথা। অনেক বাইকারের কাছেই পুরোটাকা না থাকার কারণে লোন সুবিধার মাধ্যমে বাইক ক্রয়ের কথা ভাবছেন। তাদের জন্য সিটি ব্যাংক নিয়ে এসেছে বাইক লোনের সুবিধা সিটি ব্যাংক বাইক লোন।
সিটি ব্যাংক বাইক লোন সিস্টেম বাংলাদেশ
সিটি ব্যাংক বাইক লোন সুবিধার এই সিস্টেমটি তৈরি করা হয়েছে বাংলাদেশে বাইকের চাহিদা বেড়ে যাবার কারণে। বর্তমানে এই লোন সুবিধা শুধু মাত্র ঢাকায় অবস্থিত ব্রাঞ্চ গুলো থেকে পাওয়া যাবে। তবে ঢাকার বাইরের বাইকাররাও এই সুবিধা পাবেন। এই লোন সুবিধার অন্যতম দিক হচ্ছে এই লোন নিতে বাইকারকে সিটি ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে না এবং ঘরে বসে ভার্চুয়াল ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি লোন নিতে পারবেন।
লোন নেবার শর্তসমূহঃ
- লোন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত নেয়া যাবে
- শতকরা ৮০ ভাগ পর্যন্ত ফাইন্যান্স নেয়া যাবে বাইকের দাম ও রেজিস্ট্রেশন সহ
- মেয়ে এবং সিটি ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য শতকরা ১০০ ভাগ পর্যন্ত লোন দেয়া যাবে
- ৬ - ৩৬ মাসের কিস্তি সুবিধা পাওয়া যাবে
- সিটি ব্যাংকের এফডিআর এর বিপরীতে ৯৫% লোন নেয়া যাবে
কারা লোন নিতে পারবেনঃ
- এক্সিকিউটিভ
- সেলফ ইমপ্লোয়েড প্রোফেশনাল
- ব্যবসায়ী
- জমির মালিক
- প্রবাসী
- রাইড শেয়ারিং সার্ভিস
- ফ্রীল্যান্সার
কাজের অভিজ্ঞতাঃ
- বেতন ভুক্ত কর্মচারী - ১ বছর
- ব্যবসায়ী, ফ্রীল্যান্সার এবং প্রোফেশনাল - ১ বছর
- প্রবাসী - ৬ মাস
সর্বোনিম্ন মাসিক আয়ঃ
- বেতন ভুক্ত কর্মচারী - ১২,০০০/- (সিটি ব্যাংক স্টাফ)
- বেতন ভুক্ত কর্মচারী - ১৫,০০০/- (একাউন্ট পে)
- বেতন ভুক্ত কর্মচারী - ২০,০০০/- (ক্যাশ পে)
- ব্যবসায়ী, প্রোফেশনাল, জমির মালিক - ২৫,০০০/-
- ফ্রীল্যান্সার - ৩০,০০০/-
- রাইড শেয়ারিং - ১৫,০০০/-
- প্রবাসী - ২০,০০০/-
ইন্টারেস্ট রেটঃ
- সাধারণ - ১২.৯৯%
- মেয়ে কাস্টোমার - ১১.৯৯%
- ইয়ামাহা, বাজাজ, হোন্ডা কাস্টোমার - ১১.৯৯%
- রাইড শেয়ারিং পার্টনার - ৯.৯৯%
- সিটি ব্যাংক স্টাফ - ৪.৯৪%
অন্যান্য ফী এবং চার্জঃ
- লোন প্রসেসিং ফী ১% যা লোনের উপর নির্ভর করে + ভ্যাট (মেয়ে এবং সিটি ব্যাংক স্টাফের জন্য ছাড়) এবং বাজাজ কাস্টোমারদের জন্য এটা ৫%
- কাগজপত্র ও ডকুমেন্টের জন্য ১০০০/- টাকা (মেয়ে এবং সিটি ব্যাংক স্টাফের জন্য ছাড়)
সিকিউরিটিঃ
- জয়েন্ট রেজিস্টেশন
- একটি রি-পেমেন্ট চেক যেখানে লোনের পুরো টাকা ইন্টারেস্ট সহ উল্লেখ করা থাকবে
এছাড়া ব্যাংকের আরও অনেক ফরমালিটি রয়েছে, যা এখানে বিস্তারিত ভাবে উল্লেখ করা সম্ভব হচ্ছে না। আপনি বিস্তারিত জানতে সিটি ব্যাংক এর হটলাইন নাম্বারে যোগাযোগ করুন।