ঈদ উপলক্ষে লিফান কেপিআর১৫০-তে মূল্য ছাড়
This page was last updated on 04-Jul-2024 07:31am , By Shuvo Bangla
বাংলাদেশে লিফান মটরসাইকেলের একমাত্র পরিবেশক রাসেল ইন্ডাস্ট্রিজ্ তাদের লিফান কেপিআর১৫০-তে ঈদ উপলক্ষে ৯ হাজার টাকা ছাড় দিচ্ছে। রমজান মাসের শুরু থেকে চালু হওয়া এই অফার চলবে ৫ জুলাই পর্যন্ত।
Lifan KPR 150 এর ভিডিও রিভিউ দেখতে এখানে ক্লিক করুন
১৫০ সিসির ওয়াটার কুলড ইঞ্জিনের স্পোর্টস বাইক লিফান কেপিআর১৫০ সর্বোচ্চ ১৪.৮ বিএইচপি ও ১৪ নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে পারে। এর গিয়ারবক্সটি ৬ স্পিডের। যদিও বাইকটির ওজন ১৫০ কেজি, তার পরও আমরা টেস্ট রাইডে ৩৮-৪২ কিমি/লিটার মাইলেজ পেয়েছি এবং সর্বোচ্চ স্পিড উঠেছে ১৩২ কিমি/ঘণ্টা।
এলইডি প্রোজেকশন হেডলাইট সমৃদ্ধ লিফান কেপিআর১৫০ দেখতেও বেশ আকর্ষণীয়। দেশে বর্তমানে প্রচলিত বাইকগুলোর মধ্যে এর হেডলাইটটি অন্যতম ভালো আলো দেয়। বাইকটির ফিচারগুলো হচ্ছে :
- এলইডি প্রোজেকশন হেডলাইট (বাংলাদেশে এটাই প্রথম এধরনের হেডলাইট নিয়ে আসে ২০১৫ সালে)।
- ডুয়েল ডিস্ক ব্রেক
- টিউবলেস টায়ার
- সামনের ডিস্ক ৩০০ মিমি
- সামনের সাসপেনশন ৩৭ মিমি টেলিস্কোপিক
- পেছনের টায়ার ১২০ সাইজের
- কম্প্রেশন রেশিও ১১.৪:১
- ০-১০০ কিমি/ঘণ্টা উঠতে সময় লাগে মাত্র ১৩.২৭ সেকেন্ড
- ২ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং ৫ বছরের ফ্রি সার্ভিসিং
দেশের বাজারে এখন পর্যন্ত প্রায় ৫০০ ইউনিট লিফান কেপিআর১৫০ বিক্রি হয়েছে। এগুলোর মধ্যে অল্প কিছুর সামান্য টেকনিকাল সমস্যা ছাড়া বাকিগুলো ভালোই চলছে, কোনো কোনোটি তো মাত্র ১৪ মাসেই ২০-২৫ হাজার কিমি পার করে ফেলেছে।
Also Read: নতুন রঙ ও গ্রাফিক্সে লিফান কেপিআর১৫০
আমরা দেশের হাইওয়েতে বাইকটি টেস্ট করেছি এবং তাতে দেখা গেছে ইঞ্জিন সামান্য গরম হয়ে যাওয়া ছাড়া এতে তেমন কোনো বড়ো সমস্যা নেই।
এমনকি এর ইঞ্জিনে কোনো ভাইব্রেশন হয় না, যার ফলে এটি যথেষ্ট আরামদায়ক, তা সে শহরের রাস্তাতেই হোক আর হাউওয়েতেই হোক।
তাছাড়া এর অ্যারোডাইনামিক ডিজাইনও যথেষ্ট উন্নত। যার কারণে এটি সহজেই বাতাসকে ফাকি দিয়ে চলতে পারে! অন্যদিকে দ্রুত গতিতে চলার সময় ব্রেক করলেও এর ব্যালান্স ঠিকই থাকে। কর্নারিং করার সময়ও এটি অনেক ভালো কন্ট্রোল দেয়।
Also Read: লিফান কেপিআর ১৬৫ কার্ব ৩৫০০ কিমি মালিকানা রিভিউ - আবরার অর্ক
আরেকটি তথ্য দিয়ে রাখছি, বর্তমানে যেসব লিফান কেপিআর১৫০ ২০১৬ দেশে আসছে সেগুলোর পিছনের সাসপেনশন আগের চেয়ে উন্নত, যাতে ১১টি কয়েল ব্যবহার করা হচ্ছে। যা আগের বাইকগুলোতে ৭টি ছিলো। তাছাড়া বাইকের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে তারা চেইন স্প্রকেটও উন্নতি করেছে।
সাধারণ মূল্য : ১৯৯,০০০ টাকা (এক কালার) এবং ২০৫,০০০ টাকা (একাধিক কালার)
ঈদ পর্যন্ত নতুন মূল্য : ১৯০,০০০ টাকা (এক কালার) এবং ১৯৬,০০০ টাকা (একাধিক কালার) হটলাইন : ০১৭৮৯-৮৮২২২২, ০১৭০৪-৬০৭৪৩৪, ০১৭১৩-৪৪৪০৪৫
লিফান কেপিআর১৫০ এর টেকনিকাল ফিচার
ইঞ্জিন | ভার্টিকাল সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, ওয়টার কুলড |
ডিসপ্লেসমেন্ট | ১৫০ সিসি |
বোর x স্ট্রোক | ৫৮.৫ মিমি x ৫৮.৮ মিমি |
কম্প্রেশন রেশিও | ১১.৪:১ |
সর্বোচ্চ ক্ষমতা | ১৪.৮ বিএইচপি @ ৮৫০০ আরপিএম |
সর্বোচ্চ টর্ক | ১৪ নিউটন মিটার @ ৬৫০০ আরপিএম |
জ্বালানি সরবরাহ | কার্বুরেটর |
ইগনিশন | সিডিআই |
স্টার্টিং | ইলেকট্রিক |
ট্রান্সমিশন | ৬ স্পিড গিয়ার, হ্যান্ড ক্লাচড |
আয়তন (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা) | ২০৬০ মিমি x ৭৬০ মিমি x ১১০৫ মিমি |
হুইল বেজ | ১৩৩০ মিমি |
স্যাডল হাইট | ৭৭৫ মিমি |
ওজন | ১৫০ কেজি |
জ্বালানি ধারণ ক্ষমতা | ১৪ লিটার |
সাসপেনশন (সামনে/পিছনে) | ৩৭ মিমি টেলিস্কোপিক/অ্যাডজাস্টেবল মনো শক অ্যাবসরভার |
ব্রেক (সামনে/পিছনে) | উভয়টিতেই হাইড্রলিক |
রিম (সামনে/পিছনে) | অ্যালয় ১৭ ইঞ্চি |
টায়ার (সামনে/পিছনে) | সামনে ৯০/৯০-১৭, পিছনে ১২০/৮০-১৭, উভয়টি টিউবলেস |
ইঞ্জিন ওয়েল গ্রেড | ১৫ডব্লিউ৪০ |
স্পিডোমিটার | ফুল ডিজিটাল |