রানার অটোমোবাইলস লিমিটেড নেপালের জন্য তৈরি করছে উচ্চ সিসির বাইক !
This page was last updated on 14-Jul-2024 06:21am , By Ashik Mahmud Bangla
Runner Automobiles Ltd বাংলাদেশের অন্যতম একটি অটোমোবাইল কোম্পানি । রানার অটোমোবাইলস কোম্পানি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয় । বর্তমানে তারা মোটরসাইকেল প্রস্তুতকারক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে । গত বছর থেকে রানার নেপালে তাদের মোটরসাইকেল গুলো রপ্তানী করা শুরু করেছে, যা একটি বাংলাদেশী মোটরসাইকেল প্রতিষ্ঠান হিসেবে প্রথম । তারা নেপালে তাদের জনপ্রিয় কয়েকটি মডেল রপ্তানী করে আসছে । মডেল গুলোর মধ্যে রানার নাইট রাইডার, রানার বুলেট এবং রানার কাইট প্লাস অন্যতম ।
রানার নেপালের জন্য তৈরি করছে উচ্চ সিসির বাইক !
২০১৮ এর জানুয়ারি মাসে রানার নেপালে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে । তবে ১৬ই ডিসেম্বর ২০১৭ সালে অফিশিয়ালি নেপালে তাদের যাত্রা শুরু করে । নেপালের রামন মটরস এর সাথে চুক্তিবদ্ধ হয়ে, রানার তাদের মাধ্যমে নেপালে রানারের মোটরসাইকেল গুলো ডিস্ট্রিবিউট করার জন্য চুক্তিবদ্ধ হয় । প্রথম দিকে তারা ১০টির মত ডিলারশীপ পয়েন্ট ওপেন করে । আর সিদ্ধান্ত হয় তারা
- Bike RT.
- AD 80 Deluxe.
- Kite +
- Cheetah
- Royal +
- Bullet
- Knight Rider.
উপর দেয়া মডেল গুলো বিক্রি করবে । তবে বর্তমানে রামন মোটরস এর ওয়েবসাইট থেকে জানা যায় যে রানার এই মডেল ছাড়াও বেশি সিসির একটি বাইক বিক্রি করছে । বর্তমানে রানার নেপালে ১৫০সিসির রানার নাইট রাইডার, ১২৫ সিসিতে রানার টার্বো, ১০০সিসি সেগমেন্টে রানার বুলেট, ১১০সিসি সেগমেন্ট রানার রয়েল প্লাস এবং স্কুটার সেগমেন্টে রানার কাইট প্লাস বিক্রি করছে । এছাড়া রামন মটরস এর ওয়েবসাইট থেকে জানা যায় যে রানার একটি ২০০সিসি মোটরসাইকেল বিক্রি করছে । আর সেই বাইকটি হচ্ছে RUNNER HAWK । এই মোটরসাইকেলটি ২০০সিসির একটি ডার্ট বাইক । যেহেতু নেপালে কোন ধরনের সিসি লিমিটেশন নেই তাই বাইকটি রপ্তানী করতে কোন সমস্যা নেই । রানার অনেক আগেই ঘোষনা দিয়েছিল যে তারা উচ্চ সিসির মোটরসাইকেল বাংলাদেশে তৈরি করবে । তবে সেটা বাংলাদেশের জন্য নয় । কারন বাংলাদেশে সিসি লিমিটেশন এর জন্য উচ্চ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি নেই ।
RUNNER HAWK রানার অটোমোবাইলস এর তৈরি অন্যতম একটি উচ্চ সিসির বাইক । রানার ৫ম ঢাকা বাইক শোতে অনেক গুলো উচ্চ সিসির মোটরসাইকেল প্রদর্শন করেছিল তবে কবে নাগাদ বাইক গুলো রপ্তানি করা হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি । তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্র ই রানার তাদের উচ্চ সিসির বাইক গুলো রপ্তানি করবে । তবে বর্তমানে শুধু মাত্র RUNNER HAWK বাইকটি তারা নেপালের বাজারের জন্য তৈরি করছে ।
রানার এর ওয়েবসাইট এর তথ্য মতে তারা ৪০০ এর বেশি ইউনিট মোটরসাইকেল তারা নেপালে রামন মটরস এর কাছে শিপমেন্ট করেছে । এছাড়া বর্তমানে তাদের ডিলারশীপ পয়েন্ট ১০ থেকে ১১ তে বাড়ানো হয়েছে । ভবিষ্যতে ডিলার পয়েন্ট আরও বাড়ানো হবে বলে আশা করা যাচ্ছে । বর্তমানে নেপালে যেসব মডেল পাওয়া যাচ্ছে,
- RUNNER HAWK
- RUNNER KNIGHT RIDER
- RUNNER TURBO
- RUNNER BULLET
- RUNNER ROYAL+
- RUNNER KITE+
এই মডলে গুলো বর্তমানে নেপালে পাওয়া যাচ্ছে । Runner Automobiles Ltd এর পক্ষ থেকে আরও জানা যায় যে তারা পরবর্তিতে শ্রীলঙ্কা এবং ভারতেও মোটরসাইকেল রপ্তানি করবে । তারাই প্রথম বাংলাদেশী মোটরসাইকেল কোম্পানি যারা বিদেশে মোটরসাইকেল রপ্তানী করছে । আশা করা যাচ্ছে অন্যান্য বাংলাদেশী মোটরসাইকেল কোম্পানি গুলো এই বিষয়ে আরও এগিয়ে আসবে ও মোটরসাইকেল রপ্তানীতে ভূমিকা রাখবে ।