ডিজিটাল নম্বর প্লেট রেডি হয়েছে কিনা? জানুন ঘরে বসে - BRTA

This page was last updated on 28-Jul-2024 04:16pm , By Raihan Opu Bangla

আপনার বাইকের ডিজিটাল নম্বর প্লেট রেডি হয়েছে কিনা  সেটা কিভাবে বুঝবেন ? ডিজিটাল নম্বর প্লেট রেডি হয়েছে কিনা সেটা জানতে এখন আপনার আর BRTA তে যাওয়ার কোন প্রয়োজন নেই। আপনি ঘরে বসে আপনার ডিজিটাল নম্বর প্লেটের খবর নিতে পারবেন। কাজটা জটিল কোন কিছু না, কিন্তু আপনার একই মোবাইল নম্বরে যদি একাধিক বাইক রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনাকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে।

ডিজিটাল নম্বর প্লেট রেডি হয়েছে কিনা? জানুন ঘরে বসে - BRTA

ডিজিটাল নম্বর প্লেট

ডিজিটাল নম্বর প্লেট রেডি হয়েছে কিনা?

অনেক সময় নম্বর প্লেট রেডি হলেও ফোনে মেসেজ আসে না, আপনার বাইকের ডিজিটাল নম্বর প্লেট রেডি হয়েছে কিনা সেটা জানতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন NP এবং পাঠিয়ে দিন 26969 নম্বরে। তবে আপনাকে অবশ্যই সেই মোবাইল নম্বর থেকে মেসেজ পাঠাতে হবে যেই নম্বরটি আপনি রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন। আপনাকে ফিরতি মেসেজে জানিয়ে দেয়া হবে আপনার বাইকের নম্বর প্লেট রেডি কি না ।

ডিজিটাল নম্বর প্লেট

একই মোবাইল নম্বর দিয়ে একাধিক গাড়ি রেজিস্ট্রেশন থাকলে কি করবেন ?

অনেক সময় এমনটা হয় আপনার একই মোবাইল নম্বর দিয়ে একাধিক বাইক অথবা গাড়ি রেজিস্ট্রেশন করা, সেক্ষেত্রে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে NP বাইকের ডিজিটের নম্বর ব্রাংক ড্রাফটের গ্রাহক কপি লেখার উপরে অনেক গুলো ডিজিট সহ একটা নম্বর থাকে সেখান থেকে লাস্ট টা ডিজিট লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। আপনাকে ফিরতি মেসেজে জানিয়ে দেয়া হবে আপনার বাইকের নম্বর প্লেট রেডি কি না।

ডিজিটাল নম্বর প্লেট পেতে কি কি কাগজ লাগে ?

ডিজিটাল নাম্বার প্লেট সংগ্রহ করতে গেলে আপনার ন্যাশনাল আইডির স্মার্ট কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স এর স্মার্ট কার্ড সাথে নিয়ে যেতে হবে।ব্রাংক ড্রাফটের গ্রাহক কপি সঙ্গে রাখুন। যদি আপনার কাছে এইগুলা না থাকে সেক্ষেত্রে আপনি আপনার SSC এর অরজিনাল সার্টিফিকেট দিয়ে এটি সংগ্রহ করে নিতে পারেব।