রাংগুনিয়া বাইক লাভার্স এর ৩য় বর্ষপূর্তি অনুষ্টিত হয়-২৮শে সেপ্টেম্বর
This page was last updated on 31-Jul-2024 04:00pm , By Saleh Bangla
গত ২৮শে সেপ্টেম্বর রোজ শুক্রবার রাংগুনিয়া বাইক লাভার্স এর ৩য় বর্ষপূর্তি অনুষ্টিত হয়। আমরা উক্ত অনুষ্ঠান সকাল ১০ টা রাংগুনিয়া প্রবেশ মুখ তাপ বিদুৎ কেন্দ্র থেকে র্যালির মাধ্যমে শুরু করি। র্যালিতে রাংগুনিয়া বাইক লাভার্স এর সাথে অংশগ্রহন করে হাংক লাভার্স বিডি, সিটিজি এবং হুইল বাডিস। র্যালি শুরু হওয়ার আগে উপস্থিত ছিলেন রাংগুনিয়া থানার ওসি মহোদয়, তিনি আমাদের শুভেচ্ছা এবং সাপোর্ট দিয়েছেন।
রাংগুনিয়া বাইক লাভার্স এর ৩য় বর্ষপূর্তি অনুষ্টিত হয়-২৮শে সেপ্টেম্বর
আমরা র্যালিটা সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে সিংগেল লাইনে সম্পন্ন করে কাপ্তাই প্রশান্তি পার্কে উপস্থিত হই। মোট ২৯ কি.মি রাইড ছিল এবং বাইকের সংখ্যা ৪৯ টি। এরপর আমরা সবাই জুমার নামাজ আদায় করি। এরপর আমাদের অনুষ্ঠান এ উপস্থিত ছিলেন: ঢাকার ক্যান্টনমেন্ট বাইকার্স ক্লাব, গাজিপুর বাইকার্স ক্লাব, খাগড়াছড়ি বাইকার্স ক্লাব, হিল বাইকার্স রাংগামাটি, বিএম রাইডার্স সিটিজি, ব্রাদারহুড এমসি বিডি, ক্লাব কেপিয়ার সিটিজি, টিম থ্রটলার সিটিজি, এক্স রোলার্স সিটিজি, টু হুইলার্স সিটিজি, ইনফিনিটি রোডিস, সিটিজি বাইকার্স ক্লাব, দি রেডলাইনার্স ক্লাব সিটিজি, ইয়ামাহা রাইডার্স ক্লাব সিটিজি, রোড রোলার্স সিটিজি।
এছাড়াও বাংলাদেশের বিভিন্ন বাইকার্স ক্লাব ও বাইকাররা আমাদের ৩য় বর্ষপূর্তি অনুষ্টানে শুভকামনা জানায়। কাপ্তাই থানার ওসি মহোদয় আমাদের প্রীতিভোজ এ উপস্থিত ছিলেন। এরপর ৩ ঘটিকায় আমাদের প্রীতিভোজ শেষ করে অনুষ্ঠান শুরু করি। অনুষ্ঠান গুলোর মধ্যে ছিল কেক কাটা, র্যাফেল ড্র, কুইজ, হেলমেট ডান্স, স্টান্ট শো ইত্যাদি।
এরপর বিভিন্ন বাইকার্স ক্লাবের এডমিনরা আমাদের অনেক উপদেশমূলক বক্তব্য এবং শুভকামনা জানায়। শেখ রাসেল ভাই এবং রিয়াজ উদ্দিন রাজু ভাই আমাদের অনুষ্ঠানটি উপস্থাপনা করে সৌন্দর্য বাড়িয়ে দেয়, এবং রহিম ভাইয়ের স্টান্ট শোতে সবাই মুগ্ধ হয় এবং সুজন ভাইয়ের সিবিয়ার এর এক্সজস্টের সাউন্ড টা জোস ছিল।
সন্ধ্যা ৬ ঘটিকায় আমাদের অনুষ্ঠান শেষ হয়। সবশেষে রাংগুনিয়া বাইক লাভার্স গ্রুপের সদস্যদের ধন্যবাদ জানাই এত সুন্দর করে অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। সকল বাইকার্স গ্রুপের সদস্যরা সন্তুষ্ট ছিলেন অনুষ্টানের ব্যবস্থাপনার প্রতি। ধন্যবাদ জানায় টিম বাইকবিডি কে, সবসময় রাংগুনিয়া বাইক লাভার্সকে দূরে থেকেও সাপোর্ট দিয়েছেন এবং আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন। সবাই হেলমেট পরিধান করে বাইক চালান এবং সেফটি গিয়ার ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে