বাংলাদেশের বাজারে চলে এসেছে মাহিন্দ্রা সেন্টুরো রকস্টার

This page was last updated on 04-Jul-2024 01:53pm , By Shuvo Bangla

বাংলাদেশে মাহিন্দ্রা মোটরসাইকেলের একমাত্র পরিবেশক আফতাব অটোমোবাইলস লিমিটেড সম্প্রতি মাহিন্দ্রা সেন্টুরো রকস্টার দেশের বাজারে ছেড়েছে। মাহিন্দ্রা সেন্টুরো সিরিজের নতুন একটি কমিউটার বাইক এটি। এটা নিয়েই আমাদের আজকের আয়োজন। চলুন শুরু করা যাক।

মাহিন্দ্রা টু হুইলার্স অল্প কিছুদিন হলো বাংলাদেশে তাদের পথচলা শুরু করেছে। অথচ এই অল্প সময়ের মধ্যেই তারা প্রান্তিক মানুষের কাছে ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে তাদের কমিউটার শ্রেণির বাইকগুলো নিয়ে।

বর্তমানে তাদের বহরে ১০০ থেকে ১২৫ সিসি সেগমেন্টে মোটরসাইকেল ও স্কুটার রয়েছে। আর সেন্টুরো সিরিজটি তাদের অন্যতম জনপ্রিয় একটি সাব-ব্র্যান্ড। এই সিরিজে তিনটি মডেল রয়েছে, যার সঙ্গে সম্প্রতি আরো একটি যোগ করলো মাহিন্দ্রা। সেটাই আজকের মাহিন্দ্রা সেন্টুরো রকস্টার

সেন্টুরো সিরিজের অন্য বাইকগুলোর মতো রকস্টারেও ১০৬.৭ সিসি’র ইঞ্জিন রয়েছে। যার ফলে সর্বোচ্চ ক্ষমতা ও টর্কও আগের মতোই রয়েছে, কিছুই কমেনি বা বাড়েনি।

Also Read: Naeem Motors In Chittagong

মূলত এটি দেখতে অন্যরকম এবং এর দামও কিছুটা কম। রকস্টারের অফিসিয়াল স্পেসিফিকেশনটা নিচে দিয়ে দিলাম।

মাহিন্দ্রা সেন্টুরো রকস্টার এর অফিসিয়াল স্পেসিফিকেশন  

ইঞ্জিনসিঙ্গেল সিলিন্ডার, ৪-স্ট্রোক, এয়ার কুলড, এমসিআই-৫ ইঞ্জিন
ডিসপ্লেসমেন্ট১০৬.৭ সিসি
বোর x স্ট্রোক৫২.৪ মিমি x ৪৯.৫ মিমি
কম্প্রেশন রেশিও৯.৫:১
সর্বোচ্চ ক্ষমতা৮.৫ পিএস @ ৭৫০০ আরপিএম
সর্বোচ্চ টর্ক৮.৫ নিউটন মিটার @ ৫৫০০ আরপিএম
স্টার্টিংকিক ও ইলেকট্রিক
ট্রান্সমিশনকনস্ট্যান্ট মেশ ৪ স্পিড গিয়ার
ফ্রেমডাবল ক্রেডল স্টিল টিউবুলার স্ট্রাকচার
আয়তন (দৈর্ঘ্য x প্রস্থ x উচ্চতা)২০৩১ মিমি x ৭৩৫ মিমি x ১১১১ মিমি
হুইলবেজ১২৬৫ মিমি
স্যাডল হাইট৮০০ মিমি
ভূমি থেকে উচ্চতা১৭৩ মিমি
ওজন (কার্ব)১২৬ কেজি
জ্বালানি ধারণক্ষমতা১২.৭ লিটার
সাসপেনশন (সামনে/পিছনে)টেলিস্কোপিক, কয়েল স্প্রিং ফর্ক/ ডাবল, ৫-স্টেপ কয়েল অ্যাডজাস্টেবল
ব্রেক (সামনে/পিছনে)উভয়টিতে ১৩০ মিমি ড্রাম
টায়ার সাইজ (সামনে /পিছনে)সামনে ৬.৯৮ x ৪৫.৭২ সেমি; পিছনে ৭.৬২ x ৪৫.৭২ সেমি
ব্যাটারি১২ ভোল্ট/ ৪ অ্যাম্পিয়ার আওয়ার
হেডলাইট১২ ভোল্ট – ৩৫ ওয়াট/৩৫ ওয়াট – হ্যালোজেন
টেইল লাইটএলইডি
দাম১,২৫,০০০ টাকা

*উল্লিখিত মূল্য ও স্পেসিফিকেশন কোম্পানির নিয়মনীতি, পলিসি, অফার ও প্রোমোশন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এজন্য বাইকবিডি দায়ী থাকবে না।

সেন্টুরো সিরিজের আগের বাইকগুলোর তুলনায় নতুন সেন্টুরো রকস্টার কম দামে বাজারে ছেড়েছে মাহিন্দ্রা। আর এই দাম কমানোর জন্য তারা এতে কিছু ফিচারে পরিবর্তনও এনেছে।

আপনারা দেখতেই পাচ্ছেন যে, এর সামনের চাকায় এবার ডিস্ক ব্রেক দেওয়া হয়নি। এর পাশাপাশি মাহিন্দ্রা ইঞ্জিন ইমমোবিলাইজার ও অন্যান্য কয়েকটি অভ্যন্তরীণ ফিচারে পরিবর্তন এনেছে।

Also read: মাহিন্দ্রা ঈদ অফার ২০১৮

যাই হোক, মাহিন্দ্রা টু হুইলার্স বাংলাদেশ এই বাইকটির ক্ষেত্রেও কিস্তি সুবিধা দিচ্ছে। যার ফলে ছাত্র, চাকুরিজীবী ও ছোটো ব্যবসায়ীরা সহজেই বাইকটি কিনতে পারবেন।

এর পাশাপাশি প্রতিটি বাইকের সঙ্গেই মাহিন্দ্রা নানা উপহার দিচ্ছে ক্রেতাদের। এসব উপহারের মধ্যে রয়েছে রেইনকোট, হেলমেট কিংবা টাকা ফেরতের মতো অফার। অবশ্য এই উপহার পরিবর্তন হতে পারে।

তাহলে পাঠক, মাহিন্দ্রা সেন্টুরো রকস্টার নিয়ে আজ এ পর্যন্তই থাক। তবে হ্যা, সেন্টুরো রকস্টার নিয়ে আরো বিস্তারিত জানতে আপনারা ঢাকার তেজগাঁওয়ে মাহিন্দ্রার শোরুমে যেতে পারেন। ধন্যবাদ।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Latest Bikes

CFMoto 125NK

CFMoto 125NK

Price: 0.00

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

View all Sports Bikes

Upcoming Bikes

Liban Wind

Liban Wind

Price: 0.00

Liban Phoenix Plus

Liban Phoenix Plus

Price: 0.00

Liban Phoenix

Liban Phoenix

Price: 0.00

View all Upcoming Bikes