বেনেল্লি টিএনটি ১৫০ লঞ্চ হবে ঢাকা বাইক শো ২০১৮

This page was last updated on 07-Jul-2024 04:47pm , By Saleh Bangla

স্পীডোজ লিমিটেড ঢাকা বাইক শো ২০১৮ তে বেনেল্লি টিএনটি ১৫০ বাইকটি লঞ্চ করতে যাচ্ছে। আপনি জেনে থাকবেন যে গত ঢাকা বাইক শো তে এই বাইকটি শো করা হলেও বাইকটি তারা সেল এর জন্য মার্কেটে আসেনি। কিন্তু এখন এটা কনফার্ম যে তারা ঢাকা বাইক শো ২০১৮ তে বেনেল্লি টিএনটি ১৫০ বাইকটি লঞ্চ করতে যাচ্ছে।

বেনেল্লি টিএনটি ১৫০ লঞ্চ হবে বাইক শো ২০১৮ 

বেনেল্লি টিএনটি ১৫০

বেনেল্লি হচ্ছে ইটালিয়ান মোটারসাইকেন কোম্পানি। এই কোম্পানিটি ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৫ সালের ডিসেম্বর মাসে বেনেল্লি চায়নার কিউ.জে গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চারে যায়, যারা কিওয়ে মোটরসাইকেল তৈরি করে থাকে। আর এখানে কিওয়ে বেনেল্লি এর কাছ থেকে টেকনিক্যাল সাপোর্ট পাবে। বাংলাদেশে কিওয়ে এবং বেনেল্লির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে স্পীডোজ লিমিটেড।

benelli tnt 150 in bangladesh 2018

 বেনেল্লি টিএনটি ১৫০ এর কিছু ফিচারঃ

  • ১৪৮সিসি এয়ার কুল্ড কার্বুরেটর ইঞ্জিন
  • সিঙ্গেল সিলিন্ডার ও দুটি ভালব যুক্ত
  • ১৩.৮২বিএইচপি ও ১৩.৫এনএম টর্ক সমৃদ্ধ(অফিশিয়াল)
  • ৫ স্পিড গিয়ারবক্স
  • আপ সাইড ডাউন ফ্রন্ট সাসপেনশন
  • রিয়ার মনোশক সাসপেনশন
  • ১৩৬ কেজি ওয়েট
  • ১৩০ রেয়ার সেকশন টায়ার
  • এলয় হুইল
  • টিউবলেস টায়ার
  • ২৬০মিমি ফ্রন্ট ডিস্ক ব্রেক এবং ২৪০মিমি রিয়ার ডিস্ক ব্রেক
  • পেটাল ডিস্ক ব্রেক
  • সিবিএস হতে পারে( কম্বি ব্রেকিং সিস্টেম)
  • ১৩.৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক
  • এলএইডি ইন্ডিকেটর এবং হ্যালোজেন হেডলাইট
  • ডিজিটাল স্পিডোমিটার

benelli tnt 150 price in bangladesh

 বেনেল্লি টিএনটি একটি পেশীবহুল বাইক। এর লুকস ও ডিজাইন এর আক্রমনাত্নক ভাব প্রকাশ করে। তাছাড়া স্টাইল অনেকটাই স্পোর্টি। অন্যদিকে কিওয়ে মোটরসাইকেল প্রধানত কমিউটিং মোটরসাইকেল। যা প্রধানত প্রতিদিনের যোগাযোগের জন্য ব্যবহৃত হচ্ছে। 

benelli tnt 150 price 2018

 যখন আমরা মিস্টার মোঃ মেহেদিউর রহমান কে জিজ্ঞেস করেছিলাম কেন বেনেল্লি টিএনটি ১৫০ সিসি লঞ্চ হতে কেন দেরি হচ্ছে। তখন তিনি বাইকবিডি কে জানান যে দেরি হওয়ার কারন হচ্ছে বেনেল্লির রিসার্চ এন্ড ডেভলপমেন্ট ডিপার্টমেন্ট পরীক্ষা করে দেখছে বাইকটিতে আরো কোন ধরনের পরিবর্তন বা উন্নতি সম্ভব কিনা। 

benelli tnt 150 bangladesh

এখন বলা যায় যে, স্পীডোজ লিমিটেড ২০১৮ সালের ঢাকা বাইক শো তে বেনেল্লি টিএনটি লঞ্চ করা হবে। ঢাকা বাইক শো ২০১৮ এর পরবর্তি সকল ধরনের আপডেট ও বিস্তারিত পাবেন আমাদের ওয়েব সাইটে। যদিও কোম্পানি এখনও দামের বিষয়ে কিছু বলেনি। তবে ধারনা করা হচ্ছে বাইকটি ২ লাখের নিচে পাওয়া যাবে। আশা করা যাচ্ছে বেনেলি টিএনটি ১৫০ বাংলাদেশের বাইকারদের প্রত্যাশা পূরন করবে।

Best Bikes

Honda CB Hornet 160R

Honda CB Hornet 160R

Price: 169800.00

Honda CB Hornet 160R ABS

Honda CB Hornet 160R ABS

Price: 255000.00

Honda CB Hornet 160R CBS

Honda CB Hornet 160R CBS

Price: 212000.00

View all Best Bikes

Upcoming Bikes

I-am RAPID

I-am RAPID

Price: 0.00

Salida ZL 9

Salida ZL 9

Price: 0.00

Salida ZL 8

Salida ZL 8

Price: 0.00

View all Upcoming Bikes