বিজয় দিবসে এসিআই মোটরস আয়োজন করেছিল মাস্ক বিতরণ!

This page was last updated on 18-Jul-2024 05:44am , By Raihan Opu Bangla

Yamaha Bangladesh ACI Motors Ltd বাংলাদেশে ইয়ামাহা এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। ইয়ামাহা সব সময় তাদের কাস্টোমারদের কথা ভেবে থাকে। তবে তাদের সামাজিক দায়িত্ব তারা ভুলে যায় না। এসিআই মোটরস মানে ইয়ামাহা সব সময় সমাজে তাদের কন্ট্রিবিউশন রাখে এবং তাদের সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের দায়িত্ব পালন করে।

বিজয় দিবসে ইয়ামাহা আয়োজন করেছিল মাস্ক বিতরণ!

aci motors yamaha motorcycle bangladesh Mask Rakhbe Nirapod Tomake, Amake, Sobaike এসিআই মোটরস

মহামারীর আক্রমনের শুরুতেই, করোনা ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পরে। সব কিছু লক ডাউনে চলে যায়। তখন সেফটি সবার আগে প্রাধান্য পায়। সবাই নিজের সুস্থতার জন্য দুরত্ব বজায় রেখে চলা চল করে। তবে গরিব অসহায় এবং দিন মজুর তারা অনেকটাই বিপদে পরে যায়। 

সেখানেই এসিআই মোটর ইয়ামাহা এবং YRC (Yamaha Riders Club Bangladesh) তাদের পাশে দাঁড়ায়। বাংলাদেশের বিজয় দিবস মানে গত ১৬ই ডিসেম্বর ২০২০ তারিখে তারা মানুষের মাঝে মাস্ক পরার সর্তকতা তৈরি করতে এবং মাস্ক বিতরণের উদ্দেশ্য একটি ইভেন্ট আয়োজন করে ছিল। এই ইভেন্টটির স্লোগান ছিল "মাস্ক রাখবে নিরাপদ তোমাকে, আমাকে, সবাইকে"। এসিআই মোটরস সারা বাংলাদেশের ৩৫টি জায়গাতে এক যোগে এই ইভেন্টটি আয়োজন করেছিল।

Bike Riding Training By Yamaha Riding Academy – ACI Motors(এসিআই মোটরস)


এই আয়োজনের মুল উদ্দেশ্য ছিল সবাইকে সর্তক করা এবং সবাইকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা । এছাড়া র‍্যাব এর সদস্যরাও এই আয়োজনে অংশ গ্রহণ করেছে। ইয়ামাহা তাদের মাঝেও মাস্ক বিতরণ করেছে এবং সাধারণ জনগণ সহ সবার মাঝে মাস্ক বিতরণ করেছে। 

তারা এই আয়োজনটি করেছিল ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকায়। এছাড়া ইয়ামাহা এর অফিশিয়াল, YRC এর মেম্বার্স এবং অনেক বাইকার অংশ নিয়েছেলেন এই ইভেন্ট এ।yrc distributing masks 16th december

বাংলাদেশের মানুষের জন্য এই মাসটি একটি গুরুত্বপূর্ন। এই মাসেই দীর্ঘ নয় মাস যুদ্ধের পর স্বাধীনতা অর্জন হয়েছিল। জন্ম নিয়েছে বাংলাদেশের। এই বিজয়ের মাস উপলক্ষ্যে ইয়ামাহা দিচ্ছে বিজয় উল্লাস ক্যাশব্যাক অফার। 

এছাড়া ইয়ামাহা তাদের জনপ্রিয় স্পোর্টস বাইক Yamaha R15 বাইক ইউজারদের জন্য বিশেষ একটি অফার নিয়ে হাজির হয়। এটি ছিল সার্ভিস লাইক এ বস - সিজন ২। এই অফার R15 ইউজাররা তাদের বাইকটি বিশেষ ভাবে সার্ভিস করাতে পারবেন। 

কোভিড-১৯ পুরো পৃথিবীকে বদলে দিয়েছে। এখন সবাই তার নিজের সেফটি নিয়ে অনেক বেশি সচেতন। তাই বাইরে থাকা অবস্থায় মাস্ক পরা অনেক প্রয়োজনীয়। মাস্ক পরার বিষয়টি সবাইকে সচেতন করা এবং সেফটি নিশ্চিত করার বিষয়টি অনেক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে । আশা করা যাচ্ছে এতে অনেকেই সচেতন হবে। ধন্যবাদ।