নতুন রূপে আসছে বাজাজ পালসার ১৫০এনএস
This page was last updated on 07-Jul-2024 03:49pm , By Shuvo Bangla
গত এক বছরে ভারতের বাজারে বাজাজ পালসার সিরিজের বেশ কয়েকটি মডেল বিক্রি করা হয়েছে। ভারতের সড়ক-মহাসড়ক কাঁপাতে ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ২০১৪ সাল থেকে ২০০সিসির মোটর সাইকেল উৎপাদন ও বিক্রি করছে। ভারতে বাজাজই প্রথম ২০০সিসির মোটর বাইক তৈরি করছে। বাজাজের যতগুলো মোটর সাইকেল বাজারে রয়েছে তার মধ্যে জনপ্রিয়তার শীর্ষে ‘পালসার’।
নতুন রূপে আসছে বাজাজ পালসার ১৫০এনএস
অনেকদিন ধরে বাজাজ পালসারের গুণগত মান বৃদ্ধি করার জন্য গবেষণা করছে। পালসারের সর্বাধুনিক মডেলটি হল বাজাজ পালসার ১৫০এনএস। বাজারে থাকা পালসারের ১৫০ডিটিএস-আই মডেলের পরিবর্তে এখন থেকে বাজাজ পালসার ১৫০এনএস বিক্রি করা হবে। বাজাজ পালসার ১৫০এনএস দেখতে অনেকটা ২০০এনএসের মতই। পালসার ২০০ মডেলটি ইতোমধ্যে ২০০এনএস এ রূপান্তর করা হয়েছে । বাজাজের পক্ষ থেকে বলা হয়েছে, বাজাজ পালসার ১৫০এনএসনিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। গ্রাউন্ড টেস্ট শেষ হলেই বাজারে ছাড়া হবে। এটি হবে পালসারের ১৫০ডিটিএস-আই এর নতুন সংস্করণ।
Also Read: বাজাজ পালসার সিরিজে চলছে ডিস্কাউন্ট অফার এবং ড্রাইভিং লাইসেন্স ফি ফ্রী!
পালসার ১৫০ এনএস দেখতে অনেকটা স্পোর্টস বাইকের মত। কিক স্ট্যাটের পাশাপাশি ইলেকট্রিক সেলফ স্ট্যার্টার রয়েছে এটিতে। বাজাজ পালসার ১৫০এনএসতে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন সংযোজন করা হয়েছে। যাতে আছে ট্রিপল স্পার্ক ইগনিশন প্রযুক্তি। এছাড়াও আছে ৫স্প্রিড গিয়ার বক্স, যা ১৫ব্রেক হর্সপাওয়ার(বিএইচপি) তৈরি করবে। বাজাজ পালসার ১৫০এনএস'সের সঙ্গে অনেকগুলো মোটর সাইকেলের ডিজাইনগত মিল রয়েছে। এটি দেখতে অনেকটা সুজুকি জিক্সার, এফজেড, ভার্সন ২.০ এবং সিবি ইউনিকর্ন ১৬০ এর মত। ধারণা করা হচ্ছে এসব মোটর বাইকের আদলে তৈরি করা হয়েছে পালসারের ১৫০এনএস। শুরুতে কালো এবং লাল রঙের বাজাজ পালসার ১৫০এনএস পাওয়া যাবে।