বাইকে আগুন লাগলে কিভাবে সেটা নিভাবেন

This page was last updated on 28-Jul-2024 03:09am , By Ashik Mahmud Bangla

বাইকে আগুন লাগার ঘটনাগুলো কিছুদিন আগে সোস্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছিলো , তাই আমরা এর আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম বাইকে কি কি কারনে আগুন লাগতে পারে। আপনি যদি সেই সম্পর্কে জানতে চান তাহলে এই আর্টিকেলটি পড়ুন।



বাইকে আগুন লাগলে কিভাবে সেটা নিভাবেন



বিপদ কখনো বলে আসে না , কিন্তু যদি আমরা এটা জানি কোন বিপদে কি করনীয় তাহলে কিন্তু আমরা বিপদে ক্ষয়ক্ষতির পরিমান অনেকটাই কমাতে সক্ষম হবো। আজ আমরা জানবো বাইকে আগুন লাগলে কিভাবে সেটা নিভাতে হয়।  



ইকে আগুন লাগলে কিভাবে সেটা নিভাবেন


বাইকে আগুন লাগলে সবার প্রথমে বাইক থেকে নেমে উক্ত স্থানে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করুন। আগুন যদি অল্প হয়ে থাকে সেক্ষেত্রে পানি দিয়ে আগুন অনেকটাই কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আনা সম্ভব। আশেপাশে কেউ থাকলে তাকে ৯৯৯ কল দিয়ে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। বাইকে যেহেতু অকটেন থাকে তাই বাইকে আগুন লাগলে সেই আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। 


অগ্নিকাণ্ড যদি তেল থেকে হয় তাহলে সেটা নেভাতে ফোম ব্যবহার করা হয়। ফায়ার সার্ভিস এর মতে কেমিক্যাল মিশ্রিত ফোম এক্ষেত্রে বেশি কার্যকরী কিন্তু এটা সময় সাপেক্ষ। তাই ভেজা বস্তা বা কাঁথা দিয়ে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা উচিৎ।



আবার মনে করুন এমন কোথাও বাইকটা রাখা ছিলো যেখানে আগুনের সূত্রপাত হয়েছে ধাতব পদার্থ থেকে। যদি আগুনের সূত্রপাত ধাতব পদার্থ থেকে হয়ে থাকে সেই সময় ভুলেও কখনো পানি দিয়ে বাইকের আগুন নেভাতে যাবেন না। এই ক্ষেত্রে শুকনা বালি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে।


বাইকে আগুন লাগলে সবার আগে এটা বুঝতে হবে আগুনটা আসলে কি কারনে লেগেছে , তারপর সেই কারন সনাক্ত করে আগুন নেভানোর চেষ্টা করতে হবে। নিজের প্রিয় বাইকটিকে নিরাপদ রাখতে নিদিষ্ট সময় পর পর বাইক সার্ভিসিং করান , বাইকে কোন ত্রুটি থাকলে সেটা সাথে সাথে সমাধান করার চেষ্টা করুন।