বাইকের সেলফ কাজ না করলে বাইক স্টার্ট দেয়ার ৩ টি সহজ উপায়

This page was last updated on 31-Jul-2024 02:23am , By Ashik Mahmud Bangla

বর্তমান যুগে অনেক বাইকে কিক স্টার্ট থাকে না, আর শীতকালে বাইকের সেলফ কাজ না করা অনেক বাইকের ক্ষেত্রে বেশ বড় একটা সমস্যা। মনে করেন আপনি এমন কোথাও বিপদে পড়েছেন যার আশেপশে কোন সার্ভিসিং এর জায়গা নেই, সেক্ষেত্রে আপনি বাইক কিভাবে স্টার্ট করবেন? আজ আমরা বাইকের সেলফ কাজ না করলে বাইক স্টার্ট দেয়ার ৩ টি উপায় নিয়ে আলোচনা করবো। যদি আপনার বাইকে বাকি সব ঠিক থাকে তাহলে আপনি এই পদ্ধতিতে বাইকের সেলফ কাজ না করলে বাইক স্টার্ট দিতে পারবেন।বাইকের-সেলফ-কাজ-না-করলে-বাইক-স্টার্ট-দেয়ার-৩-টি-সহজ-উপায়

বাইকের সেলফ কাজ না করলে বাইক স্টার্ট দেয়ার ৩ টি উপায়

  • বাইকের সেলফ কাজ না করলে প্রথমে আপনার বাইকটি ২য় গিয়ারে নিন, এরপর যদি আপনার সাথে কেউ থাকে তাকে বলুন বাইকটি কিছুটা গতিতে ধাক্কা দিতে। যখন বাইকে কিছুটা গতি চলে আসবে তখন ক্লাচ লিভার সম্পূর্ণ ছেড়ে দিন এবং পিকাপ বাড়ান। তবে এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে , না হলে বিপদ ঘটতে পারে। আর যদি আপনার সাথে কেউ না থাকে তাহলে আপনি নিজে একা এই পদ্ধতিতে কাজটি করতে পারেন। তবে কাজটি করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বাইক জেনো নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।

সেলফ

  • আপনার বাইকে যদি ডাবল স্ট্যান্ড থাকে তাহলে বাইকটি সোজা করে ডাবল স্ট্যান্ডে রাখুন। এরপর আপনার বাইকটি ৪র্থ গিয়ারে নিন এবং পেছনের চাকা ঘুরাতে থাকুন। দেখবেন কিছুক্ষণের মধ্যে বাইক স্টার্ট হয়ে যাবে।

স্পার্ক-প্লাগ

  • অধিকাংশ বাইক এই দুইটা পদ্ধতিতে স্টার্ট হয়ে যায়, কিন্তু তারপরও যদি আপনার বাইক স্টার্ট না নেয় সেক্ষেত্রে আপনার বাইকের স্পার্ক প্লাগ চেক করুন। স্পার্ক প্লাগ যদি লুস হয়ে যায় সেক্ষেত্রে আপনার বাইক স্টার্ট নিতে সমস্যা করবে।অনেক সময় স্পার্ক প্লাগ অতিরিক্ত ময়লা হয়ে গেলেও এই সমস্যা দেখা দেয়।

Also Read: বাইক স্টার্ট না হলে কি করনীয় ? জানুন বিস্তারিত

যে উপায়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম এগুলা আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু বাইকের সেলফ কাজ না করলে অবহেলা না করে যত দ্রুত সম্ভব অভিজ্ঞ কোন মেকানিকের পরামর্শ নিন। যদি কোন সমস্যা থাকে সেটা সমাধান করে নিন, না হলে আপনি সমস্যায় পড়তে পারেন। সব সময় নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন এবং বাইক সম্পর্কে জানার চেষ্টা করুন।