বাইকের মালিকানা পরিবর্তন করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে
This page was last updated on 02-Jan-2025 05:21pm , By Shuvo Bangla
সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় বিক্রয়ের সময় আমাদের দেশের আইন অনুয়ায়ী বাইকের মালিকানা পরিবর্তন করতে হয়। যারা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করেছেন তাদের অনেকেরই মালিকানা পরিবর্তন সম্পর্কে ধারণা আছে। তবে এই মালিকানা পরিবর্তনের নিয়মে এবার কিছু নতুন রুলস যুক্ত করা হয়েছে। আজ সকালে আমি Mirpur BRTA তে গিয়েছিলাম বাইকের মালিকানা পরিবর্তন সংক্রান্ত একটা কাজে, সেখানে গিয়ে দেখতে পেলাম বেশ কিছু চেঞ্জ নতুন করে আনা হয়েছে। এখন আমি আপনাদের সাথে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
বাইকের মালিকানা পরিবর্তন করতে পুলিশ ভেরিফিকেশন লাগবেঃ
বাইকের মালিকানা পরিবর্তনের নিয়ম আগের মতোই আছে, তবে আপনি যদি ১৫০ সিসি অথবা তার বেশি সিসির বাইকের মালিকানা পরিবর্তন করতে যান সেক্ষেত্রে আপনাকে মালিকানা পরিবর্তন ফাইল BRTA তে জমা দেয়ার আগে আপনাকে একটি পুলিশ ভেরিফিকেশন ফরম দেয়া হবে।
Also Read: মোটরসাইকেলের মালিকানা পরিবর্তনের নিয়মাবলি
উক্ত ফরম পূরণ করে সেটা ভেরিফিকেশন করে তারপর আপনাকে মালিকানা পরিবর্তন ফাইল BRTA তে জমা দিতে হবে। ভেরিফিকেশন ছাড়া বর্তমানে ফাইল জমা নিচ্ছে না। মালিকানা পরিবর্তন এর ফাইল হাতে নিয়ে ক্রেতা এবং বিক্রেতার একসাথে ছবি তুলতে হবে এবং এই ছবি আপনার মালিকানা বদলি ফাইলের সাথে সংযুক্ত করে দিতে হবে।
আমার কাজটি আমি নিজেই করেছিলাম কোন দালালের সাহায্য ছাড়া, তাই আপনি যদি এই সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন আপনি আপনার কাজটি নিজেই করাতে পারবেন। আপনি যদি নিজের কাজ নিজেই করেন দেখবেন আপনার খরচও অনেক কম হবে। মালিকানা পরিবর্তনের সময় ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই উপস্থিত থাকতে হবে। আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে আগের চাইতে নিয়ম এখন অনেকটাই আপডেট হয়েছে। মালিকানা বদলি ফরমে আপনার যেই ঠিকানা দেয়া আছে উক্ত ঠিকানা থেকে আপনাকে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে।