বাইকের টায়ার জেল ব্যবহারের সুবিধা এবং অসুবিধা । জানুন বিস্তারিত
This page was last updated on 13-Jan-2025 11:54am , By Raihan Opu Bangla
বাইকের টায়ার জেল নিয়ে বাইকারদের মনে অনেক প্রশ্ন থেকে যায়, কেউ বলে বাইকের টায়ার জেল টায়ারের জন্য ভালো আবার কেউ বলে টায়ার জেল টায়ারের জন্য ক্ষতিকর। আজ আমরা আপনাদের সামনে বাইকের টায়ার জেল ব্যবহারের সুবিধা এবং অসুবিধা এবং অসুবিধাগুলো তুলে ধরবো। এই সম্পর্কে জানার পর আপনি নিজেই ঠিক করতে পারবেন আপনি টায়ার জেল ব্যবহার করবেন কিনা।
Also Read: A Brief Detail Study on The Rubber of Motorcycle Tires
বাইকের টায়ার জেল ব্যবহারের সুবিধাঃ
বাইকের টায়ার জেল ব্যবহার আপনার নিরাপদ পথচলা নিশ্চিত করে। আপনার বাইকের টায়ারে যদি জেল দেয়া থাকে তাহলে কোন কারনে চলার পথে আপনার বাইকের চাকা লিক হয়ে গেলে আপনাকে কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। কারন টায়ার ছিদ্র হওয়া মাত্র টায়ার জেল সেই ছিদ্র স্থান পরিপূর্ণ করে দেয়। এর ফলে আপনার বাইকের টায়ারে থাকা হাওয়া বের হতে পারে না।
এছাড়াও ভালো মানের টায়ার জেল ব্যবহার করলে আপনার বাইকের টায়ারে একাধিক লিক হলেও টায়ার থেকে হাওয়া বের হতে পারে না। ফলে আপনি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন। ভালো মানের টায়ার জেল ভরা থাকলে বার বার আপনার বাইকে হাওয়া দেয়া অথবা চাকার প্রেসার চেক করাতে হয় না এর ফলে আপনার সময় এবং চিন্তা উভয়ই কমে যায়।
আপনি হয়তো অনেকের কাছ থেকে শুনেছেন টায়ার জেল ব্যবহার করলে বাইকের টায়ার দ্রুত নষ্ট হয়ে যায়, কিন্তু এমনটা সত্য না। কারন আমি নিজে আমার বাইকগুলোতে টায়ার জেল ব্যবহার করছি বেশ কয়েকবছর আগে থেকে। আমার কাছে কখনো এমনটা মনে হয় নি টায়ার জেল টায়ারের ক্ষতি করে।
টায়ার জেল ব্যবহারের ফলে বাইক ব্যালেন্স করতে অথবা কন্ট্রোল করতে সমস্যা হয় না। অনেকেই হয়তো বলে টায়ার জেলে হাইস্পীডে চলানোর সময় বাইকের চাকার অনেক সমস্যা করে থাকে, কিন্তু এমনটা আমার কাছে মনে হয় নি। কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই ভালোমানের আসল টায়ার জেল ব্যবহার করতে হবে।
কত দিন পর পর বাইকের টায়ার জেল পরিবর্তন করতে হয়?
আপনি যদি ভালো মানের অরজিনাল টায়ার জেল ব্যবহার করে থাকেন তাহলে একটা টায়ার জেল ৬ মাস থেকে ১ বছর ভালো থাকে। আর যদি বাইকের টায়ারে খুব বেশি ছিদ্র হয় তাহলে কিছুটা কম সময় লাস্টিং করে। তবে ৬ মাস পার হলে অবশ্যই একবার বাইকের টায়ার জেল চেক করানো উচিৎ।
টায়ার জেল আপনার ঝামেলামুক্ত পথচলা নিশ্চিত করে।
বাইকের টায়ার জেল ব্যবহারের অসুবিধাঃ
প্রতিটা জিনিসের ভালো এবং মন্দ দিক থাকে। ঠিক তেমনি টায়ার জেল এর ছোট ছোট কিছু অসুবিধাও রয়েছে। যেহেতু টায়ার জেল একটি আঠা জাতীয় পদার্থ তাই এটি মাঝে মাঝে আপনার বাইকের নজেল পাইপ এবং পাইপের ভেতরে থাকা পিনটিকে ব্লক করে ফেলে এর ফলে আপনার বাইকের ট্যার প্রেসার চেক করতে সমস্যা হয়।
টায়ার জেল একটি রাসায়নিক পদার্থ তাই আপনার বাইকের টায়ারে যদি নকল জেল প্রবেশ করে তাহলে এটি আপনার বাইকের টায়ারের ক্ষতি করবে পাশাপাশি এটি একটি জায়গায় জমাট বেঁধে থাকবে। এর ফলে আপনার বাইকের কন্ট্রোলিং করতে কিছুটা সমস্যা হবে।
এছাড়াও টায়ার জেল যদি নকল হয় তাহলে টায়ারে একাধিক ছিদ্র হলে তখন এই জেল কোন কাজে আসে না। এর ফলে নকল টায়ার জেল থেকে সাবধান থাকুন।