বিশ্বরেকর্ড করলো বাংলাদেশের বাইকাররা!

This page was last updated on 13-Jan-2025 01:07pm , By Saleh Bangla

বিগত ২৬শে মার্চ, ২০১৮ তে আইসিসিবি এক্সপো জোন এ বাংলাদেশের বাইকাররা একত্রিত হয়েছিলেন বিশ্বরেকর্ড করার জন্য! তিনটি বিশ্বরেকর্ড করার কথা ছিলো সেদিন, এবং বাংলাদেশের বাইকাররা সফলভাবেই বিশ্বরেকর্ড করে গিনেসবুকে নিজেদের নাম লিখিয়েছেন!


বাইকাররা বিশ্বরেকর্ড করে গিনেসবুকে নিজেদের নাম লিখিয়েছেন!


world record 

২৬শে মার্চে এই বিশ্বরেকর্ডের এটেম্পটের পরে গিনেস এর অফিশিয়াল ঘোষনা অনুযায়ী বাংলাদেশের বাইকাররা সর্বোচ্চ সংখ্যক বাইক দিয়ে বৃহত্তম লোগো তৈরী করতে সক্ষম হয়েছে! এসিআই মোটরস আয়োজিত “স্বাধীনতার শপথ” অনুষ্ঠানে তিনটি বিশ্বরেকর্ডের এটেম্পট নেবার কথা ছিলো।

  • একসাথে সর্বোচ্চ সংখ্যক বাইক স্টার্ট দেয়া
  • একসাথে সর্বোচ্চ সংখ্যক বাইকার মিলে বাইকের লোগো তৈরী করা
  • একসাথে সর্বোচ্চ সংখ্যক বাইকার মিলে ইয়ামাহা লোগো তৈরী করা

Also Read: স্বাধীনতার শপথ - চলুন সবাই মিলে গড়ি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

যথাসময়ে অনুষ্ঠানটি শুরু হলেও পর্যাপ্ত সংখ্যক বাইকার এর সমাগম না হওয়ায় দুইটি রেকর্ডের এটেম্পট নেয়া সম্ভব হয়না, এবং অথোরিটি সিদ্ধান্ত নেয় যে তারা তৃতীয় রেকর্ড অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক বাইক মিলে একসাথে বৃহত্তম লোগো তৈরী এর রেকর্ড এর এটেম্পট করবে। বাইকাররা মিলে এই এটেম্পট নেবার পরে প্রাথমিকভাবে রেকর্ডটি হয়, এবং পরবর্তীতে গিনেস থেকে অফিশিয়াল ঘোষনা দেয়া হয় রেকর্ডটি সফল হবার ব্যাপারে।

গিনেস এর অফিশিয়াল ঘোষনা দেখতে এখানে ক্লিক করুন

guiness-world-record-by-bangladeshi-bikers

বাংলাদেশের বাইকারদের দ্বারা বিশ্বরেকর্ডঃ

রেকর্ডঃ সর্বোচ্চ সংখ্যক বাইক দিয়ে বৃহত্তম লোগো সংখ্যাঃ ১২৫৭ বাইক স্থানঃ ঢাকা, বাংলাদেশ তারিখঃ ২৬শে মার্চ, ২০১৮ রেকর্ডঃ এসিআই মোটরস লিমিটেড bangladeshi-world-record বাংলাদেশের বাইকারদের দ্বারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুষ্ঠানের আয়োজনে ছিলো এসিআই মটরস এবং মিডিয়া পার্টনার ছিলো বাইকবিডি। বাংলাদেশের বাইকাররা একত্রে মিলে অনেক কিছুই করেছেন – বাইকাররা একত্রে জনসচেতনতায় ভূমিকা রেখেছেন, ট্যুর করেছেন, বিভিন্ন অন্যান্যের প্রতিবাদ করেছেন। এবং এখন বাংলাদেশের বাইকাররা দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্বে নিজেদের তূলে ধরছেন, বিশ্বরেকর্ড গড়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডবুকে তুলেছেন নিজেদের নাম।

Also Read: Mehedi Hassan: Bangladeshi Biker From USA