বাইকবিডির নতুন পার্টনার টোটাল টুলস

This page was last updated on 31-Jul-2024 04:26am , By Raihan Opu Bangla

টোটাল টুলস হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টুলস ও পাওয়ার টুলস ব্র্যান্ড। মানসী করপোরেশন হচ্ছে বাংলাদেশে টোটাল টুলস এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। বাইকবিডির নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টোটাল টুলস।

বাইকবিডির নতুন পার্টনার টোটাল টুলস

টোটাল টুলস হচ্ছে সার্মথ্যের ভেতর কোয়ালিটি সম্পন্ন টুলস তৈরি করে থাকে। অন্য সব প্রিমিয়াম টুলস কোম্পানি যেখানে কোয়ালিটি সম্পন্ন ও দামী টুলস তৈরি করে থাকে, সেখানে টোটাল টুলস এর লক্ষ্য হচ্ছে টুলস গুলোর ব্যবহার ও ফাংশনের সাথে টুলস গুলো পারফমেন্স ও কোয়ালিটি ধরে রাখা। 

টোটাল টুলস টিম এর লক্ষ্য হচ্ছে বিশ্ব মানের টুলস তৈরি করা সম্পূর্ন টুলস সলিউশন তৈরি করা। তারা বর্তমানে তাদের ডিলারশীপ নিয়োগ দিচ্ছে, যারা টোটাল টুলস এর এক্সক্লুসিভ শোরুম দিতে আগ্রহী তাদের যোগাযোগা করতে বলা হয়েছে।

Total Tools High-Pressure Washer


বাইকবিডি এর নতুন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টোটাল টুলস। বাংলাদেশের প্রথম মোটরসাইকেল ব্লগ হচ্ছে বাইকবিডি। শুভ্র সেন হচ্ছেন বাইকবিডির ফাউন্ডার ও সিইও। 

বাইকবিডি ও টোটাল টুলস এর সাথে এমওইউ সাইনিং এর সময় মানসী করপোরেশনের ম্যানেজিং ডিরেক্টর মাশরুর আহমেদ, এবং বাইকবিডির ফাউন্ডার ও সিইও শুভ্র সেন উপস্থিত ছিলেন। 

টোটাল টুলস

টোটাল টুলস এর ১৫০০ এর বেশি প্রোডাক্ট হয়েছে। তাদের রয়েছে পানির পাম্প, এয়ার টুলস, বাগানের টুলস, পাওয়ার টুলস সহ অনেক ধরনের টুলস রয়েছে। 

আমাদের দেশের বাইকাররা ভ্রমণ করতে ভালবাসেন। তাদের ভ্রমণে অনেক সময় বাইকের বিভিন্ন সমস্যা দেখা যায়। তখন আসে পাশে তেমন কোন গ্যারেজ পাওয়া যায় না, সেক্ষেত্রে তখন অনেক সমস্যায় পরতে হয়। 

তাই তাদের হাতের কাছে যখন টুলস থাকে তারা নিজেরাই বাইক সারিয়ে নিয়ে এগিয়ে যেতে পারে। টোটাল টুলসের অনেক পাওয়ার টুলস, হ্যান্ড টুলস রয়েছে যা খুব সহজেই বহন করা যায়। তাই ভ্রমণের সময় এগুলো বহন করা সহজ। 

টোটাল টুলসের অন্যতম আকর্ষণীয় মেশিন হচ্ছে এর প্রেশার ওয়াশিং মেশিন। যাতে করে সহজে বাইকাররা তাদের বাইক ঘরেই ওয়াশ করতে পারেন। বাইকবিডির ইউটিউব চ্যানেলে এর একটি রিভিউ রয়েছে।

 

Latest Bikes

Liban Volta

Liban Volta

Price: 119999

Liban Flora Dx

Liban Flora Dx

Price: 119999

Liban Power Jet

Liban Power Jet

Price: 299999

View all Sports Bikes