অনেক দীর্ঘ ৬মাস পর পাঠাও-উবারের মোটরসাইকেল রাইড শেয়ারিং চালু হয়েছে

This page was last updated on 12-Jan-2025 05:00pm , By Raihan Opu Bangla

করোনার কারণে দীর্ঘ বিরতির পর স্বাস্থ্যবিধি মেনে রাইড শেয়ারিং সেবার আওতায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

দীর্ঘ ৬মাস পর পাঠাও-উবারের মোটরসাইকেল রাইড শেয়ারিং চালু হয়েছে

দীর্ঘ ৬মাস পর পাঠাও-উবারের মোটরসাইকেল

Also Read: দীর্ঘ ৬মাস পর পাঠাও-উবারের মোটরসাইকেল রাইড শেয়ারিং চালু হয়েছে

প্রাথমিকভাবে রাইড শেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেটপ্রাপ্ত ১,১৫৬টি মোটরসাইকেলকে এই অনুমতি দেওয়া হয়েছে। অনুমতিপ্রাপ্ত মোটরসাইকেলগুলো ডিটিসিএ এলাকা, অর্থাৎ ঢাকা মেট্রো, গাজীপুর মেট্রো, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা এলাকায় চলাচল করতে পারবে। আরও বলা হয়েছে যে, রাইডার এবং প্যাসেঞ্জার দুজন কেই স্বাস্থ্যবিধি মেনে রাইড করতে হবে। আগে এই সেবার আওতায় থাকলেও চট্টগ্রামসহ আরো কয়েকটি শহরের জন্য এবার অনুমতি দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে তা রাইড শেয়ারিং সেবাদানকারী সব কম্পানিকে পাঠিয়েছেন বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) লোকমান হোসেন মোল্লা।

বিশেষ ভাবে রাইড শুরু করার আগে মাস্ক, ফেস শিল্ড, হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। অবশ্যই হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করতে হবে, সেই সাথে হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়া রাইড শুরু করার আগে হেলমেট, মোটরসাইকেল এবং প্যাসেঞ্জারের ব্যাগ ডিসইনফ্যাক্টর করা বাধ্যতামূলক।

প্রতিবেদনঃ কালের কন্ঠ