৭৫,০০০ টাকা পর্যন্ত দাম কমালো কেটিএম মোটরসাইকেল
This page was last updated on 12-Jan-2025 04:11pm , By Raihan Opu Bangla
৭৫,০০০ টাকা পর্যন্ত দাম কমালো কেটিএম মোটরসাইকেল
পৃথিবীর বিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড হচ্ছে কেটিএম। বাংলাদেশে কেটিএম এর জনপ্রিয়তা থাকলেও তাদের মোটরসাইকেলের দাম কিছুটা বেশি। তাই অনেকেই আছেন কেটিএম বাইকটি ক্রয় করতে চাইলেও দামের কারণে ক্রয় করতে পারেননি। সেই সুবাধে কেটিএম বাংলাদেশ বাইকারদের কথা চিন্তা করে কেটিএম বাইকটির দাম কমিয়ে এনেছে।
কেটিএম বাইকারদের মাঝে সুপরিচিত একটি মোটরসাইকেল ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জনপ্রিয়তা পুরো বিশ্ব জুড়ে। বাংলাদেশের বাইকারদের কাছেও কেটিএম এর জনপ্রিয়তা অনেক বেশি। KTM এর ডিজাইন লুকস এবং স্টাইলের কারণে বাইকারদের মাঝে এর জনপ্রিয়তা বেশি।
Also Read: কেটিএম মোটরসাইকেলে রেজিস্ট্রেশন ফি ফ্রী!
বিশেষ ভাবে বাইকারদের মাঝে KTM RC সিরিজের জনপ্রিয়তা অনেক বেশি। স্পোর্টি লুকস, ইউনিক ডিজাইন, স্টাইল এবং পারফর্মেন্সের দিক থেকে বাইকটি অনেক বেশি এগিয়ে রয়েছে। বাংলাদেশে কেটিএম তাদের RC এবং নেকেড স্পোর্টস সেগমেন্টের মডেল গুলো নিয়ে এসেছে।
এই মডেল গুলোর মধ্যে KTM RC 125, KTM Duke 125 EU, এবং KTM Duke 125 মডেল গুলো উল্লেখযোগ্য। বর্তমানে বাইক গুলো দাম কিছুটা বেশি থাকার দরূণ অনেকে ইচ্ছে থাকা স্বত্ত্বেও বাইক ক্রয় করতে পারছিলেন না।
কেটিএম বাংলাদেশ তাদের কথা চিন্তা করে তাদের মোটরসাইকেলের দাম সর্বোচ্চ ৭৫,০০০ টাকা পর্যন্ত কমিয়ে এনেছে। এতে করে বাইকাররা তাদের স্বপ্নের কেটিএম মোটর সাইকেলটি ক্রয় করতে পারবেন।
এই সুযোগটি সীমিত সময়ের জন্য দেয়া হচ্ছে। বিস্তারিত জানতে আপনার কাছাকাছি কেটিএম মোটরসাইকেল শোরুমে যোগাযোগ করুন। ধন্যবাদ।