ঢাকা বাইক শো ২০১৮ - বাইকবিডি এ্যওয়ার্ডস
This page was last updated on 16-Jul-2024 05:52am , By Saleh Bangla
ঢাকা বাইক শো ২০১৮ এর তিনটি দিন ছিল বেশ স্মরনীয় । প্রায় ২৫,০০০ হাজার বাইকার মত এই তিন দিন ব্যপী অনুষ্ঠানে অংশগ্রহন করে । অনুষ্ঠানের শেষ দিনে আমরা ঢাকা বাইক শো ২০১৮ এ বাইকবিডি এ্যওয়ার্ডস দিয়ে ছিলাম।
ঢাকা বাইক শো ২০১৮ এ বাইকবিডি এ্যওয়ার্ডস
বাইকবিডি ঢাকা বাইক শো ২০১৮ এর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে ছিল। এই তিন দিন ব্যপী আমরা অনেক বাইকার এর সাথে কথা বলেছি । বেশির ভাগ বাইকার আমাদের কিছু পরামর্শ দিয়েছে এবং আমাদের স্টল থেকে বাইকবিডি স্টীকার নিয়েছে। কিছু সংখ্যক লাকি উইনার যারা আমাদের কুইজে অংশগ্রহন করেছিল এবং মাত্র ১২০০ জন লাকি উইনার বাইকবিডি টি-শার্ট পেয়েছেন। লটারির মাধ্যমে আমরা প্রায় ১২০০ লাকি উইনারকে বাইকবিডি টি-শার্ট দিয়ে থাকি । আমরা শুধু তাদের ই টি-শার্ট দিয়ে থাকি যারা ঢাকা বাইক শো ২০১৮ তে অংশগ্রহন করেছিল । যারা আসতে পারেনি তাদের জন্য আমরা দুঃখিত কারন আমরা টি-শার্ট তাদের দিয়েছি যারা ঢাকা বাইক শো ২০১৮ তে এসেছিল । খুব শীঘ্রই আমরা আমাদের নতুন প্রোগামের বিষয় আপনাদের জানাবো। আপনারা সেই সবকিছুর আপডেট আমাদের ফ্যান পেজ, গ্রুপ ও ওয়েবসাইটে পাবেন । আমরা একটি অনলাইন সার্ভে করেছিলাম আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। ৭৫০০ বাইকারস আমাদের এই ইভেন্টে অংশগ্রহন করে এবং প্রশ্নের উত্তর দেয় এবং সেই মাধ্যমে আমরা ফলাফল পায় ।
- ৫১% ভোট করেছে যে ঢাকা বাইক শো ২০১৮ চমৎকার অনুষ্ঠান ছিল ।
- ৪২% ভোট করেছে যে সুজুকি ছিল ঢাকা বাইক শো ২০১৮ এর বেস্ট মোটরসাইকেল প্যভিলিয়ন ।
- ৬১% ভোট করেছে সুজুকি হায়াবুসা ঢাকা বাইক শো ২০১৮ এর সব থেকে আকর্ষনীয় বাইক ।
- ৫২% ভোট করেছে হোন্ডা সিবি হর্নেট ১৬০আর ঢাকা বাইক শো ২০১৮ এর সব থেকে সহজলভ্য দামের মোটরসাইকেল ।
- ৯৬% ভোট দিয়েছে যে বাইকবিডি বাংলাদেশের বাইকারদের জন্য খুবই সাহায্যকারী প্লাটফর্ম ।
আমরা কথা দিয়েছিলাম ৭৫০০ লোকের মধ্যে আমরা ৩ জন লাকি উইনার বেছে নেব এবং তাদেরকে আমরা বিলমোলা ভেলোস হেলমেট যেটা বাংলাদেশের গিয়ার এক্স এর মাধ্যমে সাপ্লাই হয় সেটি তুলে দেব বিজয়ীদের হাতে । সেই তিন জন লাকি উইনার হলঃ ১. নামঃ তানভীর ফোন নাম্বারঃ ০১৭১৭৪৩১৯৯৩ ঠিকানাঃ কল্যানপুর, ঢাকা ২. নামঃ আল-আমিন ফোন নাম্বারঃ ০১৯১৪২২৩৪৬৪ ঠিকানাঃ সাভার, ঢাকা ৩. নামঃ রিয়াজ খান ফোন নাম্বারঃ ০১৬৮৭২৭৪১৮২ ঠিকানাঃ সাভার, ঢাকা উপরের বিজয়ীরা বাইকবিডি অফিসে যোগাযোগ করার অনুরোধ রইল এবং আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এসে যেখানে আপনাদের বলা হবে সেখানে এসে গিফটগুলো নিয়ে যাবেন। আমরা খুশি হব যদি আপনারা বাইকাররা আমাদের ট্যাক্স কমানো এবং সিসি লিমিট বাড়ানোর পেটিশনে অংশগ্রহন নিয়েছেন।