টিভিএস এই করোনায় দিচ্ছে বড় ধরনের ডিস্কাউন্ট অফার এপ্রিল ২০২০
This page was last updated on 11-Jul-2024 04:13pm , By Ashik Mahmud Bangla
টিভিএস মোটরসাইকেল বাংলাদেশ যারা এই করোনার মহামারী সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র মানুষের কাছে পৌছে দিচ্ছে তাদের জানাচ্ছে শ্রদ্ধা। আর তারা এই পৌছে দেয়ার কাজে ব্যবহার করছে বাংলাদেশের অন্যতম ইকোনোমিক্যাল বাইক TVS XL100 i-touch। এছাড়া টিভিএস দিচ্ছে তাদের মোটরসাইকেলে বড় ধরনের ডিস্কাউন্ট অফার এপ্রিল ২০২০ ও প্রি-বুকিং অফার।
টিভিএস দিচ্ছে বড় ধরনের ডিস্কাউন্ট অফার ও প্রি-বুকিং অফার।
পুরো বিশ্ব এখন লড়াই করছে করোনার এই মহামারীর সাথে। পুরো বিশ্বের জন্য এই মহামারী একটা আতঙ্কের নাম হয়েছে দাড়িয়েছে, ইতিমধ্যে ২১০ টিরও বেশি দেশ এবং ২.৫ মিলিয়নের উপর আক্রান্ত হয়েছে। এছাড়া মারা গিয়েছে ১ লাখ ৭৭ হাজারের উপরে। বর্তমানে এটি একটি বড় ইস্যু হয়ে দাড়িয়েছে। এই মহামারীতে বাংলাদেশ দেশ যে খুব একটা ভাল অবস্থানে রয়েছে তা নয়। প্রচুর ঝুঁকি নিয়েও মানুষ কাজ করছে। বিশেষ ভাবে ডেলিভারী ম্যান, যারা নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র মানুষের বাসায় পৌছে দিচ্ছে। তারা এই কাজে ব্যবহার করছে বাংলাদেশের অন্যতম ইকোনোমিক্যাল মোটরসাইকেল TVS XL100 i-touch।
Click To See TVS Apache RTR 160 4V Review
বাইকটি বাংলাদেশের অন্যতম কম দামী বাইকের মধ্যে একটি । বর্তমানে বাইকটিতে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। বিশেষ ছাড়া বাইকটির মুল্য হচ্ছে ৬৪,৯০০ টাকা। এছাড়া কমিউটার ও প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টেও দেয়া হচ্ছে বিশেষ ছাড়া।
টিভিএস ডিস্কাউন্ট অফার এপ্রিল ২০২০
Models | Offer Price | Old Price | |
---|---|---|---|
RTR 160 4V Single Disc | 1,71,767 BDT | 1,86,900 BDT | |
RTR 160 4V Dual Disc | 1,89,767 BDT | 2,04,900 BDT | |
RTR Race Edition Single Disc | 1,59,727 BDT | 1,74,900 BDT | |
RTR Race Edition Dual Disc | 1,66,727 BDT | 1,81,900 BDT | |
RTR 160 2V Single Disc | 1,53,627 BDT | 1,74,900 BDT | |
RTR 160 2V Dual Disc | 1,60,627 BDT | 1,81,900 BDT | |
Stryker 125 | 1,14,605 BDT | 1,23,900 BDT | |
Metro Plus 110 Disc | 1,04,827 BDT | 1,16,900 BDT | |
Merto Plus 110 Drum | 97,827 BDT | 109,900 BDT | |
Radeon | 89,460 BDT | 95,900 BDT | |
Metro 100cc ES | 84,437 BDT | 94,900 BDT | |
Metro 100 KS | 78,437 BDT | 88,900 BDT | |
XL100 i-touch | 64,900 BDT | 69,900 BDT | |
XL100 KS | 55,070 BDT | 59,900 BDT |
টিভিএস তাদের জনপ্রিয় সিরিজ TVS Apache RTR এ দিচ্ছে সর্বোচ্চ ২১,০০০ টাকা পর্যন্ত ছাড়া। TVS Apache RTR 160 4V তার সেগমেন্টে অন্যতম স্টাইলিশ মোটরসাইকেল। এছাড়া TVS Metro সিরিজটিও কমিউটার সেগমেন্টে মাইলেজের জন্য অনেক জনপ্রিয়। তো আপনারা দেখেতেই পাচ্ছেন টিভিএস দিচ্ছে বড় ধরনের ডিস্কাউন্ট অফার। কাস্টোমারকে এই অফার পেতে হলে অনলাইনে একটি ফর্ম পূরন করে প্রি-বুকিং দিতে হবে।
এই অফারটি চলবে আগামী ৩০ এপ্রিল ২০২০ তারিখ পর্যন্ত। অফারটি সারা বাংলাদেশে টিভিএস এর সকল অথোরাইজড শো-রুম থেকে উপভোগ করা যাবে। বিস্তারিত জানার জন্য কাস্টোমার ফোন করতে পারেন এই সকল নাম্বারে - ০১৯১৯১৯৪৩৫৯, ০১৯১৯১৯৪২২২, ০১৯১৯১৮৯১১১। এছাড়া যদি কোন ধরনের তথ্য দরকার হয়ে থাকে তবে আপনি ইমেইলও করতে পারেন - customercare@tvsab.com.bd ।