টোরিনো টায়ার এবং হুসেইন টায়ার - মেইড ইন বাংলাদেশ
This page was last updated on 28-Jul-2024 12:58pm , By Saleh Bangla
এপেক্স হুসেইন বাংলাদেশে বিভিন্ন যানবাহনের টায়ার তৈরী করে থাকে । টুরিনো টায়ার এবং হুসেইন টায়ার এর নামের উপর ভিত্তি করে তারা আমাদের দেশে বিভিন্ন ধরনের অটোমোটিভ এবং মোটরসাইকেল এর টায়ার তৈরী করছে । টায়ারগুলো সর্ম্পূনভাবে বাংলাদেশে তৈরী করা হচ্ছে । তাই সেই বিষয়টিকে গুরুত্ব রেখে আমরা আজকে টোরিনো টায়ার এবং হুসেইন টায়ার – বাংলাদেশে তৈরীকৃত টায়ার বিষয়টি তুলে ধরছি ।
এপেক্স হুসেইন এর টোরিনো টায়ার হুসেইন টায়ার ১৯৫৪ সালে মি. মোশাররফ হুসেইন এর হাত ধরে এপেক্স হুসেইন গ্রুপ প্রতিষ্ঠিত হয় । রাবার ইন্ডাষ্ট্রিজ এ সফল হওয়ার পর তারা ১৯৯৬ সালে অটোমোটিভ টায়ার তৈরী করা শুরু করে । পরে সিস্টার কনসার্ন হওয়াতে তারা বিষয়টির উপর নির্ভর করে ব্র্যান্ডের নাম করা হয় টুরিনো টায়ার এবং হুসেইন টায়ার । বর্তমানে টুরিনো টায়ার এবং হুসেইন টায়ার বাংলাদেশে বেশ বড় আকারে টায়ার এর বিষয়ে ভুমিকা রাখছে । শুরুর দিকে তারা হালকা, ভারী এবং কৃষিকাজে ব্যবহারকৃত যানবাহনের টায়ার তৈরী করার বিষয় গুরুত্ব দেয় । কিন্তু বর্তমানে তারা মোটরসাইকেল টায়ার এর দিকেও বেশ বড় ভূমিকা রাখছে ।
এপেক্স হুসেইন এর অটোমোটিভ টায়ার অটোমোটিভ সেকশনে এপেক্স হুসেইন ভারী যানবাহনের টায়ারগুলো যেমন বাস, ট্রাক এবং লরি এর টায়ার তৈরী করছে । ভারী যানবাহনের টায়ারসহ তারা কৃষিকাজে ব্যবহৃত যানবাহনেরও টায়ার তৈরী করছে যেমন ট্রাক্টর এবং মিনি ট্রাক্টর এর টায়ার । হালকা অটোমোটিভ সেকশন এ তারা কার, পিকআপ এবং মাইক্রোবাস এর টায়ার তৈরী করছে । এছাড়াও তারা অটো রিকশা এবং ইজি বাইকেরও টায়ার উৎপন্ন করছে । তাই তারা বিভিন্ন যানবাহনের জন্য বিভিন্ন ধরনের সাইজের টায়ার তৈরী করে । তাই তাদের কাছে অটোমোটিভ টায়ার সেকশনের প্রায় সব কিছুই আছে ।
এপেক্স হুসেইন এর মোটরসাইকেল টায়ার এপেক্স হুসেইন শুরু থেকেই ভারী এবং হালকা অটোমোটিভ টায়ার তৈরী করে চলছে । কিন্তু অটোমোটিভ সেকশন এ সফল হওয়ার পর তারা মোটরসাইকেল টায়ার তৈরীর বিষয় গুরুত্ব দেয় । এর মধ্যে হুসেইন টায়ার এর নামকরন করা হয় টুরিনো টায়ার মোটরসাইকেল এর জন্য । মোটরসাইকেল টায়ার সেকশন এ তাদের টিউব এবং টিউবলেস টাইপ দুই ধরনের টায়ার আছে । এছাড়াও তারা মোটরসাইকেল টায়ার এর জন্য বিভিন্ন ধরনের সাইজের টিউব তৈরী করে থাকে । টিউবলেস টায়ার ক্যাটাগরিতে বর্তমানে তারা স্পোর্টস সেগমেন্ট মোটরসাইকেল এ বেশ জায়গা জুড়ে রেখেছে । যেখানে রেগুলার কমিউটার মোটরসাইকেল টায়ার ও তারা বেশ জায়গা জুড়ে রেখেছে । আবারো প্রিমিয়াম গ্রিপ ক্যাটাগরিতে তাদের বিভিন্ন মডেল দেওয়া আছে ।
টোরিনো টায়ার হুসেইন টায়ার মেইড ইন বাংলাদেশ অতএব আপনারা দেখতে পাচ্ছেন যে টুরিনো টায়ার এবং হুসেইন টায়ার বাংলাদেশের অটোমোটিভ এবং মোটরসাইকেল এ বেশ জায়গা জুড়ে রয়েছে । সবথেকে আনন্দদায়ক বিষয় হল টায়ারগুলো আমাদের দেশে তৈরী হচ্ছে । এছাড়াও তাদের কোয়ালিটি বেশ ভাল । এখানে যত রও ম্যাটেরিয়ালস সব কিছু সংগ্রহ করা হয় বাইরের দেশ থেকে এবং ব্যবহার করা হচ্ছে হাই-টেক টেকনোলজি । যার কারনে এর ফিচার এবং কোয়ালিটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর । অতএব টুরিনো টায়ার এবং হুসেইন টায়ার বাংলাদেশে তৈরী করা হচ্ছে ।