টিভিএস ডিস্কাউন্ট অফার অক্টোবর ২০১৮
This page was last updated on 08-Jul-2024 11:33pm , By Saleh Bangla
টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড পুরো অক্টোবর মাস জুড়ে দিচ্ছে স্পেশাল ডিসকাউন্ট অফার । এই অফারটি পুরো বাংলাদেশ জুড়ে টিভিএস এর সকল শো-রুমের জন্য প্রযোজ্য হবে । মুলত পুরো বিশ্ব জুড়ে ৩ মিলিয়ন এর উপর আরটিআর বিক্রি হয়েছে । তাই এই উপলক্ষ্যে টিভিএস দিচ্ছে ৫ হাজার থেকে সর্বোচ্চ ২০,০০০ হাজার টাকা পর্যন্ত ডিস্কাউন্ট । এই টিভিএস ডিস্কাউন্ট অফার চলবে স্টক থাক পর্যন্ত ।
টিভিএস পুরো অক্টোবর মাস জুড়ে দিচ্ছে স্পেশাল ডিসকাউন্ট অফার।
এই টিভিএস ডিস্কাউন্ট অফার শুধু মাত্র টিভিএস এপাচি আরটিআর এর ক্ষেত্রে প্রযোজ্য হবে না, বরং টিভিএস এর অন্যান্য যে সকল মডেলের বাইক রয়েছে সেসব মোটরসাইকেল ও অন্তর্ভূক্ত । বাইকের মডেল এবং দাম ডিস্কাউন্ট সহ নিচে দেয়া হলঃ
Model Name | Previous Price | Current Price | Discount |
Apache RTR (Single Disc) | 1,77,900 | 1,69,900 | 8,000 |
Apache RTR (Matt Yellow) | 1,77,900 | 1,67,900 | 10,000 |
Apache RTR (Double Disc) | 1,86,900 | 1,78,900 | 8,000 |
Styker | 1,29,900 | 1,24,900 | 5,000 |
Metro Plus (Disc) | 1,23,900 | 1,16,900 | 7,000 |
Metro Plus (Drum) | 1,18,900 | 1,10,900 | 8,000 |
Metro ES | 1,04,900 | 94,900 | 10,000 |
Metro KS | 95,900 | 88,900 | 7,000 |
Jupiter (Scooter) | 1,64,900 | 1,44,900 | 20,000 |
TVS Apache RTR 160 Test Ride Review
টিভিএস ডিস্কাউন্ট অফার এর ক্ষেত্রে টিভিএস আরটিআর সিরিজে অনেক বেশি ডিস্কাউন্ট দিচ্ছে । টিভিএস আরটিআর সিরিজে দিচ্ছে প্রায় আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত ডিস্কাউন্ট । এছাড়া টিভিএস স্টাইকার এ থাকছে ৫ হাজার টাকা ডিস্কাউন্ট । টিভিএস এর অন্যতম জনপ্রিয় বাইক হচ্ছে টিভিএস মেট্রো প্লাস ।
এই বাইকটিতে তারা দিচ্ছে সাত থেকে আট হাজার টাকা ডিস্কাউন্ট । অপর দিকে তারা টিভিএস মেট্রো ইলেক্ট্রিক স্টার্ট বাইকটিতে দিচ্ছে দশ হাজার টাকা ডিস্কাউন্ট । তবে সবচেয়ে বড় ডিস্কাউন্ট দেয়া হচ্ছে টিভিএস জুপিটার স্কুটারে । স্কুটারটিতে টিভিএস দিচ্ছে ২০ হাজার টাকা ডিস্কাউন্ট ।
টিম বাইকবিডি টিভিএস এপাচি আরটিআর ১৬০ বাইকটি টেস্ট রাইড করেছে । বাইকটি ১৬০সিসি সিরিজের অন্যতম বাইক । বাইকটিতে রয়েছে ১৬০সিসি বিশিষ্ট এয়ার কুল্ড ইঞ্জিন । ইঞ্জিন থেকে ১৫.২ BHP এবং ১৩.১ NM টর্ক শক্তি উতপন্ন করে । আমরা আশা করছি টিভিএস খুব শীঘ্রই টিভিএস এপাচি আরটিআর ১৬০ ভার্সন ৪.০ লঞ্চ করবে ।
টিভিএস স্টাইকার ১২৫সিসি সেগমেন্টে অন্যতম জনপ্রিয় বাইক । এছাড়া টিভিএস মেট্রো প্লাস অনেক এক্সিকিউটিভ বাইকারের পছন্দের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে । গত সপ্তাহে বাজাজ অটো তাদের বাইকের দাম কমিয়েছে । এখন টিভিএস তাদের মোটরসাইকেলের দামে ডিস্কাউন্ট দিচ্ছে । আশা করা যাচ্ছে অন্যান্য মোটরসাইকেল কোম্পানি গুলো খুব শীঘ্রই দামের মোটরসাইকেলের দাম কমিয়ে আনবে ।