টিভিএস ঈদ অফার! টিভিএস মোটরসাইকেলে চলছে খুশির হাট অফার!!
This page was last updated on 05-Jan-2025 10:47pm , By Shuvo Bangla
বাংলাদেশের অন্যতম মোটরসাইকেল ব্র্যান্ড টিভিএস নিয়ে এসেছে এক দারুন ঈদ অফার। বাংলাদেশের বাইকপ্রেমীরা সারা বছরই অপেক্ষায় থাকেন ইদ এবং অন্যান্য উৎসবে বিভিন্ন বাইক কোম্পানি এর বিভিন্ন অফার এর জন্য। এবং, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে টিভিএস মোটরসাইকেলস এবার ইদে নিয়ে এসেছে তাদের টিভিএস ঈদ অফার!! টিভিএস মোটরসাইকেলই এবারের ঈদ-উল-আজহাতে প্রথমবারের মতো টিভিএস খুশির হাট অফার নামে টিভিএস ঈদ অফার দিচ্ছে।
টিভিএস খুশির হাট অফার নামে টিভিএস ঈদ অফার দিচ্ছে।
টিভিএস ঈদ অফার টিভিএস এর সকল বাইকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। টিভিএস ঈদ অফার এর আওতায় টিভিএস বাইক কেনার পর ফ্রি রেজিস্ট্রেশন, ফ্রি ইনস্যুরেন্স ও ফ্রি রোড ট্যাক্স এর সুযোগ রয়েছে। এই অফারটি কাস্টমার এর প্রায় ৮০০০ টাকা বাচিয়ে দেবে , এবং, এতে করে, ক্রেতাকে রেজিস্ট্রেশন এবং রোড ট্যাক্স সংক্রান্ত পেপারওয়ার্কের ঝামেলায় যেতে হবে না।
আরও একটি খুশির খবর নিয়ে এসেছে টিভিএস মোটরসাইকেল, তা হলো টিভিএস এপাচি আরটিআর ম্যাট রেড এডিশন এখন বাংলাদেশে! সম্প্রতি টিভিএস আরটিআর ম্যাট রেড এডিশন অফিশিয়ালি বাজারে ছাড়া হয়েছে।
বাংলাদেশে টিভিএস এপাচি আরটিআর১৫০ ম্যাট রেড এর মুল্য হচ্ছে ১,৯৮,৯০০/- টাকা। এবং, আশা করা যাচ্ছে যে নতুন কালার স্কিম এর কারণে টিভিএস এপাচি কমিউটিং বাইকের ক্ষেত্রে আবারো তার জায়গায় ফিরে পাবে।
Model | Price (BDT) |
TVS Apache RTR Normal Edition (SD) | 1,79,500 |
TVS Apache RTR Normal Edition (DD) | 1,98,500 |
TVS Apache RTR Matte Blue | 1,84,900 |
TVS Apache RTR Matte Red | 1,98,900 |
TVS Stryker 125 | 1,37,900 |
TVS 125 | 1,48,900 |
TVS Metro Plus 110 | 1,32,900 |
TVS Metro 100 | 1,09,900 |
TVS XL 100 | 64,900 |
TVS Wego | 1,62,900 |
TVS Jupiter | 1,64,900 |
TVS Scooty Zest | 1,47,000 |
টিভিএস এর লাইনআপে বর্তমানে ১০টিরও বেশি মডেল রয়েছে। যদিও এর বেশির ভাগই স্কুটার। এদের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত নাম হচ্ছে টিভিএস এক্সএল ১০০।
টিভিএস এক্সএল ১০০ ইন্ডিয়াতে মোপেড বাইক হিসেবে বাজারে আসে। এর ইঞ্জিন এর সাথে আলাদা ভাবে ফুট প্যাডেল দেয়া হয়েছিলো যাতে এটি ইমার্জেন্সিতে পেডাল ব্যবহার করে চালানো যায়। এটি ইন্ডিয়াতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া বাইকগুলোর মধ্যে অন্যতম। বেশকিছু দিন আগে এই বাইকটি বাংলাদেশে আসে। ধীরে ধীরে গ্রাম্য এলাকাতে বাইকটি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।
Also Read: TVS Bike Showroom in Kurpar: RHM TVS Point (Netrokona)
এই বছরে প্রথম ঈদ অফার নিয়ে এসেছে টিভিএস মোটরসাইকেলস, টিভিএস ঈদ অফার এর মাধ্যমে যাতে করে টিভিএস বাইকপ্রেমীরা নিজেদের পছন্দের বাইকটি সহজেই কিনতে পারে। এবং, হাইওয়েতে, এবং, শহরের যানজটে মুক্তভাবে চলাফেরা করতে পারেন। আমরা আশা করছি বাংলাদেশের অন্যান্য বড় বড় বাইক কম্পানি গুলো খুব শীঘ্রই বিভিন্ন ধরনের ঈদ অফার ও ডিসকাউন্ট নিয়ে আসবে। এবং, বাংলাদেশে মোটরসাইকেলকে আরো বেশি জনপ্রিয় করে তোলায় ভূমিকা রাখবে।