জিপিএক্স মোটরসাইকেল ট্রিপ টু থাইল্যান্ড অফার অগাস্ট ২০২৪

This page was last updated on 12-Aug-2024 05:41am , By Raihan Opu Bangla

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে জিপিএক্স মোটরসাইকেল। এছাড়া স্পোর্টস সেগমেন্টের অন্যতম জনপ্রিয় স্পোর্টস মডেল হচ্ছে GPX Demon। জিপিএক্স তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে দারূণ এক অফার। 

জিপিএক্স ট্রিপ টু থাইল্যান্ড অফার অগাস্ট ২০২৪

gpx thailand offer

এখন জিপিএক্স ক্রয় করে আপনিও যেতে পারেন থাইল্যান্ড। জিপিএক্স মোটরসাইকেল বাংলাদেশ তাদের কাস্টোমারদের জন্য নিয়ে এসেছে উইন এ ট্রিপ টু থ্যাইল্যান্ড অফার। এখন আপনি জিপিএক্স এর নির্দিষ্ট মডেলের মোটরসাইকেল ক্রয় করে জিতে নিতে পারেন থাইল্যান্ড ট্রিপ। 

জিপিএক্স এর এই অফারটি দেয়া হচ্ছে তাদের GPX Demon GR165RR White Red এই মডেলটির উপর। এই অফারটি শুধু মাত্র জিপিএক্স এর এই মডেলের জন্য প্রযোজ্য হবে। এছাড়া অফারের সাথে আরও রয়েছে – 

  • ৪টি ফ্রী সার্ভিস
  • ২ বছর বা ২০,০০০ কিলোমিটার ইঞ্জিন ওয়ারেন্টি
  • পুরো বাংলাদেশ জুড়ে ১৫টির বেশি সার্ভিস সেন্টার
  • অন কল সার্ভিস
  • শত ভাগ স্পেয়ার পার্টস এর সুবিধা

gpx demon thailand offer 2024

এই অফারটি সম্পর্কে বিস্তারিত জানতে জিপিএক্স এর ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। অথবা জিপিএক্স অথোরাইজড শোরুম বা সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। অফারটি চলবে পুরো অগাস্ট মাস জুড়ে। 

মোটরসাইকেল সম্পর্কিত সকল সাম্প্রতিক খবর, তথ্য, মোটরসাইকেলের ব্র্যান্ড, দাম, রাইডিং টিপস সহ সব জানতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন। ধন্যবাদ।