চলন্ত অবস্থায় বাইকের ক্লাচের তার ছিড়ে গেলে বাইক চালানোর নিয়ম
This page was last updated on 26-Jul-2024 05:21pm , By Raihan Opu Bangla
চলন্ত অবস্থায় বাইকের ক্লাচের তার ছিড়ে যাওয়া খুব নরমাল ব্যাপার। কিন্তু আমরা অনেকেই জানি না চলন্ত অবস্থায় বাইকের ক্লাচের তার ছিড়ে গেলে কি করনীয় ? বাইকের ক্লাচের তার ছিড়ে গেলে কিভাবে বাইক নিয়ন্ত্রণ করবেন, অথবা বাইকের ক্লাচের তার ছিড়ে গেলে বাইক কিভাবে চালিয়ে নিয়ে যাবেন আজ আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো।
বাইকের ক্লাচের তার ছিড়ে গেলে কি করনীয়ঃ
চলন্ত অবস্থায় যদি কখনো আপনার বাইকের ক্লাচের তার ছিড়ে যায় তাহলে সবার প্রথমে বাইকের লুকিং গ্লাসে খেয়াল করে বাইকটি রোডের থেকে এক সাইডে নিয়ে যান। যদি কখনো এমন সমস্যা হয় তাহলে কখনো হঠাৎ করে বাইক হার্ড ব্রেক করবেন না। ক্লাচের তার ছিড়ে যাওয়া বড় কোন ব্যাপার না। কিন্তু আপনি যদি ঘাবড়ে গিয়ে হার্ড ব্রেক করেন এটি আপনাকে বিপদে ফেলতে পারে।
আরও পড়ুন >> মোটরসাইকেলের ইঞ্জিন ভালো রাখার উপায় । ৭ টি সহজ উপায়
চলন্ত অবস্থায় বাইকের ক্লাচের তার ছিড়ে গেলে সবার প্রথমে বাইকের এক্সিলারেটর ছেড়ে দিন, এরপর বাইকের দুইটি ব্রেক সমানভাবে চেপে বাইকের গতি নিয়ন্ত্রণে নিয়ে আসুন। বাইকের গতি যখন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে তখন আপনি সিদ্ধান্ত নিন কিভাবে সমস্যার সমাধান করা যায়। আশেপাশে গ্যারেজ থাকলে সেখানে নিয়ে যান।
কিন্তু সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজের বাইকের ছোট ছোট কাজগুলো নিজে শিখে রাখেন। বাইকের ছিটের নিচে সব সময় প্রয়োজনীয় ক্যাবলগুলো একটা রেখে দিন। তাহলে রাস্তার মধ্যে কোন সমস্যা হলে আপনি নিজেই নিজের বাইকের সমস্যার সমাধান করে নিতে পারবেন।
এই সমস্যা থেকে বাচতে একটা নিদিষ্ট সময় পর পর আপনার বাইকটি সার্ভিসিং করান। দূরে কোথাও রওনা দেয়ার আগে বাইকের ক্লাচের তার ভালোভাবে চেক করে নিন। ক্লাচের তার অধিকাংশ সময় হাতের জায়গা এবং তারটি ইঞ্জিনের যে অংশে যুক্ত হয় সেখান থেকে ছিড়ে থাকে।
তাই এই দুইটি জায়গা ভালোভাবে চেক করে নিন। কিন্তু কথা হচ্ছে যদি আপনি এমন কোথাও বিপদে পরেন যেখান থেকে আপনার বাইক চালিয়ে নিতে হবে সেক্ষেত্রে কি করবেন? এই কাজটি অনেকটায় ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনি যদি চান তাহলে আপনি ক্লাচের তার ছিড়ে গেলেও আপনার বাইক চালাতে পারবেন।
চলন্ত অবস্থায় বাইকের ক্লাচের তার ছিড়ে গেলে বাইক চালানোর নিয়মঃ
চলন্ত অবস্থায় বাইকের ক্লাচের তার ছিড়ে গেলেও আপনি বাইক চালিয়ে গ্যারেজ পর্যন্ত যেতে পারবেন। কিন্তু এই কাজটি করার জন্য আপনার আগে চর্চা থাকতে হবে। ক্লাচ ছাড়া বাইক চালানো বেশ ঝুঁকিপূর্ণ, তবে যারা অভ্যস্ত তারা বিপদে পরলে বাইক চালিয়ে গ্যারেজ পর্যন্ত নিয়ে যেতে পারেন। কিন্তু এটা কোন স্থায়ী সমাধান না।
বাইকের ক্লাচের তার ছিড়ে গেলে সবার আগে সবার আগে গতি নিয়ন্ত্রণে আনুন। এরপর বাইকটি নিউট্রাল (N) করে নিন, বাইক নিউট্রাল করা হয়ে গেলে এবার বাইকের এক্সিলারেটর নরমাল রেখে বাইকটি গিয়ারে ফেলে থ্রটল বাডিয়ে ফেলুন। কিন্তু এই কাজটি আপনার করতে হবে খুব সাবধানতার সাথে, কারন বাইক চলন্ত অবস্থায় ক্লাচ না ধরে গিয়ারে ফেললে বেশ জোড়ে ধাক্কা দিবে।
বাইক একবার চলা শুরু হলে থ্রটল কমিয়ে এভাবে আপনি গিয়ার পরিবর্তন করতে পারেন। তবে এই কাজটি একদম সহজ না, আর এই কাজটি কেউ অকারণে করতে যাবেন না। আপনি যদি খুব বেশি বিপদে না পরেন তাহলে ক্লাচের তার ছিড়ে যাওয়ার পর বাইক চালানোর প্রয়োজন নেই।
যখন কিছুটা সময় ফ্রি থাকবেন নিজের বাইকের ছোট ছোট কাজগুলো নিজে শিখে নিন এবং প্রয়োজনীয় ক্যাবলগুলো বাইকের সিটের নিচে এক্সট্রা একটা রেখে দিন। বাইকের যত্ন নিন, নিরাপদ থাকুন এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন। ধন্যবাদ