কিওয়ে কে-লাইট ১৫০ ফিচার রিভিউ – ক্রূজার সোল
This page was last updated on 18-Jul-2024 03:07am , By Ashik Mahmud Bangla
কিওয়ে কে-লাইট ১৫০ ফিচার রিভিউ - ক্রূজার সোল। কিওয়ে কে-লাইট ১৫০, বাংলাদেশে কিউওয়ে মোটরসাইকেল গ্যালারীতে ক্রূজার মডেলের সর্বশেষ সংযোজন। স্টাইলিশ এবং আপডেটেড এই ক্রূজার মডেলটি পুরাতন ক্রূজার সুপারলাইট ১৫০ কে প্রতিস্থাপিত করে বাজারে এসেছে। নতুন এই মডেলটি সম্পূর্ণ নতুন একটি লুক ও নতুন কিছু ফিচার নিয়ে এসেছে। তো সেইসূত্রেই আজ আমরা এখানে নতুন এই মোটরসাইকেলটির ফিচার রিভিউ নিয়ে এসেছি।
কিওয়ে কে-লাইট ১৫০ ফিচার রিভিউ – ক্রূজার সোল
Keeway K-Light 150 বাংলাদেশে কিওয়ে মোটরসাইকেলের সম্পূর্ণ নতুন একটি মডেল। নতুন এই মোটরসাইকেলটি মূলত: কিওয়ে এর আগের ক্রূজার মডেল সুপারলাইট ১৫০ এর বদলে বাজারে এসেছে। এটি আগের চেয়ে অনেকটাই হালকা-পাতলা গড়নের। এটি নতুন লুক, ডিজাইন ও ইরগনোমিকস নিয়ে বেশ স্লিক একটি প্রফাইল নিয়ে এসেছে।
লুক ও ডিজাইনে নতুন কিওয়ে কে-লাইট বেশ কমপ্যাক্ট এবং স্লিমার প্রোফাইলের। রেট্রো-নিও ডিজাইন এবং নতুন বডি প্রোফাইলের সাথে সাথে এর ক্রূজার প্রফাইলটি বেশ ভিন্ন একটি মাত্রা পেয়েছে। কিওয়ে তাদের এই বাইকটিতে এর হেডল্যাম্প, টেইলল্যাম্প, ইন্ডিকেটর ও অডোমিটারটিকে পরাতন ওল্ড-স্কুল থিমের সাথে মিলিয়ে গোলাকারই রেখেছে। যা দুর্দান্ত দেখায়।
তবে ফুয়েলট্যাঙ্ক, সিট, আর বিশেষভাবে এর সাইড-প্যানেল, রিয়ার টায়ার-হাগার এবং একজষ্টটি দুর্দান্ত নিও-স্টাইল ফলো করেছে। সবমিলিয়ে এই অংশগুলি বেশ এ্যাগ্রেসিভ ও প্রিমিয়াম ডিজাইনের, যা আক্ষরিকভাবেই বাইকটির কমান্ডো-স্টাইলড এ্যারোগেন্স প্রতিফলিত করে। সেইসাথে মোটা চাকা ও আকর্ষনীয় স্পোর্টি এ্যালয়-রিম এর বোল্ডনেস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
সামগ্রিক ডিজাইনে, কে-লাইট ১৫০ একটি মার্জিত হট-রড ডিজাইন পেয়েছে। এটি নিঃসন্দেহে রাইডারকে একটি ওয়েষ্টার্ণ ফিল দিতে পারে। আর এর প্রশস্ত সুপরিসর সিটে বসে একজন রাইডার অবশ্যই ফ্রি-রাইড বা ওয়েষ্টার্ণ হুলিগানিজমের স্বাদ পেতে পারেন। সেইসাথে এই নেকেড ক্রূজারটি ফাঁকা হাইওয়েতে রাইডারকে অবশ্যই সত্যিকারের স্বাধীনতার অনুভুতি দেবে।
ফ্রেম, হুইল, ব্রেক, এন্ড সাসপেনেশন সিস্টেম
কিওয়ে কে-লাইট ১৫০ মোটরসাইকেলটি একটি বেসিনেট টাইপ ফ্রেমে ডিজাইনকৃত। মোটরসাইকেলটির হুইল, ব্রেক এবং সাসপেনশন সিস্টেমও এর নতুন প্রোফাইল অনুসারে মিল রেখে ডিজাইন করা। এর দৃষ্টিনন্দন হুইলগুলিতে রয়েছে জোড়াকৃত ১০-স্পোকযুক্ত এ্যালয়রিম ও টিউবলেস টাইপ ফ্যাটার টায়ার।
মোটরসাইকেলটির টায়ারগুলি সামনের এবং পিছনের যথাক্রমে 90/90-17 এবং 130/90-15 সাইজের। এর ব্রেকিং সিস্টেমে উভয় চাকাতেই রয়েছে হুইড্রোলিক-ডিস্ক টাইপের ব্রেক। ব্রেক ডিস্কগুলি সামনে ২৮০মিমি এবং পেছনে ২৪০মিমি আকারের। এছাড়াও এর ব্রেকিং CBS তথা Combined Braking System ফিচারযুক্ত।
সাসপেনশন সিস্টেমে কে-লাইট ১৫০ মোটরসাইকেলটির সামনে রয়েছে আপরাইট হাইড্রলিক টেলিস্কোপিক-ফর্ক সাসপেনশন। এর রিয়ার সেটআপটি ডাবল-ইউনিট এবং সেগুলি সিলড হাইড্রোলিক টাইপের। আর এই সাসপেনশনগুলি এক্সটারনাল কয়েল স্প্রিং-লোডেড ও ওয়েল-ডাম্পড। তো সবমিলিয়ে বাইকটিতে রয়েছে হুইল, ব্রেক এবং সাসপেনশন সিস্টেমের চমৎকার একটি সমন্বয়।
রাইডিং ও হ্যান্ডেলিং ফিচার
রাইডিং এবং হ্যান্ডলিং ফিচারে কিওয়ে কে-লাইট ১৫০ এ রয়েছে রিয়েল ক্রূজার ফিচারের আপরাইট রাইডিং পজিশন। এর সিটটি বেশ প্রশস্ত, আরামদায়ক কুশনযুক্ত এবং আপরাইট মোডের। সেইসাথে এর হ্যান্ডেলবারটিও একটি সিঙ্গেল-পিস পাইপ হ্যান্ডেলবার, যা কিছুটা লো-মাউন্টেড আপরাইট মোডের।
এছাড়াও মোটরসাইকেলটির ফুটরেস্ট ও ফুট-অপারেটেড লিভারগুলি সামনের দিকে বিন্যস্ত। তবে এগুলি খুব বেশি সামনের দিকে ছড়ানো নয় তাই রাইডারের সাচ্ছন্দ নষ্ট করে না। এছাড়াও মোটরসাইকেলটির পিলিয়ন সিটটিও আরামদায়ক ডিজাইনের। এটি রাইডার সিটের চেয়ে কিছুটা উপরে বসানো আর তাতে ইন্টগ্রেটেড গ্র্যাবরেইল দেয়া রয়েছে।
বাইকটি অন্যান্য বৈশিষ্ট্যে এটি বেশ ভারী ওজনের, আর তা ১৫৬কেজি। তবে লোয়ার স্যাডল হাইট সুবিধার ফলে এর কন্ট্রোলিং চমৎকারভাবে সমন্বয় করা সম্ভব হয়েছে। এছাড়া বাইকটির সমন্বিত হুইল, ব্রেক, আর সাসপেনশন সিস্টেম নিশ্চিত করেছ চমৎকার রাইডিং ও হ্যান্ডেলিং ফিচার।
কিওয়ে কে-লাইট ১৫০ ইঞ্জিন ফিচার
নতুন কিওয়ে কে-লাইট ১৫০ মোটরসাইকেলটিতে রয়েছে একটি 149.4সিসির সিঙ্গেল-সিলিন্ডার, ফোর-স্ট্রোক, এয়ার-কুলড ইঞ্জিন। ইঞ্জিনটি ওএইচভি, 2-ভালভ, এবং কার্বুরেটর ফুয়েল ফিডিং ফিচারযুক্ত। ৫-স্পিড গিয়ারের এই ইঞ্জিনটি কিক এবং ইলেকট্রিক উভয় সিস্টেমেই স্টার্ট করা যায়।
62.0মিমি x 49.5মিমি বোর-স্ট্রোকের এই ওভারস্কয়ার ইঞ্জিনটি 9:2.1 কম্প্রেশন রেশিওযুক্ত। ফলে এটি মসৃনভাবে পাওয়ার ডেলিভারী দেবার সাথে সাথে চমৎকার ক্রূজিং এক্সপেরিয়েন্স দিতে পারে। সেইসাথে এর লোয়ার কম্প্রেশন রেশিও বাজে ফুয়েলের সমস্যা ও ইঞ্জিন নকিংয়ের ঝামেলা চমৎকারভাবে নিরসন করতে পারে।
এছাড়া কিওয়ে কে-লাইট ১৫০ এর ইঞ্জিনটি বেশ ভালো ফুয়েল ইকোনমি ও ঝামেলাহীন লঙ-রাইডের জন্যে সমন্বয় করা হয়েছে। এটি মোটামুটি সর্বোচ্চ 8.5kW পাওয়ার ও 10.0NM টর্ক ডেলিভারী দিতে পারে। তবে ১৫০সিসির ক্রূজার হিসেবে এই ফিগার অনেকটাই সাধারন মনে হলেও খোলা হাইওয়ের ফ্রি-রাইডে এটি বেশ ভালো সাপোর্ট দিতে পরবে বলে ধারনা করা যায়।
Keeway K-Light 150 Specification
Specification | Keeway K-Light 150 |
Engine | Single Cylinder, Four-Stroke, Air Cooled, 2-Valve Engine |
Displacement | 149.4cc |
Bore x Stroke | 62.0mm x 49.5mm |
Compression Ratio | 9.2:1 |
Maximum Power | 8.5kW (11.4BHP) @8,500RPM |
Maximum Torque | 10.0NM @7,500RPM |
Fuel Supply | Carburetor |
Ignition | CDI |
Starting Method | Kick & Electric Start |
Clutch Type | Wet, Multiple-Disc |
Lubrication | Wet Sump |
Transmission | 5-Speed |
Dimension | |
Frame Type | Bassinet Type Frame |
Dimension (LxWxH) | 2,140mm x800mm x 1,050mm |
Wheelbase | 1,440mm |
Ground Clearance | 150mm |
Saddle Height | 715mm |
Weight (UNLADEN) | 156kg |
Fuel Capacity | 11.8 Liters |
Wheel, Brake & Suspension | |
The Suspension (Front/Rear) | Telescopic Fork, 120mm Travel Coil Spring Oil Damped x2, 53mm Travel |
Brake System (Front/Rear) | Front: 280mm Disc Rear: 240mm Disc CBS (Combined Braking System) |
Tire Size (Front/Rear) | Front: 90/90-17 Rear: 130/90-15 Both Tubeless |
Battery | 12V |
Headlamp | 12V |
Speedometer | Fully Digital |
*All the specifications are subject to change upon company rules, policy, offer & promotion. BikeBD is not liable for the changes.
সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নসমূহ:
কিওয়ে কে-লাইট ১৫০ কি ধরনের মোটরসাইকেল?
উত্তর: কিওয়ে কে-লাইট ১৫০ বাংলাদেশে কিউওয়ে মোটরসাইকেল গ্যালারীতে সর্বশেষ সংযোজিত ক্রূজার মডেলের একটি মোটরসাইকেল। স্টাইলিশ এবং আপডেটেড এই ক্রূজারটি পুরাতন ক্রূজার সুপারলাইট ১৫০ মডেলটি প্রতিস্থাপিত করেছে।
কিওয়ে কে-লাইট ১৫০মোটরসাইকেলটি কি এখন বাংলাদেশে পাওয়া যায়?
উত্তর: হ্যাঁ, বর্তমানে কিওয়ে কে-লাইট ১৫০মোটরসাইকেলটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। মোটরসাইকেলটি বাংলাদেশের কিওয়ে মোটরসাইকেলের সমস্ত শোরুমগুলিতে পাওয়া যাচ্ছে।
বাংলাদেশে কিওয়ে কে-লাইট ১৫০ মোটরসাইকেলটির বর্তমান মূল্য কত?
উত্তর: কিওয়ে বাংলাদেশ তাদের গ্রাহকদের জন্য কিওয়ে কে-লাইট ১৫০ মোটরসাইকেলটি অত্যন্ত প্রতিযোগীতামূলক মূল্যে সরবরাহ করছে। মোটরসাইকেলটির সর্বশেষ নির্ধারিত মূল্য পেতে আপনি এখান থেকে কিওয়ে মোটরসাইকেলের মূল্য পেজটি দেখতে পারেন।