কিওয়ে ঈদ অফার ২০১৮
This page was last updated on 11-Jul-2024 04:06am , By Saleh Bangla
কিওয়ে মোটরসাইকেল বাংলাদেশের অন্যতম চায়নিজ মোটরসাইকেল ব্র্যান্ড । তারা ধীরে ধীরে মোটরসাইকেল মার্কেটে তাদের জনপ্রিয়তা বেড়েই চলেছে। যদিও তাদের কোন প্রিমিয়াম সেগমেন্টের বাইক নেই কিন্তু কমিউটার সেগমেন্টে তাদের বেশ ভাল কোয়ালিটির বাইক রয়েছে । এই রমজান এবং ঈদ উপলক্ষ্যে তারা তাদের বাইকের উপর অফার দিয়েছে । তারা তাদের চারটি মডেলের বাইকের উপর দিচ্ছে কিওয়ে ঈদ অফার ২০১৮ ।
কিওয়ে মোটরসাইকেল ঈদ অফার
Model | Price | Offer Price |
RKS 150 Sports CBS | 1,54,900 | Free Registration |
RKS 100 | 1,14,900 | 1,09,900 |
RKS 125 | 1,29,900 | 1,24,900 |
Magnet 100 | 92,900 | 84,900 |
কিওয়ে আরকেএস ১৫০ স্পোর্টস বাংলাদেশের সর্বপ্রথম মোটরসাইকেল যে বাইকে সিবিএস দেওয়া হয়েছিল । বাইকটি ১৫০ সিসি ইঞ্জিনের বাইক । ইঞ্জিনে ফোর স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার, ডাবল ভাল্বস সাথে টাইটেনিয়াম কোটিং ইউরো ৩ গ্রেড দেওয়া হয়েছে ।
বাইকটির কুলিং সিস্টেম এয়ার কুল্ড । ইঞ্জিনটি প্রায় ১৩.৮ বিএইচপি @ ৯৫০০ আরপিএম এবং ১২.৮ এনএম টর্ক @ ৭৫০০ আরপিএম দিতে সক্ষম । বাইকটি কিক এবং ইলেক্ট্রিক দুইভাবেই চালু করা যায় । বাইকটিতে পাচটি গিয়ার সংযুক্ত করা হয়েছে সাথে ইঞ্জিনের ট্রান্সমিশন দেওয়া আছে । ফুয়েল সিস্টেম কার্বুরেটর । স্পিডোমিটার হল ডিজিটাল । ব্রেকিং সিস্টেম ফ্রন্টে ডিস্ক দেওয়া আছে সাথে সিবিএস । বাইকটির সর্ম্পকে আরো জানতে আমাদের কিওয়ে আরকেএস ১৫০ স্পোর্টস রিভিউ দেখে আসতে পারেন ।
কিওয়ে তাদের কমিউটার বাইক গুলোরও দাম কমিয়েছে, য হল আরকেএস ১২৫, আরকেএস ১০০ এবং ম্যাগনেট । কিওয়ে আরকেএস ১২৫ হল ১২৫ সিসির কমিউটার বাইক । বাইকটি দেখতে বেশ সুন্দর এবং স্টাইলিশ । পাওয়ার এবং পার্ফমেন্স এর দিক দিয়ে বেশ ভাল বাইকটি এই সেগমেন্টের হিসেবে । ডিজাইন এবং স্টাইল এর দিক দিয়ে বাইকটি অনেকটা নেকেড স্পোর্টস বাইকের মত । কিওয়ে আরকেএস ১০০ হল ১০০ সিসি সেগমেন্টের বাইক । বাইকের ইঞ্জিনে ফোর স্ট্রোক , সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন দেওয়া আছে । ইঞ্জিনটির ডিসপ্লেসমেন্ট ৯৯.৭ সিসি । বাইকটিতে চারটি গিয়ার বক্স সংযুক্ত করা হয়েছে । কিওয়ে ম্যাগনেট কিওয়ে এর আর একটি স্টাইলিশ মোটরসাইকেল । এই বাইকটিও ১০০ সেগমেন্টের বাইক । ফোর স্ট্রোক, এয়ার কুল্ড, ২ ভাল্বব দেওয়া আছে বাইকটিতে । বাইকটির সর্ম্পকে আরো জানতে আমাদের কিওয়ে ম্যাগনেট এর টেস্ট রাইড রিভিউ পড়তে পারেন ।
অবশেষে কিওয়ে তাদের বাইকের অফার নিয়ে এসেছে । প্রত্যেক মোটরসাইকেল ব্র্যান্ড তাদের বাইকের উপর রমজান এবং ঈদ অফার চালু করেছে । যদিও তারা কিওয়ে আরকেএস ১৫০ সিবিএস এর দাম কমায় নাই কিন্তু তারা এই মডেলের উপর ফ্রি রেজিষ্ট্রেশন এর সু্যোগ দিচ্ছে । এখন কিওয়ে অন্যান্য প্রতিদ্বন্দীর সাথে তাল মিলিয়ে চলতে পারবে কিওয়ে ঈদ অফার এর মাধ্যমে । খবর শোনা যাচ্ছে যে ঈদ এর পর বেনেলি টিএনটি ১৫০ এভেইলেব হবে ।