প্রথম বাইক হিসেবে কম সিসির বাইক সেরা চয়েজ - ৫ টি কারন

This page was last updated on 29-Dec-2024 06:08pm , By Ashik Mahmud Bangla

প্রথম বাইক হিসেবে কম সিসির বাইক সেরা চয়েজ কেন এই নিয়ে আমি আজ আপনাদের সাথে আলোচনা করবো। আমি আজ এমন ৫ টি বিষয় নিয়ে আলোচনা করবো যা হয়তো আপনি এভাবে কখনো চিন্তা করে দেখেন নি। 


প্রথম বাইক হিসেবে কম সিসির বাইক সেরা চয়েজ কেন ?


ইউজারের খরচ কম

আপনি যখন বেশি সিসির বাইক ব্যবহার করবেন তখন আপনার অনেক খরচ বেড়ে যাবে। কিন্তু কম সিসির বাইকের পার্টসের দাম কম এবং আসল পার্টস খুব সহজেই আমাদের দেশে পাওয়া যায়। আর বড় একটা ব্যাপার হচ্ছে কম সিসির বাইকের পার্টসের স্থায়িত্ব কিছুটা বেশি হয়। তাই এই দিকটি বিবেচনা করে যারা কম সিসির বাইক ব্যবহার করেন তাদের খরচ কম হয়ে থাকে।

কম-সিসি-মানেই-কম-ফান-না

কম সিসি মানেই কম ফান না

বাইকের নিয়ন্ত্রনটা অনেক অংশে আপনার উপর নির্ভর করে। আপনি ভালো ভাবে খেয়াল করলে দেখতে পাবেন যাদের বেশ কয়েকটা বাইক আছে তাদের অধিকাংশের কাছেই কম সিসির একটা বাইক আছে। আবার অনেকের মতেই তারা কম সিসির বাইক রাইড করে বেশি কম্ফোর্ট ফিল করে।

Also Read: 80cc সেরা পাচটি মোটরসাইকেল বাংলাদেশে ২০১৭

কম সিসির বাইকগুলোতে রাইডারের আরামের দিকটা বেশি বিবেচনা করা হয়, তাই কম সিসির বাইক বেশ কম্ফোর্টেবল হয়ে থাকে। আর আপনি যদি আমাদের দেশের দিকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন  কম সিসির বাইক দিয়েও কিন্তু সেই জিনিসগুলো করা যায় যা বেশি সিসির বাইক দিয়ে করা হয়।

কম-বাজেটের-বাইক-কিনলে-ভালো-গিয়ার-কেনার-টাকা-সেভ-করতে-পারবেন

কম বাজেটের বাইক কিনলে ভালো গিয়ার কেনার টাকা সেভ করতে পারবেন

কম সিসির বাইক হলে বাইক কেনার বাজেটটাও কিন্তু কম লাগে। আর নতুন বাইকার হিসেবে আপনার জন্য সেফটি গিয়ার অনেক বেশি জরুরি। আপনার টাকা যদি সেভ হয়ে যায় তাহলে আপনি সেই টাকা দিয়ে ভালো মানের হেলমেট এবং রাইডিং গিয়ার কিনতে পারবেন।  তার মানে আপনার কাছে ভালো একটা বাজেট থাকার পরও যদি আপনি  প্রথম বাইক হিসেবে কম সিসির বাইক কিনেন সেক্ষেত্রে আপনি এই বাজেট দিয়ে অনেক গিয়ার ও কিনতে পারবেন। ভালো গিয়ার কিন্তু বছরের পর বছর ভালো থাকে, তাই আপনি বাইক চেঞ্জ করলেও জিনিসগুলো আপনার থেকে যাবে।

ভালো মাইলেজ

কম সিসির বাইক মানেই ভালো মাইলেজ আপনি পাবেন। আর আপনি যখন একটা বাইক থেকে ভালো মাইলেজ পাবেন তখন আপনার খরচও অনেক বেচে যাবে। তাই কম সিসির বাইক ব্যবহার করা এই দিক থেকেও অনেক লাভবান একটা জিনিস। আর আপনি যখন দূরে কোথাও ঘুরতে যাবেন তখন এটা ভালো ভাবে বুঝতে পারবেন তেলের খরচ কম হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ। 

ভালো-রিসেল-ভ্যালু

ভালো রিসেল ভ্যালু

কম সিসি বাইকের চাহিদা আমাদের দেশে বেশি, তাই আপনি যখন কম সিসির বাইক কিনবেন তখন বিক্রির সময় আপনার লস কম হওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের দেশে কম সিসির কিছু বাইকের প্রচুর চাহিদা আছে তাই আপনি যদি সেই বাইকগুলো কিনেন তাহলে পরবর্তিতে আপনি বেশ ভালো একটা দামে বাইকটা ব্যবহার করে আবার সেল দিতে পারবেন।

প্রথম বাইক হিসেবে কম সিসির বাইক সেরা চয়েজ হওয়ার আরও কিছু কারন রয়েছে , তবে আমাদের দেশের সার্বিক দিক বিবেচনা করে এই কারনগুলো আমার কাছে প্রধান মনে হয়েছে। সব সময় ভালো মানের হেলমেট ব্যবহার করুন এবং নিয়ন্ত্রিত গতিতে বাইক রাইড করুন।

ধন্যবাদ